Saturday, June 1, 2013

ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে? সমাধান নিন।



নতুন ল্যাপটপ কেনার পর প্রায় বছর খানেক ভাল ভাবেই সার্ভিস দেয় । এর পর বেশি গরম হয়ে যায় নীল স্ক্রিন চলে আসে মাঝে মাঝে। স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা করনীয়। যেখান দিয়ে ল্যাপটপের গরম বাতাস বের হয় সেখানে যদি একটি ডিম রেখে দেন তা হলে আমার মনে হয় ডিমটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
প্রথম ধাপ:---
আপনার ল্যাপটপের ব্যাটারিরে আইকন টিতে Left বাটনে ক্লিক করে মোর পাওয়ার অপশনে যান। এরপর পরের চিত্র টি দেখুন।
এর পর    High performance    থেকে       Change plan setting --এ ক্লিক করুন। এরপর পরের চিত্র টি দেখুন।
Change advanced power setting ---এ ক্লিক করুন।
এর পর  Step-5,এ ক্লিক করুর  and  Step-6 -এর Plugged in: এখানে ক্লিক করুন। এরপর
Plugged in 85% করে Apply then ok ক্লিক করুন। এরপর রিস্টাট করে দিন ।
এরপর যদি কাজ না করে তবে আপনাকে আরেকটু কষ্ট করতে হবে যেমন:-----------
ল্যাপটপের পিছনের ব্যাক কাভার খুলুন এর পর এই কাজটি করুন যেমন:--------
বাতাস বের হবার রাস্তা এবং ফ্যান ক্লিন করে দিন। এর পর আরেকটি কাজ করবেন যেমন:-----  তার আগে একটি কথা বলে নেই ল্যাপটপ বালিসের উপর রেখে ব্যবহার করবেন না তা হলে আর বেসি গরম হবে। নিচের চিএটি দেখুন
এমন ভাবে ল্যাপটপ বসাবেন যাতে করে বাতাস যাওয়া আসা করতে পারে।  আরো ভালোহবে ল্যাপটপের নিচে পাখা ব্যবহার করুন।    আশারাখি সবার উপকারে আসবে।

Saturday, April 13, 2013

PD-Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন


PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে Internet সেবা গ্রহণ করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।

এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।

ব্যাবহার বিধিঃ
ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক এ গিয়ে Signup For FREE লিখাতে ক্লিক করুন।


ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।





ধাপ ৩#  এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy  Softwareটি download করে নিন।



ধাপ ৪#   ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।


ধাপ ৪#  এরপর চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।


এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়া।

Tuesday, March 12, 2013

NOKIA DEATH PHONE FLASH BY PHOENIX AT HOME


Update nokia s40 s60firmware/software:

