Wednesday, October 17, 2012

Network LookOut Administrator Pro 3.7 দিয়ে মনিটরিং করুন সকল পিসি

আজ যে সফ্টওয়্যার টা শেয়ার করবো ; তা দিয়ে আপনারা নেটওয়ার্ক কানেক্টটেড কম্পিউটারগুলো মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন ঐ পিসির ইউজার গুলো কি ক করছে । শুধু দেখতেই নয় আপনার মাউস ও কী-বোর্ডের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রনও করতে পারবেন।
networklogo



এছাড়াও তারা তাদের কম্পিউটারে কি করছে তা রেকর্ড করে রাখতে পারবেন ।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।
তাদের এটেনশনের জন্য ঐসব পিসিতে ম্যাসেজ পাঠাতে পারবেন। যেমন মনে করুন তারা পিসি তে গেম খেলছে ; আর আপনি তাদেরকে গেম খেলতে নিষেধ করে একটা ম্যাসেজ পাঠালেন।
 সফ্টওয়্যারটি ডাউনলোড করে প্রতিটি পিসিতে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টল করার সময় পাসওয়্যার্ড দিতে বলবে। তখন আপনার ইচ্ছামতো পাসওয়্যার্ড দিয়ে দিন। পরবর্তীতে এই সফ্টওয়্যারটি ওপেন করতে এই পাসওয়্যার্ড দিতে হবে।
এছাড়াও ইনষ্টল করতে দুটো অপশন পাবেন; সেখান থেকে আপনার পিসি Network LookOut Administrator Console সিলেক্ট করুন
এবং অন্য পিসিগুলোতে ইনষ্টল করার সময় Network LookOut Agent সিলেক্ট করুন।
এরপর স্বাভাবিক নিয়মেই ইনষ্টল শেষকরে; Add Computer থেকে আইপি ও পাসওয়্যার্ড দিয়ে এড করুন। এবং মনিটরিং করতে থাকুন।

Download Link:-Network LookOut Administrator Pro 3.7

If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity



ওয়েবপেজের কাংখিত অংশ প্রিন্ট করবেন যেভাবে


766
অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ওয়েবপেজ থেকে ডকুমেন্ট প্রিন্ট করা লাগে ।কিন্তু দেখা যায় কাংখিত অংশটুকু সিলেক্ট করে প্রিন্ট করতে যথেষ্ট বেগ পেতে হয় ।এরকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে www.printwhatyoulike.com ঠিকানার সাইটটি আপনার জন্যই ।

সাইটে ঢুকে URL লেখা টেক্সট বক্সে আপনার কাংখিত ওয়েবসাইটের ঠিকানা লিখে স্টার্ট ক্লীক করুন ।
বা পাশের প্যানেলে আপনি কাংখিতটি সাইটি দেখতে পারবেন ।
এখন আপনি ওয়েবসাইটের যে অংশটুকু প্রিন্ট করতে চান তা মাউস দিয়ে সিলেক্ট করুন ।
সবশেষে প্রিন্ট কমান্ড থেকে প্রিন্ট দিলেই কাংখিত অংশ প্রিন্ট হবে ।
ছোট টিপস হলেও আশাকরি অনেকেরই কাজে লাগবে ।কারন অজানা যতই ছোট হোক জানলে পরে তা প্রয়োজনে কাজে লাগতে পারে ।

***** 10 Funny Google Tricks *****

As well aii know that Goolge is the world's leading search engine and also full of entertainment.Today I'm going to tell about 10 funny Google tricks,just go to the URL under each item:


1. Dancing Google Logo:
http://www.googleloco.com/

2.Feel The Gravity:
http://mrdoob.com/projects/chromeexperiments/google_gravity/

3.All Google Logos:
http://www.googe.com/logos/

4.Google Calculator:
Write something like 4+2 & hit enter,Google will display the result.

