Saturday, January 26, 2013

আপনার ইন্টারনেটের গতি বাড়ান সহজেই।(Windows XP)


wallpaper windows xp
পদ্ধতি নং-১

প্রথমে My Computer এর Properties এ যান।

সেখান থেকে Hardware ট্যাব-এ যান এবং Divice Manager বাটনে ক্লিক করুন।

Divice Manager  অপেন হলে সেখান থেকে Port থেকে Communication port (com 1& com 2) তে ডাবল ক্লিক করুন।এবার পপ-আপ উইন্ডো অপেন হলে port settings ট্যাব-এ যান।

এবার Bit Per Settings কে ৯৬০০ থেকে ১২৮০০০ এ পরির্বতন করুন এবং Flow Control কে

None থেকে Hardware এ পরির্বতন করুন।

পদ্ধতি নং-২

এই পদ্ধতি টা ১ নং এর চেয়ে সহজ।

নিচের কোডটি নোটপ্যাডে লিখে .reg এক্সটেনশনে সেভ করুন এবং তাতে ডাবল ক্লিক করুন।

কোড----------------------------------------------------------------->>>>

REGEDIT4
[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentContro
lSet\Servic es\Tcpip\Parameters]
"SackOpts"=dword:00000001
"TcpWindowSize"=dword:0005ae4c
"Tcp1323Opts"=dword:00000003
"DefaultTTL"=dword:00000040
"EnablePMTUBHDetect"=dword:00000000
"EnablePMTUDiscovery"=dword:00000001
"GlobalMaxTcpWindowSize"=dword:0005ae4c

খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে


আমরা সবাই কম বেশি ফেইসবুকের সাথে পরিচিত। বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যেখানে আমরা লিঙ্ক, ছবি, ভিডিও সহ আরো অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ভিডিও আছে যেগুলো ফেইসবুক ডাউনলোডের অনুমতি দেয় না বা ফেইসবুক থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। তাই বলে কি আমারা আমাদের প্রিয় ভিডিওটি ডাউনলোড করতে পারবোনা? অবশ্যই পারব......
যারা জানেন তারা হয়তো ইতিমধ্যে ডাউনলোড করা শুরু করে দিয়েছেন। আর যারা জানেন না তাদের জন্যে সুখবর!
নিচের কয়েকটি সহজ ধাপ সঠিক ভাবে অনুসরন করলেই আপনিও পারবেন আপনার প্রিয় ভিডিওটি আপনার কম্পিউটারে সংরক্ষন করতে।
১) এই পদ্ধটি শুধুমাত্র মোজিলা ফায়ারফক্সে ব্যবহার করা সম্ভব। তাই যাদের মোজিলা ইন্সটল করা নেই তারা এখান থেকে মোজিলা ফায়ারফক্স ইন্সটল করে নিন।
২) মোজিলা ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করুন এবং এখানে টোকা দিয়ে Grease Monkey এ্যড-অন টি ইন্সটল করে নিন।
01greasemonkey.jpg
ঠিকভাবে ইন্সটল হয়ে গেলে ব্রাউজারের নিচে হাতের ডান কোনায় একটি বানরের মাথার ছবি দেখতে পাবেন।
02monkey_head.jpg
৩) এবার এই লিঙ্কটিতে ক্লিক করুন, এখানে ফেইসবুকের ভিডিও স্ক্রিপ্টটি রয়েছে যেটা ফেইসবুকের যেকোন ভিডিওর সাথে ডাউনলোড লিঙ্ক যোগ করবে। এবার Install বাটনটিতে ক্লিক করে স্ক্রিপ্টটি ইন্সটল করুন।
03install_fb_video_script.jpg
ব্যস, কাজ শেষ !
এবার ফেইসবুকে লগইন করুন, দেখুন সব ভিডিওর সাথে Download Video নামে একটি লিঙ্ক যুক্ত হয়েছে।
04download_link.jpg
এভাবে আপনি শুধুমাত্র .flv ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হলে এখানে গিয়ে ডাউনলোডকৃত ফাইলটি আপনার পছন্দমত ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন।