*ফ্ল্যাশ করুন আপনার Nokia ফোন USB Cable দিয়ে Nokia হ্যান্ডসেটগুলো এখন সবারই পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে, কারণ এগুলোর UserFriendliness আর সুন্দর Outlook. আমাদের অনেকেরই এখন একটা Nokia handset আছে। কিন্তু Nokia ফোন গুলোর একটা সমস্যায় মোটামুটি সব user ই পড়েছেন, সেটা software এর সমস্যা। এই সমস্যা সাধারণভাবে Java phone গুলোতে বেশি হয়, Symbian এ সেভাবে দেখা যায় না। Firmware যদি corrupt হয়ে যায় তাহলে USB Cable দিয়ে তা Flash করা সম্ভব। তবে flash process যদি মাঝখানে হঠাৎ interrupted হয়, যেমন মাঝখানে ইলেক্ট্রিসিটি চলে গেল অথবা কোন কারণে Cable খুলে গেল, তখন কিন্তু আর USB দিয়ে করতে পারবেন না। তখন Dongle এবং Flash box দরকার হবে। এই দুটো জিনিস দিয়ে সাধারণত দোকানে ফ্ল্যাশ করে, আপনার দেখে থাকবেন। ফ্ল্যাশ করার আগে তাই ফোনটা যেন disconnected না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন।এখানে টিউটোরিয়ালটি লেখার জন্য Nokia 5130 Xpress Music সেটের উদাহরণ দেয়া হল। তবে অন্য Nokia ফোনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনার থাকতে হবে – ডাটা কেবল, ব্যাটারী পূর্ণ চার্জিত,এবং ইন্টারনেট সংযোগ । আমি Windows XP এবং Windows 7 এ ফ্ল্যাশ করেছি, Vista চেষ্টা করিনি। তবে শুনেছি Vista তে মাঝেমধ্যে সমস্যা করে।দুটি সফটওয়্যারব্যবহার করেছি আমি, Phoenix Service Software 2011 এবং JAF 1.98.62. এখানে Phoenix দিয়ে ফ্ল্যাশ করার …
…পদ্ধতি বলবো এখন।Google এ সার্চ করুন Phoenix Software অনেকগুলো লিঙ্ক আসবে, যে কোনটা থেকে download করতে পারেন। এর ফাইল সাইজ ১০৫ মেগাবাইট প্রায়। অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। **ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। আপনার পিসিতে যদি অনেক পুরনো ভার্সনের Nokia PC suite থাকে তাহলে নতুন ভার্সন ইন্সটল করে নিন আগে। ফিনিক্স ইন্সটল হতে একটু সময় লাগে, আমার P4 পিসিতে ২০ মিনিট আর Core i5 পিসিতে ৫ মিনিট লেগেছে। কাজেই একটু ধৈর্য্য ধরতে হবে।ফিনিক্স ইন্সটল হয়ে গেলে ।
মনে করি Nokia 5130c-2 ফ্ল্যাশ দিতে হবে এর জন্য firmware ফাইল নামাতে হবে। আপনারা নিচের লিঙ্ক থেকে NaviFirm+ 1.7 Software টি download দিয়ে ইন্সটল করুন। আর একটা কথা NaviFirm সফটওয়্যার টি রান করার জন্য আপনাকে NET FRAMEWORK VERSION 4.0 ইন্সটল থাকা লাগবে,

http://www.filehippo.com/download_dotnet_framework_4/changelog/7391

তারপর সফটওয়্যার টি ওপেন SERVER থেকে NOKIA CARE SUITE SELECT করুন।
>> PRODUCT থেকে আপনার মোবাইল মডেল ও RM select করুন।
>> RM CODE জানতে আপনার মোবাইল এর battery টা খুলে নিচে stikar টা দেখুন।
>> Releases থেকে সফটওয়্যার ভার্সন টা select করার পর download বাটন ক্লিক করুন।
>> Download শেষ হলে ফোল্ডার টি rename করুন RM code দিয়ে। যেমন: RM-495।

C:\ProgramFiles\Nokia\Phoenix\Products এই directory তে ফোল্ডার টি past করুন। ।এবার আসল কাজের পালা। Phoenix Service Software চালু করুন।
File>Open Product এ ক্লিক করুন। নতুন আসা বক্সে লিখুন RM-495, দেখবেন নিচে এটা আসবে। ওটা সিলেক্ট করে নিচেOk তে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।***Phoenix এর মেইন স্ক্রীনে দেখবেন এক জায়গায় উঠে আছে No Connection। ওটা ওভাবেই থাক। উপরে Flashing> Firmware Update এ ক্লিক করুন। একটা বক্স আসবে, ওখানে Product Code এর …
…পাশে একটা [...] দেয়া বক্স আছে,ওখানে ক্লিক করে
0579014
সিলেক্ট করে ok ক্লিক করুন। তারপরে dead phone usb flashing এ টিক দিয়ে নিচে refurbish এ ক্লিক করুন।একটু পরে বলবে ফোন ডাটা কেবল দিয়ে কানেক্ট করতে। ফোনটা অফ করে কানেক্ট করুন, কানেক্ট করে তারপরে লাল বাটনটা চেপে রাখুন ২-৩ সেকেন্ড, একটা সাউন্ড হবে পিসিতে, যেমনটা হয় পেন ড্রাইভ লাগালে। তারপরে ফ্ল্যাশ শুরু হবে।পুরো Flashing Process টা Complete হতে হয়তো ২০ মিনিটের মত লাগবে। তারপরে ফোন অন হবে।ফ্ল্যাশের সময় ফোনের মেমোরি কার্ড এবং সিম কার্ড খুলে নিতে পারেন তবে না নিলেও সমস্যা হবে না। আমি সবসময় ভিতরে রেখেই করি, কখনো কোন সমস্যা হয়নি।Nokia BB5 (Base Band 5) ফোন গুলোকে এভাবে ফ্ল্যাশ করা যাবে। সাধারণভাবেঅধিকাংশ জাভাএবং সিম্বিয়ানফোনই BB5 . কাজেই সমস্যা হওয়ার কথা নয়
সমস্যা হলে কমেন্ট করুন।

