কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার হাজির হচ্ছি একটা নতুন জিনিস নিয়ে। তার আগে বলুন আপনি কি Google Chrome ব্যাবহার করেন? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই পোস্টটি আপনার জন্য কাজে লাগতে পারে, নতুবা এই পোস্ট আপনার জন্য নয়।
সমগ্র ইন্টারনেট-এ আমরা যে সকল ওয়েবসাইট ব্যাবহার করি, তার বেশির ভাগেই বিজ্ঞাপনের বহর চোখে পড়ে। কিছু ওয়েবসাইট-এ বিজ্ঞাপন কম থাকলেও কিছু ওয়েবসাইটে এত বেশি থাকে যা বিরক্তি সৃষ্টি করে।
তা সে অল্প হোক বা বিস্তর, এটির অন্যতম একটি খারাপ দিক হল আমরা যে জিনিস টার জন্য সাইটটি ভিসিট করি তার সাথে আরও কিছু অবাঞ্ছিত জিনিস লোড হয়, যা আমাদের ইন্টারনেটের খরচ বাড়ায়, এবং আমরা যারা বিভিন্ন মোবাইল কোম্পানির থেকে অর্থের...
Thursday, January 31, 2013
Autorun বন্ধ করুন সফটওয়্যারের সাহায্য ছাড়া । ।
পদ্ধিতি টা অনেকেই জানেন, , পোস্ট টি তাই নতুন দের জন্য।।
Autorun বন্ধ করতে প্রথমে আপনাকে strat হতে run ক্লিক করতে হবে।।অথাবা windows key+ R এক সাথে চাপলে run ওপেন হয়ে যাবে।।
এখন run এ gpedit.msc লিখুন ও enter চাপুন।।
এখন local Computer Policy হতে user configuration হতে administrative templates ক্লিক করুন ।।
এবার ক্লিক করুন windows components
এবার ক্লিক করুন auto play policies
এখন আবার ক্লিক করুন turn off autoplay
দুবারক্লিক করুন নতুন একটি window খুলবে।। এখন enable
এ ক্লিক করে ok চাপুন।।
এখন আপনার auto play বন্ধ হয়ে...
শুধুমাত্র Keyboard Shortcut দিয়েই locked folder কে view/hide করে ফেলুন
আজ আপনাদের সাথে পরিচয় করার এমন একটি ছোট freeware এর যা মাত্র ৩.০৩MB. সাইজ এ ছোট হলেও এটা আমার মত অলসদের জন্য খুব উপকারি। এই সফট দিয়ে আপনি আপনার PC এর যেকোনো ফোল্ডার কে লক করে রাখতে পারবেন password দিয়েই । সফটওয়্যার টির নাম MY Lockbox. কিন্তু অন্যান্য লকার থেকে আর বাতিক্রম দিক তা হল Keyboard Shortcut. সফট টি RUN করার জন্য আপনার পছন্দ মত একটি কীবোর্ড shortcut set করে দিন। ২ টি shortcut দিতে হবে একটি lock এর আরেকটি unlock এর । কাজ শেষ । এর পর locked folder টিকে দেখতে চাইলে shortcut চাপুন password দিন ফোল্ডার টি view করবে। কাজ শেষ হলে lock shortcut দিন । পুনরায় ফোল্ডার লক হয়ে যাবে ।>” target=”_blank”&g...
Google Chrome 24.0.1312.57
Google Chrome 24.0.1312.57 | 29.4 Mb
Google Chrome is a fast and easy to use web browser that combines a minimal design with sophisticated technology to make the web safer. It has one box for everything: Type in the address bar and get suggestions for both search and web pages. Will give you thumbnails of your top sites; Access your favorite pages instantly with lightning speed from any new tab. Google Chrome is an open source web browser developed by Google. Its software architecture was engineered from scratch (using components from other open source software including WebKit and Mozilla Firefox) to cater for the changing needs of users...