Tuesday, October 16, 2012

এবার Google Play এর paid apps ডাউনলোড করুন একদম ফ্রীতে.........

Android User রা জানেন যে google play থেকে কোন সফটওয়্যার ডাউনলোড করলে তা হয়ত free version থাকে কিংবা lite version থাকে । কিন্তু আমি আপনাদেরকে দেখাব কীভাবে এগুলোর Pro/Full ভার্সন ডাউনলোড করবেন।
এর জন্য আমাদের প্রথমে একটি Software দরকার।
Software টির নাম Blackmart Alpha.আপনাদের জন্য Software টির Download Link দিয়ে দিলাম।

Blackmart Alpha


Download Link:-Blackmart Alpha

Software টি  দিয়ে যেভাবে কাজ করবেন।

১. প্রথমে সফটটা ইন্সটল করে নিন

২.তারপর যে সফটওয়্যার টা ডাউনলোড করবেন সেটা লিখে সার্চ দিন।

৩.তারপর সফটওয়্যার টায় ক্লিক করুন

৪.তারপর নিচের লাইনে আসবে
INSTALL          MARKET           ADVANCED 

৫. তারপর advanced বাটনে ক্লিক করলে আসবে Install এবং নিচে আসবে download

৬. টারপর ডাউনলোড  এ ক্লিক করুন

৭. সফটওয়্যার টা ডাউনলোড করা শেষ হয়ে গেলে। আপনি এখন আপনার ফাইল টা খুজে বের করতে নিচের ধাপ অনুসরণ 

If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity


Change Your Mac Adress

আজ আমরা Computure এর Mac Adress Change করবো।


MAC  (Media Access Control) Address হচ্ছে Computer এর Physical Address বা Local Area Connection Address যা আপনার Computer এর LAN Card দেয়া থাকে। এই  MAC Address এর মাধ্যমে আপনি কোথায় থেকে  Internet Use  করছেন  এবং কি করছেন তা অতি সহজে বের করে ফেলা যাই। আপনারা কি জানেন শুধু  IP Address Change বা Hide  করে আপনি আপনাকে পুরো পুরি Save করতে পারবেন না। আপনাকে অবশ্যই MAC Address Change করতে হবে। এখন আমি দেখাবো কি ভাবে MAC Address Change করতে হয়………..
আমার এই Method টা শুধু মাএ windows operating systems এর জন্য।
1. প্রথমে আপনি আপনার Windows এর Start Menu তে Click করে search box এ cmd টাইপ করুন অথবা আপনি যদি windows xp use করেন তাহলে Rub Box Open করুন এবং টাইপ করুন cmd তারপর Enter চাপুন।
2. Commend Window open হলে টাইপ করুন ipconfig/all এবং Enter চাপুন। > > > [ C:\Users\monir_uap07>ipconfig/all ]
3. এই পক্রিয়া টা আপনার Computer এর Network Card  এবং Physical Address থুজে বেরকরবে। Physical Address হচ্ছে আপনার Computer এর MAC Address এবং IPv4 Address হচ্ছে IP Address.
4. এখন আপনাকে একটি Software Download করতে হবে যেটা আপনার Computer এর MAC Address Change করবে। নিচে দেয়া Link এ গিয়ে Software টা Download করে ফেলু

Download Link:-TMAC V.6

5. Software Download হয়ে গেলে Install করুন, এবং Run করুন as administrator হিসেবে।

(1) windows 7 user রা select করুন Local Area Connection এবং windows 8 user রা select করুন Wired Ethernet Connection।
(2) আপনার Original MAC Address দেখাবে।
(3) Random MAC Address বাটনে Click করুন।
(4) তার পরে Change Now বাটনে Click করুন।
এবার দেখুন আপনার MAC Address change হয়ে গেছে।

If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management