PHOENIX SERVIC SOFTWARE AND NAVIFIRM+ DOWNLOAD LINK http://ittrick. tk/forum2_theme_1339258.xhtml?tema=1

Visit www.ittrick. tk
(tk এর আগে space টি মুছে দিন)

Thursday, February 21, 2013

Phase One Media Pro 1.4.0.66040


Phase One Media Pro 1.4.0.66040



Phase One Media Pro 1.4.0.66040 | 83.5 MB

Phase One Media Pro is a professional photo manager that makes it easy to manage your photo and video assets. Built to be fast and intuitive, it is a powerful photography assistant that will supercharge the way you find, organize, and share your images and videos wherever your files are stored. Media Pro supports photo and video files from more than 100 different cameras and is built to manage large photo libraries.

Download Link:-http://www.secureupload.eu/0xuobzkw83cq/media.pro.1.4.0.66040.rar




Tuesday, February 19, 2013

Summitsoft Logo Design Studio


Summitsoft Logo Design Studio 4.0.0.0
Summitsoft Logo Design Studio 4.0.0.0 | 489 Mb

Logo Design Studio gives you the power to create professional logos without paying for a limited number of concepts from an overpriced design firm.No one knows your image better than you do. With Logo Design Studio's flexible tools and effects, you get easy recognition of your name, image, symbol, icon, or trademark. When modifying or importing images, graphics, and text, each professionally designed logo template will produce thousands of unique results - all in a matter of minutes!

Logo Design Studio is the perfect creative tool to design a look for any small business, corporate environment, church, or anything you want to stand out. Go beyond business related logos by creating identifying graphics or text for stationery, website icons and buttons, page headers, titles for eBooks, text effects for digital movies, sports teams, festivals, organizations, fundraisers, local guides, conventions, fraternal organizations, educational institutions, television or radio media, newspapers and publications, music events or artists-just fire up your imagination and go to work!

Even if you use other graphics programs, you can export your Logo Design Studio project to the program of your choice. You can also import graphics created in other graphics programs or pictures from your scanner or digital camera into your logo project.

Download Link:-Summitsoft Logo Design Studio 4.0.0.0



Thursday, February 14, 2013

আপনি না পাঠালেও আপনার ফেসবুক বন্ধুরা আপনার পক্ষ থেকে পেয়ে যাবে “জন্মদিনের শুভেচ্ছা”


অনেক সময় আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যায়। আমার বেলায় অবশ্য বেশি হয়ে থাকে। অনেকদিন ধরে এমন একজনকে খুজছিলাম যে আমার হয়ে আমার সব ফেসবুক ফ্রেন্ডদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবে। শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা আমার ভালো লাগলো তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারো আগ থেকে জানা থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করা যাকঃ

  • এই সুবিধা পাওয়ার জন্য আপনার কম্পিউটারে Google Chrome ইন্সটল থাকতে হবে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
  • তারপর, নিচের লিঙ্ক থেকে HappyBirthday Extension টি ইন্সটল করে নিন আপনার Google chrome ব্রাউজারে।
ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজারের ডান কোনায় উপরের দিকে একটা আইকন দেখতে পাবেন। (নিচের ছবির মত )

এটা আপনার পারমিশন চাইবে Allow ক্লিক করুন।
এখন থেকে আপনার ফেসবুক ফ্রেন্ডরা তাদের জন্মদিনে আপনার কাছ থেকে স্বয়ংক্রিয়ভাবে "জন্মদিনের শুভেচ্ছা " পেয়ে যাবে।
এই এক্সটেন্সনটি ডিফল্টভাবে সেটিংস করা থাকে। আপনি চাইলে আপনার ব্রাউজারের উপরের আইকন এ রাইট ক্লিক করে আপনার ইচ্ছে মত পরিবর্তন করে নিতে পারেন। যেমনঃ
১. আপনার শুভেচ্ছা বানী গুলো আপনি সেট করে দিতে পারেন।
২. পূর্বে যাদের শুভেচ্ছা জানাতে ভুলে গেছেন, আপনি চাইলে তাদেরও শুভেচ্ছা পাঠাতে পারেন। কয়দিন আগ পর্যন্ত শুভেচ্ছা পাঠাতে চান তা সেট করে দিতে পারেন।

কিভাবে আপনার সকল ফেসবুক ফ্রেন্ডদের ইমেইল ঠিকানা সংগ্রহ করবেন?


