Wednesday, December 19, 2012

PC Suite Inspector Pro 1.0.1.156 Final (2012) Eng (x32-x64)

PC Suite Inspector Pro 1.0.1.156 Final (2012) Eng (x32-x64)


PC Suite Inspector Pro 1.0.1.156 Final (2012) Eng (x32-x64)| 9.4 MB


PC Inspector Suite Pro - an updated version of a cute program to monitor the health and performance of your hard disk, which will help in time to detect existing or arising in the operation faults and performance degradation and to take preventive measures to save the data. In addition the program can send status reports by e-mail, as well as monitor the hard drive on another computer remotely through the Internet.

Property Inspector Pro PC Suite : • Analyzes the SMART status information for the existing hard drive • Control and output parameters - temperature, error read / write speed, durability, etc. • Review the directions of movement, highlighted in color (green, yellow, red) • Adjustable warning and alarm functions (sound, email, etc.) • Independent Manufacturer of a database containing information on the hard drive • Special analysis to identify the hard drive • Sound alert to the crucial hard drive • Remote access to data via the Internet hard drive PC Suite Inspector Pro Knows and Keeps you informed reliably and Constantly About the State and performance of your data storage media, even more than is required for security purposes. The program monitors your hard drives' operational readiness, detects existing or imminent hardware defects and performance restrictions and prevents data loss. ITS Integrated Remote function even Allows you to monitor a Computer's hard Drives from Another PC.

Features PC Suite Inspector Pro : • Analyzes the SMART status information for State-of-the-Art hard Drives • All the Relevant parameters are Clearly Indicated, eg temperature , write / Read errors, Transmission rate, Operational life, and many More • Overview with headings highlighted in Color (green, yellow, Red) • Customizable Warning and alarm Functions (eg using Sounds, emails, etc.) • Manufacturer-Independent Database Containing information About a host of Data Storage Media • Special Analysis Functions for Determining the hard Drive's State, based on a large number of Reference Drives • Sound recommendations Regarding the hard Drive's Current State • Remote access to hard Drive Data Via the Internet.

Platform : Windows XP/Vista/7
Language : English
License : archive

Download Link:-PC Suite Inspector Pro 1.0.1.156 Final (2012) Eng (x32-x64)

কম্পিউটার সর্বশেষ চালু ও বন্ধের সময় কিভাবে দেখবেন? 2 0 1 3




সর্বশেষ কখন আপনার কম্পিউটার খুলেছে বা বন্ধ হয়েছে সেসব তথ্য আপনার কম্পিউটার ঠিকই নিজেই হিসাব করে রাখছে। SchedLgU.Txt নামের একটি টেক্টট ফাইলে এসব তথ্য আছে।

সিস্টেম রুটে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে সে ড্রাইভের উইন্ডোজ ফোল্ডারে ফাইলটি আছে সেখান থেকে বা স্টার্ট মেনু থেকে রানে গিয়ে SchedLgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে [Most recent entry is above this line] লেখা লাইনের উপরে সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সেই সময় দেওয়া আছে। তার উপরে সর্বশেষ বন্ধ হবার সময় আছে।

এই ভাবে ধারাবাহিকভাবে তথ্যগুলো আছে। ৩২ কিলোবাইটের এই ফাইলটিতে সর্বশেষ ১৩৫ বার কম্পিউটার খোলা ও বন্ধ করার তথ্য (সময় ও তারিখ) সংরক্ষিত থাকে। কম্পিউটার ১৩৫ বারের বেশী খোলা ও বন্ধ করলে উক্ত লাইন আবার প্রথম থেকে আসতে থাকবে অর্থাৎ পূর্বের তথ্যের উপর নতুন তথ্য প্রতিস্থাপন হবে।

কীবোর্ডের সাহায্যে মনিটর বন্ধ করবেন কিভাবে?



