Monday, February 4, 2013

এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা


সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে লিমিটেড ইউজার ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। লিমিটেড ইউজারে কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি লিমিটেড ইউজার ব্যবহার করে থাকেন তাহলে সহজেই লিমিটেড ইউজারের মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিজের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy logon.scr logon.old লিখে এন্টার করুন,
copy cmd.exe logon.scr লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে logon.scr ফাইলকে যেকোন নামে রিনেম করে আবার cmd.exe ফাইলকে logon.scr নামে রিনেম করতে পারেন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে অপেক্ষা করুন তাহলে নির্দিষ্ট সময় পরে স্ক্রিনসেভারের ওয়েট টাইম) স্ক্রিনসেভারের পরিবর্তে কমান্ড প্রোম্পট খুলবে। যদি এই পদ্ধতিতে কমান্ড প্রোম্পট না খোলে তাহলে বিকল্প হিসাবে কমান্ড প্রোম্পট খুলে নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে এন্টার করুন,
c: লিখে এন্টার করুন,
cd windows\system32 লিখে এন্টার করুন,
copy sethc.exe sethc.old লিখে এন্টার করুন,
copy cmd.exe sethc.exe লিখে এন্টার করুন,
এছাড়াও সরাসরি উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে আবার cmd.exe ফাইলকে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন এবং কম্পিউটার লগঅন না করে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে। এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে। একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।

লগইন করার সময় কমান্ড প্রোম্পট আসেল control userpassword2 লিখে এন্টার করলে ইউজার একাউন্টস আসবে যেখান থেকে সহজেই পাসওয়ার্ড পরিবর্তন করা বা ইউজার তৈরী করা যাবে।
আর nusrmgr.cpl লিখে এন্টার করলে ইউজার একাউন্টস ম্যানেজমেন্ট আসবে এবং lusrmgr.msc লিখে এন্টার করলে লোকাল ইউজারস এন্ড গ্রুপ আসবে যেখান থেকেও ইউজার তৈরী বা পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে। এছাড়াও কমান্ড প্রোম্পট শুধূ control লিখে এন্টার করলে ইউজার কনট্রোল প্যানেল খোলবে।

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন , Android Mobile দিয়ে ..


android apps
আজ আমি আপান্দের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করবেন ,আমাদের দেশ বাংলাদেশ থেকে , সুপার আপস । আপনার আন্দ্রইড মোবাইল এর জন্য  ।।  আপ্পস টির নাম হলঃ  TubeMate
youtube apps


আমরা এখন সবাই জানি যে আমাদের দেশ থেকে ইউটিউব যাও যায় না । আমরা ইউটিউব কে ফেসবুক এর মতই ভালবাসি । ইউটিউব ছাড়া আমরা অনেক কষ্টে দিন পার করি । আমরা এরি মধ্যে  কম্পিউটার রে অনেক সফটওয়্যার বা টিপস ব্যবহার করে ইউটিউব ব্যবহার করছি এবং ডাউনলোড করছেন । আমরা যারা মোবাইল চালাই তাদের জন্য , অনেক খারাপ ব্যাপার যে আমরা ইউটিউব ব্যবহার করতে পারছি না , যাও পারিছি কিন্তু ডাউনলোড করার জন্য মনের মত ভাল আপস পাইনা । আর নই এই না পাওয়া বেধনা । আজ আমার দেওয়া আপসটি ব্যবহার করে আপনার মনের মত করে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন ।
সফটওয়্যার টি এখন টপ ১০০ আপস এর মধ্যে আছে । আমরা যারা আন্দ্রইড ব্যবহার করি তাদের জন্য   এই আপসটি সুপার । তু এখুনি ডাউনলোড করে নিন এই অসম আপসটি । আর এঞ্জয় করুন ইউটিউব ভিডিও ।  

ডাউনলোড লিঙ্ক: মিডিয়া আগুন
http://www.mediafire.com/?3tts37merxfuynm

কিভাবে ব্যবহার করবেন এই আপসটিঃ

অন্য সব আপস এর মতই আপনি এই আপসটি আপনার আন্দ্রইড মোবাইলে ইন্সটল দেন ।
apk

তার পর আপসটি চালু করেন । ১-২ মিনিট ওয়েট করুন , আপসটি চালু হয়ে অটু ইউটিউব যাবে । এবার আপনার পছন্দের ভিডিও টি তে ক্লিক দেন । তার পর আপনি আপনার  মোবাইল এর ডান কোনায় দেখেন ” সবুজ একটি ছবি ” দেখতে এরকম

আপনি এবার এই ছবিতে ক্লিক দেন এবং আপনি আপনার ভিডিও টি কি ফরম্যাট তে ডাউনলোড করতে চান ,সেই ফরম্যাট দিয়ে ডাউনলোড করুন ।

ধন্যবাদ সবাইকে ।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management