প্রথমে আপনার yahoo id দিয়ে address.yahoo.com এ লগিন করুন।লগিন করার পর দেখবেন পেজের মাঝে import your contacts from other accounts আছে সেখানে ক্লিক করুন।যদি না থাকে তাহলে tools এ ক্লিক করে import সিলেক্ট করুন।
Image Hosted by ImageShack.us
importএ ক্লিক করার পর নিচের চিত্রের মত পেজ আসবে।এখান থেকে আপনি যেটা(যেমনঃফেসবুক,জিমেইল,উইন্ডোজ লাইভ ইত্যাদি) Import করতে চান তাতে ক্লিক করুন।কয়েক সেকেন্ডের মধ্যে import শেষ হবে। import শেষ হলে ইয়াহু অ্যাড্রেস পেজের বাম পাশ import করা ইমেইল আইডি গুলো দেখতে পাবেন।এখন পিসিতে সংরক্ষন করার পালা।
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
এখন tools এ ক্লিক করে export সিলেক্ট করুন।তারপর কি ফরমেটে export করতে চান তা সিলেক্ট করুন।
Image Hosted by ImageShack.us
এখানে কয়েকটি উপায় দেয়া আছে তার মধ্যে আমি yahoo!CSV সিলেক্ট করেছি কারন তাতে যে ফাইলটা ডাউনলোড হয় তা Microsoft excel এর ফরমেট।অন্যগুলো ট্রাই করিনি।আপনারা দেখতে পারেন।
Image Hosted by ImageShack.us
Image Hosted by ImageShack.us
এখন ইমেইল আইডি গুলো আলাদা ভাবে পেতে হলে e-mail লেখার উপর E তে(আপনাদের export করা ফাইলে অন্য বর্ণ থাকতে পারে) ক্লিক করে কপি সিলেক্ট করে নোট পেড খুলে পেস্ট করুন।তাহলে শুধু ইমেইল আইডি গুলো আলাদা ভাবে পেয়ে যাবেন।
Image Hosted by ImageShack.us

Tuesday, February 12, 2013

GiliSoft RAMDisk 5.1

GiliSoft RAMDisk 5.1


GiliSoft RAMDisk 5.1 | 1.39 MB

GiliSoft RAMDisk appears like a physical hard disk to the operating system and programs. You choose its size (depending on the amount of RAM in your system), drive letter, and file system. You can copy, move and delete files on it. Like a physical disk, a RAM disk can also be shared so as to be accessed by other computers on a network! The RAM disk bypasses the system hard drive, which is the slowest part of a computer. Freeing your data storage and retrieval from this mechanical disk gives your system an immediate boost.

Blazing speed
• Use a RAM disk to boost performance and speed up access to data.

Quiet, cool operation
• Unlike your system hard drive, a RAM disk contains no moving parts to generate noise and heat.

Extend the life of the hard disk
• A long time to run one program will lead to the same sector of the hard disk be read and written frequently, there will be a bad disk sectors. Use a RAM disk can avoid such a situation.

Protect Privacy
• Another reason for using a RAM disk is security or privacy. Once the computer is restarted or shutdown, the contents of the RAM disk are lost (when the auto-save feature is disabled). For some services or applications, this is an important attribute that contributes to the protection of sensitive data or information.

System Compatible
• FAT/NTFS/exFAT

Hardware Compatible
• Fully support Intel® Pentium D Dual-Core Processor and AMD Athlon™ 64X2 Dual-CoreProcessor; System Requirements

System Compatible
• Windows 2000/2003/XP/Vista/Windows 7 (32&64)

Download Link:-GiliSoft RAMDisk 5.1

Monday, February 11, 2013

****আইফোন এ ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল****


আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।

বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)

১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn

২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।

৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।

৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।

৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।

সমস্যা ও সমাধানঃ

এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।


ভাষার মাসে নতুনরূপে Bit Torrent (নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড:1MB)


 আজ টরেন্ট প্রেমিদের জন্য একটা সুখবর আছে।  আপনাদের প্রিয় টরেন্ট,Bit Torrent এর নতুন ভার্সন এবং নতুন রূপ নিয়ে আমি হাজির হয়েছি।
 