5.Google epic:
http://www.toobigtouse.com/

6.Google Moon:
http://www.google.com/moon/


7.Google In Black:
http://www.ecoogl.co/

8.Put Your Name On Google Logo:
http://www.funnylogo.info/

9.Mirror Image Of Google:
http://elgoog.rb-hosting.de/index.cgi

10.Google Sphere:
http://mrdoob.com/projects/chromeexperimnts/google_sphere

FOLLOW US ON FACEBOOK: TECH INFINITY

Internet Download Manager 6.12 Build 22 With Crack


এই সফটওয়্যারটি আমাদের সকলের পরিচত এবং দৈনন্দিন Internet ব্যবহার করার সময় কাজে লাগে।
আজ আপনাদের কে এই সফটওয়্যারটির জটিল একটি Buil Up  উপহার দিব। সকলে সংগ্রহে রেখে দিতে পারেন, কারন অনেক সময় বন্ধুবান্ধব দের দিতে পারবেন যারা ক্র্যাক Patch ব্যাবহার করতে পারে না।
এই Buil Up Version এর স্বতন্ত্র কিছু Features যা আপনাকে আকর্ষণ করবেই।
Firefox এর নতুন সকল ভার্সন এর সাথে কোন প্রকার Error ছারাই কাজ করবে।
ইন্সটল করার সময় পূর্বের কোন ভার্সন Uninstall করার দরকার নাই।
কোন প্রকার ক্র্যাক Patch Use করার দরকার নাই।
যে কেউ খুব সহেজেই ইন্সটল করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই।
Control Panel থেকে Uninstall করতে পারবেন যা কিনা অন্য Silent Version এ করা যায় না।
তাহলে আর দেরী কেন? আজই ব্যবহার করে দেখুন বা সংগ্রহে রেখে দিন।

Download Link:-IDM 6.12 WITH CRACK

যেভাবে যে কোন সিরিয়াল কী সংগ্রহ করবেন !!!

আমাদের অনেক সময় সিরিয়াল কী -এর দরকার পরে কিন্তু জানা না থাকার কারনে তা খুজে বের করা সম্ভব হয় না ।চলুন আজ আমরা সিরিয়াল কী খুঁজার ট্রিক্স টা জেনে নেই ।চলেজাই মুল পোস্ট -এঃ


মনে করুন আপনার এক্সপি -এর সিরিয়াল কী লাগবে,তাহলে গুগোল এ গিয়ে " Windows XP Professional "94FBR  লিখে সার্চ দিন ।94FBR  হল কী কোড যা MS Office registration এর বেশিরভাগের অন্তরভূক্ত ।অথবা আপনি যদি winzip 8.1-এর কী খুজেন,তাহলে শুধু "winzip 8.1"94FBR লিখে সার্চ দিন।এতে খুব তাড়াতাড়ি আপনি আপনার কাঙ্খিত কোড পেয়ে যাবেন।

FOLLOW US ON FACEBOOK: TECH INFINITY

Windows Repair অল ইন ওয়ান


উইন্ডোজের রোগ নির্নয় এবং তার সঠিক চিকিৎসা প্রদানের জন্য নিয়ে এলাম Windows Repair । উইন্ডোজের এর বিভিন্নি ধরনের সমস্যার সমাধান করতে পারবেন এক নিমিষেই।
চারটি সাধারন স্টেপেই বিভিন্ন ধরনের ইরর ফিক্স করতে পারবেন। ড্যামেজ সিষ্টেম ফাইল চেক করা ছাড়াও রিষ্টোর পয়েন্ট তৈরি করতে পারবেন।
ইহার বৈশিষ্ট্য সমূহ >
Reset Registry Permissions
Reset File Permissions
Register System Files
Repair WMI
Repair Windows Firewall
Repair Internet Explorer
Repair MDAC & MS Jet
Repair Hosts File
Remove Policies Set By Infections
Repair Icons
Repair Winsock & DNS Cache
Remove Temp Files
Repair Proxy Settings
Unhide Non System Files
Repair Windows Updates

Download Link:-Windows Repair


If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management