Monday, February 11, 2013

****আইফোন এ ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল****


আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।

বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)

১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn

২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।

৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।

৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।

৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।

সমস্যা ও সমাধানঃ

এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management