পোস্টঃ নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড; নতুন রূপে Bit Torrent (মাত্র 1MB)

Torrent
আজ এমন মহা পোস্ট এর দিনে ভেবেছিলাম পোস্ট একটু বিস্তারিত লিখবো। কিন্তু নেট প্যাকেজের টাকা প্রায় শেষ। তবে যাই হোক একটু না হয় বড় লেখার চেষ্টা করি। দেখি কত দূর পারি।
Bit Torrent সম্পর্কে সকলে কম-বেশি সবকিছুই আপনারা জানেন আর আগের অনেক পোস্ট পড়েছেন। তাই আবার ভুরি ভুরি কথা আর লিখলাম না। কিন্তু জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical  information
শিরোনাম: BitTorrent  7.8 বিল্ড 29039
ফাইলনাম: BitTorrent.exe
ফাইলের আকার: 1.00MB (1,053,520 বাইট)
প্রয়োজনীয়তা(OS): এক্সপি / ভিস্তা / Windows7 / Windows8
ভাষা: একাধিক ভাষা
লাইসেন্স: ফ্রী
জন্ম/ রিলিস : ফেব্রুয়ারী 1, 2013
সত্ত্বাধিকারী: BitTorrent
ওয়েবসাইট: www.bittorrent.com
MD5 checksum: AA283A60D5CE54773A4724EFC554D086
=================================================================
Description
BitTorrent একটি BitTorrent প্রোটোকলের মাধ্যমে তথ্য download করতে সক্ষম।আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন,যেমনঃ মিউজিক, ভিডিও, দস্তাবেজ, জিপ ফাইল ইত্যাদি। আবার যেকোনো ফাইল ফাইল আপলোড করতে পারবেন। সমান্তরালভাবে BitTorrent একাধিক ফাইল ডাউনলোডের সমর্থন করে. প্রতিটি ডাউনলোডের জন্য বা ইন্টারফেস আপলোড দেখায় এবং ডাউনলোড স্পীড, ফাইলের মাপ, ফাইলের নাম, অগ্রগতি ইত্যাদি মিলিয়ে ব্যবহার ট্যাবুলার এবং গ্রাফিকাল  monitor দেখা যেতে পারে।  New torrent or magnetফাইল (Azureus )সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাইটগুলির মাধ্যমে বা থেকে BitTorrent মধ্যে add করা যাবে এবং এটির ব্যাবহার আগের চেয়ে অনেক সহজতর করা হয়েছে।

Bit Torrent এর নতুন কিছু ফিচার-
*  বিট টরেন্টের নতুন লোগো (logo) এর রুপ দেওয়া হয়েছে।
*  উইন্ডোজ 8 এর ওপর বিট টরেন্ট এর নতুন ভার্সন তৈরি করা হয়েছে।
*  Bit Torrent এর নতুন ভার্সন  হল  7.8 build in 29039  ( new style )
*  বিট টরেন্ট download সিস্টেম ১০০% অন্যান্য টরেন্ট সফটওয়্যার থেকে অনেক উন্নত।
*  আমার আশা এবং বিবেচনার দিক দিয়ে Bit Torrent সফটওয়্যার u Torrent কে অনেক পিছে ফেলেছে।
* আরও অনেক নতুন ফিচার রয়েছে, জা ভাষায় বর্ণনা করলে পৃষ্ঠা শেষ হবে না! ডাউনলোড করলেই বুঝবেন।

প্রিয় পাঠকগণ,
আপনার নিচের কিছু snap-shot ছবি দেখতে পারেন। যাতে Bit Torrent এর নতুন রুপ এর কিছু আন্দাজ করতে পারেন।
01-02-2013 22-11-20
পাঠকগণ আপনার আরও নতুন style সহ নিচের ছবি দেখুন এবং ভাবুন……
01-02-2013 22-11-36
প্রিয় বন্ধু গণ, আমি নিচের ছবিতে আরেকটি নতুন ফিচার তুলে ধরলাম।।
04-02-2013 20-16-10
04-02-2013 20-16-55
আর ছবি দেখিয়ে আপনাদের মেগা বাইট খরচ করতে চাই না। আপনাদের কাছে আমার আজকের এই পোস্ট অনেক কষ্টে করা। আশা করি ভালো লাগেছে।
Bit Torrent এর নতুন ভার্সন আমার কছে খুব ভালো মনে হয়েছে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। ওহ! ডাউনলোড করার কথা তো ভুলেই গেছি। তাই দেরি না করে ডাউনলোডের কাজ সেরে ফেলুন।
Bit Torrent 7.8 বিল্ড 29039 ভার্সন ঝটপট DONLOAD করে ফেলুন।
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.15 [Download Link+Life Time activator]