 কীবোর্ডের সাহায্যে মনিটর বন্ধ করা যাবে এমন খবরে একটু লাফিয়ে উঠলেই হবে না। ভেবে নিন আপনার নিজের কম্পিউটারে এ সুবিধা আছে তো! পাওয়ার অপশনের ডিফল্ট সেটিংসে শক্তি সঞ্চয়ের জন্য নির্দিষ্ট সময় পরে মনিটর বন্ধ হবার ব্যবস্থা আছে।

অনেকেই এই অপশনটি বন্ধ করে রাখে। কিন্তু প্রয়োজনে যদি কীবোর্ডের শর্টকাট ব্যবহার করে মনিটর বন্ধ করা যেত তাহলে খুব ভালো হতো।

মনিটর অফ ইউটিলিটি সফটওয়্যার দ্বারা এই সুবিধা পাওয়ার যাবে। মাত্র ৩৬৬ কিলোবাইটের ফিওয়্যার এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে বহনযোগ্য হিসাবে ব্যবহার করা যাবে।

তবে ইনস্টল করতে মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্ক ২.০ বা পরের সংস্করণ প্রয়োজন হবে। সফটওয়্যাটি উইন্ডোজ এক্সপি/ভিসতা/৭ এ চলবে।

সফটওয়্যারটি www.dekisoft.com/mou.php থেকে ডাউনলোড করা যাবে।

ফাইল ও ফোল্ডারের নাম বাংলাতে লিখবেন কিভাবে?


আপনার কম্পিউটারের হার্ডডিক্স ড্রাইভের, ফাইল বা ফোল্ডারের নাম বাংলাতে লিখতে উইন্ডোজ ২০০০ বা এর পরের ভার্সন প্রয়োজন হবে কারণ উইন্ডোজ ২০০০ এবং এর পরবর্তী সংস্করনের উইন্ডোজ ইউনিকোডের উম্মুক্ত ফন্ট সমর্থন করে। তবে বাংলা লেখার জন্য অভ্র (ইউনিকোড কমপ্লান্ট বাংলা ইনপুট সফটওয়্যার) কীবোর্ডের প্রয়োজন। 

অনলাইন (www.omicronlab.com/avrokeyboard) থেকে বিনামূল্যে এই কীবোর্ড ডাউনলোড করতে পারবেন। এরই সাথে বিভিন্ন ইউনিকোড ভিত্তিক বাংলা ফন্টও ডাউনলোড করে নিতে পারেন। এরপর অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করে নিন। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি সাভিস প্যাক ২ বা তার পরের ভার্সন থাকে তাহলে Vrinda নামে একটি ইউনিকোড ভিত্তিক উম্মুক্ত বাংলা ফন্ট আছে তা নিশ্চিত থাকুন। যা একই সাথে ইংরেজী এবং বাংলা সমর্থন করে। ফন্টটি না থাকলে অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল করে নিন। 

অভ্র সফটওয়্যারটি ইনষ্টল করলে কতগুলো ইউনিকোড ভিত্তিক ওপেন টাইপ ফন্ট ইনষ্টল হবে। আপনার কম্পিউটারে যদি উইন্ডোজ এক্সপি ইনষ্টল দেওয়া থাকে তাহলে Control Panel থেকে Display Properties খুলুন। এখানে Appearance ট্যাবে কিক করে Advanced বাটনে ক্লিক করুন। তাহলে Advanced Appearance ডায়ালগ বক্স আসবে এখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। 

এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন। (আপনার কম্পিউটারের উইন্ডোজ ২০০০ হলে Control Panel থেকে Display Properties খুলে, Appearance ট্যাবে ক্লিক করে Advanced বাটনে ক্লিক করুন। এবং Advanced Appearance ডায়ালগ বক্স আসলে সেখান থেকে Item লিষ্ট থেকে Icon সিলেক্ট করুন। 

এবার লিষ্ট থেকে Vrinda বা অন্য যেকোন ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্ট সিলেক্ট করুন)। এবার আপনার কম্পিউটারে বাংলা ভাষা ব্যবহার করার জন্য কনফিগার করতে হবে। উইন্ডোজ এক্সপির জন্য Control Panel থেকে Regional and Language Options খুলুন এবং Language ট্যাব থেকে Install files for complex script and right-to-left language (including Thai) চেক বক্স চেক করে Ok করুন (আপনার কম্পিউটারের উইন্ডোজ 2000 এর ক্ষেত্র Control Panel থেকে Regional Options খুলুন। 

এবার General ট্যাব থেকে Language settings for the system অংশটির লিষ্ট থেকে Indic সিলেক্ট করে Ok করুন)। এক্ষেত্রে আপনার উইন্ডোজ ইনষ্টলারটির প্রয়োজন হতে পারে। সুতারাং উইন্ডোজের সিডি সাথেই রাখুন। এবার অভ্র কীবোর্ড লেআউট বাংলা করে ফাইল, ফোল্ডার বা ড্রাইভের নাম বাংলাতে লিখতে পারবেন। এই অভ্র কীবোর্ড এবং ইউনিকোড ভিত্তিক বাংলা ওপেন টাইপ ফন্টের সাহায্যে বাংলাতে ওয়েব পেজ তৈরী করতে পারবেন খুব সহজেই।

Bangladesh Premier Leauge T20 Comming Soon........