নকিয়া N9 ফোনে ইন্সটল করে নিন অ্যান্ড্রয়েড ৪.১.১ জেলি বিন




আমরা সম্প্রতি জানিয়েছি নকিয়ার নতুন চাকরির বিজ্ঞপ্তির কথা, যা নকিয়া অ্যান্ড্রয়েড ফোন আনতে পারে এই ধারণার জন্ম দিয়েছে। কিন্তু আপনি কি জানতেন নকিয়ার হার্ডওয়্যার ইতোমধ্যেই অ্যান্ড্রয়েডের জন্য উপযুক্ত? হ্যাঁ, বিশ্বাস না হলেও কথা সত্য। কেননা, এক ডেভেলপারের কল্যাণে নকিয়ার জনপ্রিয় সেট এন৯-এ সফলভাবে চালানো গেছে অ্যান্ড্রয়েড ৪.০ আইসক্রিম স্যান্ডউইচ। এরপর এতে অ্যান্ড্রয়েড জেলি বিনও চালানো গেছে।

তারচেয়েও মজার বিষয় হলো, চাইলে আপনিও এখন আপনার পড়ে থাকা নকিয়া এন৯-এ ইন্সটল করে নিতে পারেন অ্যান্ড্রয়েড জেলি বিন। চলুন দেখে নেয়া যাক কীভাবে কী করতে হবে।

যা জানা জরুরি

অ্যান্ড্রয়েড জেলিবিন চালানো গেলেও সব সুবিধা বা অ্যাপ্লিকেশন ঠিকভাবে কাজ নাও করতে পারে। এই পদ্ধতিতে আপনি কেবল জেলি বিনের খানিকটা স্বাদ নিতে পারবেন। পুরোপুরি অভিজ্ঞতাটুকু পাওয়ার জন্য আপনাকে অ্যান্ড্রয়েড ডিভাইসই ব্যবহার করতে হবে।
এই টিউটোরিয়াল অনুসরণ করতে আপনাকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করতে হবে।
টিউটোরিয়ালটি অনুসরণের পূর্বে ফোনের যাবতীয় কন্টাক্ট, এসএমএস ও এসডি কার্ডের সব ডেটা ব্যাকআপ নিয়ে নিন।
পুরো প্রক্রিয়ায় ইন্টারনেট সংযোগ ও ডাউনলোডের প্রয়োজন হবে।আনলিমিটেড সংযোগ রেকমেন্ডেড।
নিত্য ব্যবহার করছেন এমন এন৯-এ এটা ইন্সটল না করাই ভালো হবে।
এই পদ্ধতিতে আমরা নিজেরা চেষ্টা করে দেখিনি। নিটড্রয়েড ফোরামে দেয়া টিউটোরিয়াল ও এই পদ্ধতি অনুসরণ করে সফল হয়েছেন এ ব্যাপারে নিশ্চিত হয়েই টিউটোরিয়ালটি বাংলায় রূপান্তর করে দেয়া হচ্ছে। এই পদ্ধতি অনুসরণ করে ডিভাইসের কোনো ক্ষতি হলে অ্যান্ড্রয়েড কথন বা সংশ্লিষ্ট কেউ দায়ী থাকবে না। সর্বোচ্চ সতর্কতা ও নিজ দায়িত্বে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।