 আজ আপনাদের জন্য IDM এর  এর নতুন ভার্সন-6.15 এনেছি। সাথে এবার প্যাচ(patch) দেবো না। এবার সকল সমস্যা সমাধানে দেবো IDM Life Time activator অর্থাৎ IDM ক্র্যাক টুল।

 IDM ভার্সন-6.15  [Download Link+Life Time activator]

Internet Download Manager 6


আজ আমায় বেশি কিছু লিখতে হবে না। কারণ আপনারা সকলেই জানেন। তাই আজ  ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর একটি আপডেট সফটওয়্যার নিয়ে এলাম। যদিও বা আপনারা সকলেই এর সম্পর্কে জানেন, তবুও জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical Information
===================
শিরোনাম: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.15
ফাইলনাম: idman615.exe
ফাইলের আকার: 4.76MB (4,987,688 বাইট)
প্রয়োজন(OS): উইন্ডোজ (সকল সংস্করণ)
ভাষা: একাধিক ভাষা
লাইসেন্স: Shareware
জন্ম/রিলিস: জানুয়ারী 30, 2013
স্বত্বাধিকারী: Tonec .INK
ওয়েবসাইট: http://www.internetdownloadmanager.com
Version 6,15 চূড়ান্ত সংস্করণ পাওয়া যাবে  (Jan/30/2013)
========================================
সংস্করণ 6.15 এর কি নতুন?
- স্বয়ংক্রিয় প্রক্সি কনফিগারেশন (proxy configuration) স্ক্রিপ্টের জন্য সমর্থন যোগ করা হয়েছে (Premiumize.me এবং অন্যদের মত পরিষেবাগুলি ব্যবহার)
- একটি ইন্টারনেট ইন্টিগ্রেশন মডিউল মধ্যে গুরুতর বাগ (Fixed a critical bug) সংশোধন করা হয়েছেwin8
-  বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট সঙ্গে ডাউনলোড সমস্যা সংশোধিত করা হয়েছে।
- পরিবর্তনঃ  “Minimize to tray” button style( for Windows 8)
- উইন্ডোজ ৮ এর জন্য উন্নত সংস্করণ করা হয়েছে।
===================================================================
নতুন ফিচারভিত্তিক বৈশিষ্ট্য
==================
বহুভাষিক সমর্থন
Zip প্রাকদর্শন (preview)
ডাউনলোড বিভাগ(Download categories)
অন্তর্নির্মিত ডাউনলোড(Built-in download accelerator)
সময় নির্ধারণকারী (Scheduler pro)
ঘটনাবলীর  Sounds on events
HTTPS দ্বারা সমর্থন
Queue প্রসেসর(Queue processor)
Ftp ব্যবহারের কমান্ড পাইপলাইনিং
Html সাহায্য ও টিউটোরিয়াল
উন্নত ডাউনলোডের সমাপ্ত হওয়ার পর ভাইরাস সুরক্ষা
কোটা সঙ্গে প্রগ্রেসিভ ডাউনলোড
কমান্ড লাইন parameters
==========================
                             
