Wednesday, January 16, 2013

চলেন আজকে ফেসবুক ট্রিকস করিঃ শত শত ফেসবুক একাউন্ট এক সাথে তৈরি করুন ফেসবুক অটো সফটওয়ারে দিয়ে


আজকে একটা জটিল জিনিস দেখবো সবাইকে। সেটা হল এমন একটা সফটওয়ারে সেটি দিয়ে আপনি ইচ্ছে মত শত শত ফেসবুক আইডি খুলতে পারবেন এক সাথে। এই ফেসবুক ক্রেকিং সফটওয়্যার টি ব্যবহার করাও খুব সহজ। এতে আপনার লাভ? ফেসবুক এর একাউন্ট খুলেও ভাই বহুত টাকা পয়সা পাওয়া যায়। freelancer.com থেকে ঘুরে দেখে আসতে পারবেন। যাই হক এই সফটওয়্যার টি ভয়ের কারন নেই কারন এখানে আপনার নিজের কোন ফেসবুক এর আইডি বা পাসওয়ার্ড ব্যবহারের কোন কাহিনী নাই।

১। এখনে ক্লিক করেন ডাউনলোডকরার জন্য।
Download Facebook Devil Account Creator - Click Here
৩। সফট ওপেন হলে এটা ব্যবহার করার জন্য একটা আইডি তৈরি করেন। register new account এ ক্লিক করে।
৪। যেই আইডি টা খুলেছেন সেটা দিয়ে এবার লগইন করেন।
৫। তারপরে নিচের ছবির মত করেন।
৬। এখন দেখবেন অটো একাউন্ট তৈরি হইতে থাকবে। বাকি আরো অনেক কাজ করা যাবে এই সফটওয়্যার দিয়ে নিজে নিজে করেন।

কিভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা যেকোন বন্ধুকে আপনার এ্যাক্টিভিটি ( লাইক, কমেন্ট ইত্যাদি ) হাইড করবেন


Facebook
ফেসবুক তার ব্যবহারকারীদের প্রাইভেসি যাতে নষ্ট না হয় সে জন্য নিত্যনতুন ফিচার যোগ করছে। এখন আপনাদের সেই ফিচার এর একটি সম্পর্কে জানাব।

আপনি যখন কাউকে আপনার ফ্রেন্ডলিষ্টে এ্যাড করবেন, তখন আপনার সেই বন্ধু আপনার ওয়াল, আপনি কোথায় কোথায় কমেন্ট করলেন, কার কার কমেন্ট লাইক দিলেন ইত্যাদি সকল এ্যাকটিভিটি দেখতে পারবে।

এই জন্য আপনাকে যা করতে হবে তা হল:

১. যখন কারও প্রোফাইলে গিয়ে Add Friend এ ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবেন তথন সেই Add Friend টা ক্লিক করার পর হয়ে যাবে Friend Request Sent.  মাউজ টা কিছুক্ষন Friend Request Sent এর উপরে রাখবেন ( মনে রাখবেন ক্লিক করার পর এটি হবে )। ১ নং ছবিটা দেখুন। একটা লিষ্ট বের হবে। সেই লিষ্ট হতে Add to another list এ ক্লিক করুন। এবার ২ নং ছবিটা দেখুন। এখানের লিস্টের থেকে শুধুমাত্র Restricted  এ ক্লিক করে চেক করে দিবেন।
১১ নং ছবি
২
২ নং ছবি

তাহলে যখন সে আপনার ফ্রেন্ড রিকেয়েষ্ট এ্যাকসেপ্ট করবে তখন সে আপনার ফ্রেন্ড হবে ঠিকই কিন্তু সে আপনার কোন এ্যাকটিভিটির নকিফিকেশন পাবে না। নরমাল যেকোন আইডি যা আপনার ফ্রেন্ড নয় অন্যকেহ যেভাবে আপনার আইডি দেখবে, ঠিক আপনার ঐ ফ্রেন্ডও সেভাবে আপনার আইডি দেখবে।

২. ওকে এবার যদি আপনাকে কেহ ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠায় তাহলে একই নিয়ম। আপনি তার ওয়ালে যান। তার পর একই নিয়মে Respond to Friend Request এ ক্লিক Confirm করবেন। তারপর পেজ লোড হয়ে যখন তার ওয়াল আবার আসবে তখন তার আইডির Friends এ মাউস রেখে তাকে  Restricted লিস্টে এ্যাড করে নিবেন । ৩ নং ছবিটা দেখুন।
৩
 ৩ নং ছবি
৩. এবার শিখুন যদি আগে থেকে কাহকে ফ্রেন্ড করে থাকেন তাহলে কিভাবে তাকে Restricted এ্যাড করবেন। নিচের লিংকে ক্লিক করে আপনার ফ্রেন্ডলিষ্টে যান। যেখানে আপনার সকল ফ্রেন্ড দের দেখাবে।


এর পর আপনার যে ফ্রেন্ডকে Restricted লিস্টে এ্যাড করতে চান তার ছবির পাশে Friends এ মাউজ এর পয়েন্টার রাখুন। তার পর লিষ্ট হতে একই নিয়মে Add to another list এ ক্লিক করুন।তারপর একইভাবে এখানের লিস্টের থেকে শুধুমাত্র Restricted  এ ক্লিক করে চেক করে দিবেন।কোন সেভ করার দরকার নাই। ক্লিক করার মাত্রই আপনি তাকে Restricted লিষ্টে এ্যাড করে ফেলেছেন।৪ নং ছবি দেখুন।
৪

ব্যাস কাজ শেষ। এই Restricted লিস্টে থাকা সকলেই আপনার কোন এ্যাকটিভিটির নটিফিকেশন পাবেনা। তারা নামে মাত্র আপনার ফ্রেন্ড হিসেবে থাকবে।
তাই এখন থেকে নিশ্চয় আপনি আপনার সকল ফ্রেন্ড রিকোয়েষ্ট এ্যাকসেপ্ট করবেন (মেয়েদের ক্ষেত্রে)। আর আলাদা ফেইক আইডি ব্যবহার না করে আপনার অরিজিনাল আইডি দিয়েই সবার সাথে যোগাযোগ করবেন ( ছেলেদের ক্ষেত্রে )। হা হা হা

আর একটা কথা আপনি যে, আপনার বন্ধুকে Restricted লিষ্টে এ্যাড করেছেন তার কোন নটিফিকেশন আপনার কোন বন্ধু বা যাকে করছেন তার কাছেও যাবে না। তো সবাই নিশ্চিন্তে এখন থেকে ফেসবুক ব্যবহার করুন এবং যাকে খুশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান বা এ্যাকসেপ্ট করুন। ধন্যবাদ।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management