ধাপ-১: ডুয়েল বুট কার্নেল ফ্ল্যাশ

আপনার নকিয়া এন৯-এ Settings > Security > Device Lock > Autolock অপশনে গিয়ে OFF সিলেক্ট করুন।
এখান থেকে ফ্ল্যাশার ইমেজ ফাইলটি ডাউনলোড করুন। ফাইলের নাম WinFlasher-3.12.1.exe.
.exe ফাইলটিতে ডবল ক্লিক করে ফ্ল্যাশারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন। ইন্সটলের সময় লোকেশন অবশ্যই C:\Program Files\Nokia\Flasher\দিয়ে দেবেন।
এবার নকিয়া এ৯ বন্ধ করুন এবং কম্পিউটার থেকে ডিসকানেক্ট করুন (ইউএসবি)।
এখান থেকে NaviFirm ডাউনলোড করে কম্পিউটারে আনজিপ করুন।
এবার নেভিফার্ম চালু করুন এবং বামপাশের লিস্ট থেকে Nokia N9 সিলেক্ট করুন। দ্বিতীয় তালিকা থেকে 30.2012.7.1 সিলেক্ট করুন। এবারে শেষের তালিকার জন্য আপনার এন৯-এর আইডেন্টিফায়ার প্রয়োজন হবে। আপনি আপনার নকিয়া এন৯ সেটের সিম ট্রে’র নিচেই ৭-অক্ষরের আইডেন্টিফায়ার পাবেন। এটি টাইপ করলে শেষের তালিকা থেকে আপনার ফোনের আইডেন্টিফায়ার খুঁজে পাবেন। সেটি সিলেক্ট করুন।
এবার উপরের ডানদিক থেকে Unmark All বাটনে ক্লিক করুন। এবার নিচের (ডানদিকের) তালিকায় খুঁজে খুঁজে কেবল সেগুলোতে চেক (টিক) চিহ্ন দিন যেগুলো শুরু হয়েছে DFL61 অক্ষরদ্বয় দিয়ে এবং যেগুলোর মধ্যে LEGACY শব্দটি লেখা আছে।
এবার Browse বাটনে ক্লিক করুন এবং Save to লোকেশন হিসেবে C:\Program Files\Nokia\Flasher\ দেখিয়ে দিন।
এবার ক্লিক করুন Download বাটনে।
এবার এখান থেকে কার্নেল ডাউনলোড করুন। zImage নামের ফাইলটি  দেখে তার ডানদিক থেকে সর্বশেষ তারিখের ফাইলটি ডাউনলোড করুন। ফাইলটি C:\Program Files\Nokia\Flasher\ ফোল্ডারে সেভ করুন।
এবার উইন্ডোজ কমান্ড প্রোম্পট চালু করুন। এ জন্য স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন cmd এবং এন্টার চাপুন (উইন্ডোজ ৭ ও ৮-এর জন্য।) এক্সপি ব্যবহারকারীরা Start > Run > cmd লিখে এন্টার চাপুন।
কমান্ড প্রোম্পটে নিচের দু’টি লাইন লিখুন। প্রতিটি লাইনের শেষে এন্টার বাটন চাপুন।
cd C:\Program Files\Nokia\Flasher
flasher -a DFL61_HARMATTAN_30.2012.07-1_PR_LEGACY_005-OEM1-958_ARM.bin -k zImage --flash-only=kernel -f -R
দ্বিতীয় লাইনটি লিখে এন্টার চাপার পর ইউএসবি ক্যাবলটি প্রথমে নকিয়া এন৯-এ কানেক্ট করুন ও তারপর কম্পিউটারে কানেক্ট করুন। এবার ফোনে ফ্ল্যাশ শুরু হবে।
ধাপ-২: বুটলোডার ইন্সটল

এই পর্যায়ে আপনাকে ফোনে বুটলোডার ইন্সটল করতে হবে। আইসিএস-এর জন্য আমরা ইন্সটল করবো সিলিবুট নামের একটি বুটলোডার। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

নকিয়া এ৯ কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করুন ও অন করুন।
ডিভাইসে Settings > Security > Developer Mode-এ গিয়ে অন করুন। এতে ফোনটি রিস্টার্ট নেবে এবং কিছু অ্যাপ্লিকেশন ডাউনলোড করবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য জিজ্ঞেস করা হলে Yes চাপুন এবং ফোনটি ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত রাখুন।
এবার ফোনটি আবার কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করুন ও ইউএসবি স্টোরেজ মোড অন করুন যাতে কম্পিউটার থেকে ফাইল ট্রান্সফার করা যায়।
এই লিংক থেকে সিলিবুট ডাউনলোড করুন।
সিলিবুট ফাইলটি নকিয়া এন৯-এর MyDocs ফোল্ডারে কপি করুন।
এবার নকিয়া এন৯ কম্পিউটার থেকে বিচ্ছিন্ন করুন।
নকিয়া এন৯ থেকে টার্মিনাল অ্যাপ্লিকেশনটি চালু করুন এবং নিচের কোডগুলো লিখে এন্টার চাপুন। প্রতি লাইনের শেষেই এন্টার চাপতে হবে এবং পাসওয়ার্ড চাইলে rootme দিতে হবে।
devel-su
tar xjvf /home/user/MyDocs/sillyboot.tar.bz2 -C /
ধাপ-৩: জেলি বিন ইন্সটল