Description Information
=====================
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর নতুন সংস্করণের নান সুবিধা ও ফিচার ভিত্তিক গঠন রয়েছে। বিশেষভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার প্রক্সি সার্ভার, FTP ও HTTP প্রোটোকলের, ফায়ারওয়াল, রি, কুকিজ, অনুমোদন, MP3 অডিও এবং ভিডিও MPEG কন্টেন্ট প্রক্রিয়াকরণ সমর্থন করে।
IDM এর  নতুন সংস্করণ Microsoft Internet Explorer, Netscape, MSN Explorer, AOL, অপেরা, মজিলা, মজিলা ফায়ারফক্স, মজিলা Firebird, আভান্ট ব্রাউজার, MyIE2, এবং সমস্তঅন্যান্য জনপ্রিয় ব্রাউজার এর Ad-ons এবং সকল ডাউনলোড নিয়ন্ত্রন করে থাকে।IDM-7.1-Ful
ব্যাপক ত্রুটি পুনরুদ্ধারের এবং সারসংকলন সামর্থ্য ভাঙ্গা বা বিঘ্নিত ডাউনলোডসমূহ কারণে হারিয়ে সংযোগ, নেটওয়ার্ক সমস্যা, কম্পিউটার shutdowns, বা অপ্রত্যাশিত  বিঘ্নিত পুনরায় (resume) download চালু হবে। সহজ গ্রাফিকাল ইউজার ইন্টারফেসটি  IDM ব্যবহারকারী বন্ধুত্বপূর্ণ এবং ব্যবহার সহজ করে তোলে।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোডের একটি স্মার্ট যুক্তিবিজ্ঞান  (smart download logic accelerator)ডায়নামিক ফাইল সেগমেন্টেশন(intelligent dynamic file segmentation ) এবং নিরাপদ একাধিক ডাউনলোড প্রযুক্তি আপনার ডাউনলোডসমূহের (safe multipart downloading technology) অতিরিক্ত ত্বরান্বিত বৈশিষ্ট্যগুলিও উপস্থিত রয়েছে।
===================================================================
mediafire (1)
আপনাদের এতক্ষণ অনেক নতুন ইনফর্মেশন দিছি idm এর ব্যাপারে। এখন শেষ অধ্যায়ে চলে আসি। এখন আপনি আর কি ভাবেন! মানে download নিয়ে। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.15
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM-6.15)||সাইজ-4.76MB
index-2
||<<<—————Media-Fire Link—————>>>||

======================================================
IDM সফটওয়্যারটি ফুল ভার্সন করতে নিচে থেকে অ্যাক্টিভেটর ডাউনলোড করে নিন
IDM Life Time Activator tool ( v.1.00)|| সাইজ- 380KB 
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||


Sunday, February 10, 2013

উইন্ডোজ ৭ এর সাথে Dual Boot হিসাবে ইন্সটল করুন উবুন্টু

আমরা বেশীর ভাগ কম্পিউটার ব্যভারকারি উইন্ডোজ ব্যবহার করি কিন্তু আপনি চাইলে উবুন্টু ইন্সটল করতে পারেন উইন্ডোজ ৭ পিসিতে। আজকে আমরা এই কাজটি দেখে নিব কিভাবে উইন্ডোজ ৭ কম্পিউটার এর মাঝে Dual Boot হিসাবে ইন্সটল করুন উবুন্টু ইন্সটল করবেন।
ubuntu


Step 1: প্রথমে Burn করে নিন Ubuntu ISO ফাইলি

Step 2: এবার বার্ন করা CD/DVD টি পিসিতে প্রবেশ করুন।

Step 3:  ইন্সটল প্রক্তিয়া শুরু এবার language সিলেক্ট করুন

Dual Boot Windows 7 and Ubuntu-ubunt0.png

Step 4: ‘Try ubuntu without installing’ এই অপশন টি সিলেক্ট করুন।

Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu1.png


Step 5: ছবির মত দেখতে পেলে ‘Install Ubuntu’ দিন
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu2.png
Step 6: ছবির মত দেখতে পেলে  language নির্বাচন করে foward চাপুন।
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu3.png
Step 7: এবার ২টি অপশন ই সিকেল্ট করে foward চাপুন।
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu4.png
Step 8: এবার ‘specify partitions’ অপশন দিয়ে ক্লিক foward
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu5.png
Step 9: ছবির মত যদি আপনার কম্পিউটার এর মাঝে unallocated space থাকে তাহলে ‘Add’ ক্লিক করুন অন্যথায় পুরনো যে কোন ড্রাইভ সিকেল্ট করুন। তবে সি ড্রাইভ করবেন না কারন সেখানে উইন্ডোজ ৭ ইন্সটল আছেন।
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu6.png
Step 10: এবার mount point ‘/’ দিন এবং ‘Use as’ EXT4 filesystem দিয়ে ক্লিক Ok
Dual Boot Windows 7 and Ubuntu-ubuntu7.png
Step 11: সব চেক করে ‘Install Now’ ক্লিক করুন।
Step 12: কম্পিউটার রিস্টার্ট দিয়ে দেখুন উইন্ডোজ ৭ এবং উবুন্টু একি কম্পিউটার এ বসবাস করছে। ধন্যবাদ সবাইকে।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management