Tuesday, March 12, 2013

NOKIA DEATH PHONE FLASH BY PHOENIX AT HOME


Update nokia s40 s60firmware/software:

*ফ্ল্যাশ করুন আপনার Nokia ফোন USB Cable দিয়ে Nokia হ্যান্ডসেটগুলো এখন সবারই পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে, কারণ এগুলোর UserFriendliness আর সুন্দর Outlook. আমাদের অনেকেরই এখন একটা Nokia handset আছে। কিন্তু Nokia ফোন গুলোর একটা সমস্যায় মোটামুটি সব user ই পড়েছেন, সেটা software এর সমস্যা। এই সমস্যা সাধারণভাবে Java phone গুলোতে বেশি হয়, Symbian এ সেভাবে দেখা যায় না। Firmware যদি corrupt হয়ে যায় তাহলে USB Cable দিয়ে তা Flash করা সম্ভব। তবে flash process যদি মাঝখানে হঠাৎ interrupted হয়, যেমন মাঝখানে ইলেক্ট্রিসিটি চলে গেল অথবা কোন কারণে Cable খুলে গেল, তখন কিন্তু আর USB দিয়ে করতে পারবেন না। তখন Dongle এবং Flash box দরকার হবে। এই দুটো জিনিস দিয়ে সাধারণত দোকানে ফ্ল্যাশ করে, আপনার দেখে থাকবেন। ফ্ল্যাশ করার আগে তাই ফোনটা যেন disconnected না হয়ে যায় সেটা খেয়াল রাখবেন।এখানে টিউটোরিয়ালটি লেখার জন্য Nokia 5130 Xpress Music সেটের উদাহরণ দেয়া হল। তবে অন্য Nokia ফোনের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। আপনার থাকতে হবে – ডাটা কেবল, ব্যাটারী পূর্ণ চার্জিত,এবং ইন্টারনেট সংযোগ । আমি Windows XP এবং Windows 7 এ ফ্ল্যাশ করেছি, Vista চেষ্টা করিনি। তবে শুনেছি Vista তে মাঝেমধ্যে সমস্যা করে।দুটি সফটওয়্যারব্যবহার করেছি আমি, Phoenix Service Software 2011 এবং JAF 1.98.62. এখানে Phoenix দিয়ে ফ্ল্যাশ করার …
…পদ্ধতি বলবো এখন।Google এ সার্চ করুন Phoenix Software অনেকগুলো লিঙ্ক আসবে, যে কোনটা থেকে download করতে পারেন। এর ফাইল সাইজ ১০৫ মেগাবাইট প্রায়। অথবা নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন। **ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করুন। আপনার পিসিতে যদি অনেক পুরনো ভার্সনের Nokia PC suite থাকে তাহলে নতুন ভার্সন ইন্সটল করে নিন আগে। ফিনিক্স ইন্সটল হতে একটু সময় লাগে, আমার P4 পিসিতে ২০ মিনিট আর Core i5 পিসিতে ৫ মিনিট লেগেছে। কাজেই একটু ধৈর্য্য ধরতে হবে।ফিনিক্স ইন্সটল হয়ে গেলে ।
মনে করি Nokia 5130c-2 ফ্ল্যাশ দিতে হবে এর জন্য firmware ফাইল নামাতে হবে। আপনারা নিচের লিঙ্ক থেকে NaviFirm+ 1.7 Software টি download দিয়ে ইন্সটল করুন। আর একটা কথা NaviFirm সফটওয়্যার টি রান করার জন্য আপনাকে NET FRAMEWORK VERSION 4.0 ইন্সটল থাকা লাগবে,

http://www.filehippo.com/download_dotnet_framework_4/changelog/7391

তারপর সফটওয়্যার টি ওপেন SERVER থেকে NOKIA CARE SUITE SELECT করুন।
>> PRODUCT থেকে আপনার মোবাইল মডেল ও RM select করুন।
>> RM CODE জানতে আপনার মোবাইল এর battery টা খুলে নিচে stikar টা দেখুন।
>> Releases থেকে সফটওয়্যার ভার্সন টা select করার পর download বাটন ক্লিক করুন।
>> Download শেষ হলে ফোল্ডার টি rename করুন RM code দিয়ে। যেমন: RM-495।

C:\ProgramFiles\Nokia\Phoenix\Products এই directory তে ফোল্ডার টি past করুন। ।এবার আসল কাজের পালা। Phoenix Service Software চালু করুন।
File>Open Product এ ক্লিক করুন। নতুন আসা বক্সে লিখুন RM-495, দেখবেন নিচে এটা আসবে। ওটা সিলেক্ট করে নিচেOk তে ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন।***Phoenix এর মেইন স্ক্রীনে দেখবেন এক জায়গায় উঠে আছে No Connection। ওটা ওভাবেই থাক। উপরে Flashing> Firmware Update এ ক্লিক করুন। একটা বক্স আসবে, ওখানে Product Code এর …
…পাশে একটা [...] দেয়া বক্স আছে,ওখানে ক্লিক করে
0579014
সিলেক্ট করে ok ক্লিক করুন। তারপরে dead phone usb flashing এ টিক দিয়ে নিচে refurbish এ ক্লিক করুন।একটু পরে বলবে ফোন ডাটা কেবল দিয়ে কানেক্ট করতে। ফোনটা অফ করে কানেক্ট করুন, কানেক্ট করে তারপরে লাল বাটনটা চেপে রাখুন ২-৩ সেকেন্ড, একটা সাউন্ড হবে পিসিতে, যেমনটা হয় পেন ড্রাইভ লাগালে। তারপরে ফ্ল্যাশ শুরু হবে।পুরো Flashing Process টা Complete হতে হয়তো ২০ মিনিটের মত লাগবে। তারপরে ফোন অন হবে।ফ্ল্যাশের সময় ফোনের মেমোরি কার্ড এবং সিম কার্ড খুলে নিতে পারেন তবে না নিলেও সমস্যা হবে না। আমি সবসময় ভিতরে রেখেই করি, কখনো কোন সমস্যা হয়নি।Nokia BB5 (Base Band 5) ফোন গুলোকে এভাবে ফ্ল্যাশ করা যাবে। সাধারণভাবেঅধিকাংশ জাভাএবং সিম্বিয়ানফোনই BB5 . কাজেই সমস্যা হওয়ার কথা নয়
সমস্যা হলে কমেন্ট করুন।

PHOENIX SERVIC SOFTWARE AND NAVIFIRM+ DOWNLOAD LINK http://ittrick. tk/forum2_theme_1339258.xhtml?tema=1

Visit www.ittrick. tk
(tk এর আগে space টি মুছে দিন)

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management