প্রথমে এই লিংক থেকে মূল ফাইলগুলো ডাউনলোড করে নিন। INSTALL NITDROID ROOTFS লেখার নিচেই ডাউনলোড লিংক পাবেন।
ডাউনলোড শেষে ফাইলটি ডেস্কটপে রাখুন।
আপনার এন৯-এ আগে নিটড্রয়েড ইন্সটল করা হলে তা মুছে ফেলতে হবে। না করে থাকলে সরাসরি ফাইলটি নকিয়া এন৬-এর MyDocs ফোল্ডারে কপি করুন। ইউএসবি দিয়ে সংযুক্ত করে ফাইলটি ট্রান্সফার করতে পারবেন।
ফাইল কপি শেষ হলে এন৯ পিসি থেকে বিচ্ছিন্ন করুন।
এবারে নকিয়া এন৯-এ টার্মিনাল চালু করুন এবং নিচের কোডগুলো লিখে এন্টার চাপুন। প্রতিটি লাইনের শেষেই এন্টার চাপতে হবে এবং পাসওয়ার্ড চাইলে rootme দিতে হবে।
devel-su
mkdir /home/nitdroid
tar xjvf /home/user/MyDocs/nitdroid_n9_jellybean_alpha5.tar.bz2 -C /home/nitdroid/
কমান্ড লাইনে কাজ শেষ হওয়ার পর আপনার নকিয়া এন৯ সেটটি রিস্টার্ট করুন। পরবর্তীতে ফোন চালু হওয়ার সময় Press VolUp to boot alternative OS একটি মেসেজ দেখতে পাবেন। এখানে মোবাইলের ভলিউম আপ বাটনটি প্রেস করলেই আপনি ঢুকতে পারবেন অ্যান্ড্রয়েড জেলি বিনে।



এই লিংকে গিয়ে জানতে পারবেন এন৯-এ জেলি বিন চালালে কী কী সুবিধা কাজ করবে ও কী কী সুবিধা কাজ করবে না। আগেই বলা হয়েছে, এটি মূলত টেস্ট করার জন্য ব্যবহার করতে পারেন। জেলি বিনের আসল মজা পেতে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসেই জেলি বিন চালাতে হবে। এ জন্যই আমরা আগেই বলে নিয়েছি, ব্যবহার করছেন এমন এন৯-এ এটা ইন্সটল না করাই ভালো হবে।
আপনার ফেলে রাখা নকিয়া এন৯-এ জেলি বিন ইন্সটল করার জন্য এই পদ্ধতিটি পরীক্ষা করে দেখতে পারেন। সফলতা-ব্যর্থতার কথা আমাদের জানাবেন অবশ্যই যদিও আমরা এ ব্যাপারে তেমন কোনো সাপোর্ট দিতে পারবো না। আশা করছি পাঠকদের মধ্যে কেউ না কেউ ইতোমধ্যেই এই পদ্ধতিটি কাজে লাগিয়েছেন


Youtube ও অন্যান্য Blocked site এ Visit করার কয়েকটি পদ্ধতি।



Youtube সহ অন্যান্য Blocked site এ Visit করার কয়েকটি পদ্ধতি দেখিয়েছি, আশা করছি এগুলো সহজেই আপনারা বুঝতে পারবেন।
 ১. AnonymoX

এটা শুধুমাত্র Firefox User-দের জন্য, এটা যদিও proxy ‍server use করে তবে Free.

AnonymoX is simply an add-on. Search Google for it. Available for Firefox, not sure about chrome.
License : Free + Premium
Speed : মোটামুটি (6.5/10)
Link : https://addons.mozilla.org/en-US/firefox/addon/anonymox/?src=search
Configuration :  Easy
০২.  Hotspot Shield
এটা একটি  VPN software সবাই জানেন।এর free version মূলত add এর উপর চলে। তবে Add-block plus, Firefox/Google Chrome-এ install করে নিলে এর বিরক্তিকর add গুলো উপেক্ষা করা যায়।

Add-block plus is simply an add-on. Search Google for it. Available for both  Firefox and Google Chrome.
License : Free(with add) + Premium
Speed : মোটামুটি (7/10)
Link : http://www.hotspotshield.com/en
Configuration : Easy
০৩. proXPN
আর একটি  VPN software. এটাও free, তবে Registration করতে হয়।Register free-তে করা যায়।

License : Free (simple ‍limitations) + Premium
Speed : মোটামুটি (5/10)
Link : http://proxpn.com/
Configuration : Complecated
০৪. Ultrasurf
Ultrasurf, a free proxy-based tool for internet privacy and security that allows you to bypass firewalls and protect your identity online. এটা portable software (no installation needed)

License : Free + Premium
Speed : কম/মোটামুটি (4/10)
Link : http://ultrasurf.us/
Configuration : Easy


এছাড়া free-তে আরও অনেক 3rd party apps আছে, তবে এগুলোর মত সহজ ও ভাল নয়।



উপরের যেকোনো একটি পদ্ধতি ব্যবহার করে আপনি Blocked site এ প্রবেশ করতে পারবেন । তবে আমি বলব এভাবে Blocked site এ Visit করতে চাইলে AnonymoX ব্যবহার করাটাই ভাল হবে ।


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management