The BPL 2013, Season 2 of the T20 tournament in Bangladesh will begin on Thursday, 17 January, 2013 with the opening ceremony at Mirpur Stadium. Player’s will take the field for the first match of BPL 2013 on Friday January 18, 2013. Bangladesh Premier League (BPL) Governing Council confirmed the BPL 2013 T20 start dates along with franchise & players auction dates. Franchise auction for the season 2 will held on Friday December 15, 2013 and the player’s auction for BPL 2013 T20 season will held on Thursday, 20th December, 2012.


Three main venues named for BPL 2013 T20 tournament, located in Mirpur, Chittagong & Khulna. Sher-e-Bangla National Cricket Stadium in Mirpur will host most of the matches including the final macth of BPL 2013. MA Aziz Stadium in the port city of Chittagong and Sheikh Abu Nasser Stadium in Khulna will also co-host group matches of BPL 2013. Meanwhile, Sylhet Divisional Stadium and Shahid Kamruzzaman Stadium in Rajshahi have been selected for warm-up matches before the start of BPL 2013 T20 tournament.


Bangladesh Premier League: BPL 2013 T20 Fixture Schedule – 


BPL 2013 T20 fixture schedule will be unveiled soon after the completion of both auctions. Each team will play each team twice, both at home and away in a round robin system. The top four teams at the end of the round robin stage will be progressed to the knockout stage of second season of BPL T20. A total of 33 matches were scheduled for BPL 2013 T20 same as BPL Season 1, all of which were be played at three stadiums, Sher-e-Bangla Cricket Stadium (Mirpur, Dhaka), MA Aziz Stadium (Chittagong) and the new venue Sheikh Abu Nasser Stadium in Khulna.

Bangladesh Premier League (BPL) 2013 T20 Fixture & Schedule Wall Chart will be available here for download.


Bangladesh Premier League: BPL 2013 T20 Teams & Players

Seven Divisional teams will participate in BPL 2012 T20 tournament, due to start on January 17, 2012.angpur Riders became the latest addition to the Bangladesh Premier League, BPL T20 2013 as the entity’s rights were sold by the Bangladesh Cricket Board (BCB) for Tk 8.5 crores ( 1.01 millon dollars) to I Sports Limited at an auction conducted by event management company Game On Sports at the Dhaka Club on December 15, 2012.
Besides I Sports Limited, two other buyers took part in the BPL Season 2 Auction — ASN Sports and Haque Brothers. ASN Sports was disqualified while Haque Brothers lost out in the bidding to I Sports.
Rangpur’s inclusion in BPL 2013 T20 will make it the 7th team participating in the league.  Barisal Burners, Chittagong Kings, Dhaka Gladiators, Duranta Rajshahi, Khulna Royals Bengals and Sylhet Royals were the teams that participated in the first edition of the competition.
BPL governing council has aslo decided not to pick any icon players for BPL 2013, Season 2.

BPL 2013 T20 Tournament: Dates to Remember –

1.BPL 2013 Player’s Auction Date: Thursday 20 December, 2012
2.BPL 2013 Opening Ceremony: Thursday 17 January, 2012
3.BPL 2013 T20 Match Start Date: Friday 18 January, 2012

BPL 2013 T20 Player’s Auction Categories for Bangladesh Premier League

The players taking part in the BPL 2013 player’s auction will be divided into four categories, as opposed to the two categories in the first season of BPL. Each category will also have a maximum bid price as follows:

BPL 2013 Live Telecast Channels

Bangladesh Premier League, BPL 2013 will be broadcasted internationally through ESPN Star Sports who made agreements with Virgo Media to broadcast BPL 2013 T20 matches from three venues of Bangladesh. The official channel for the BPL 2013 is Channel 9 from Virgo Media.  

Star Cricket will broadcast live


 So Keep Waiting...........................







 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management