Wednesday, January 2, 2013

ফেসবুকে নাম চেঞ্জ করতে পারছেন না??

Facebook screenshot
আজ আপনাদের জন্য একটি সমস্যার সমাধান নিয়ে এলাম ;)
যারা নিজেদের ফেবুএকাউনটের নাম বদলাতে চাচ্ছেন কিন্তু ফেবু বদলাতে দিচ্ছে না মানে ৫ বারের বেশি বদলাতে চান তাদের জন্য এই পোস্ট,

চেষ্টা করে দেখতে পারেন হয়ে যেতে পারে:) :) :)
প্রথম ধাপ :আপনার যে একাউন্টের নাম চেইন্জ করবেন তা দিয়ে লগিন করবেন।
তারপর Account Settingএ গিয়ে বামপাশের security থেকে ।
Deactive account এ clickকরুন ।
তারপর Reason for leaving এ My id was hacked দিয়ে Here এ ক্লিক করুন।

২য় ধাপ:
Continue চাপুন।।।।।।


৩য় ধাপ:
Continue চাপুন।।।।।।


৪র্থ ধাপ: নতুন পাসওয়ার্ড দিন।।।


৫ম ধাপ :
আপনার ইচ্ছে হলে ইমেইল পাসওয়ার্ড চেইন্জ করতে পারেন ।।।
না হলে Continue চাপুন।।।।।।
শেষ কাজ: current Name (change) click করে নাম চেইন্জ করুন ।।।

কচ্ছপের স্পীড ছাড়াই ঝামেলা বিহীন Torrent ডাউনলোড করুন!!


আজ  Torrent downloader হিসাব একটি  অন্য  Torrent ডাউনলোড করার সফটওয়্যার নিয়ে এলাম। আপনারা ভাববেন bit Torrent ছাড়া এটি কি হতে পারে। কিন্তু এটি bit Torrent নয় আর কোন আজগুবি সফটওয়্যারও নয়। এই সটওয়্যার-এর নাম হল ARES 2.1.9.3043. এই সফটওয়্যার Torrent downloader খুব ভালো। আমি এটা ব্যবহার করি। একটা কথা আগেই বলি এই software টি নামে নয় কাজে এর পরিচয়, কারণ ভিন্ন নামের এই একই সফটওয়্যার বাজারে পাওয়া যায়। আমি ARES সফটওয়্যার নির্বাচিত করার কারণ এটি soft-world এ ARES নামে স্বীকৃত।

ARES 2.1.9.3043 সফটওয়্যার অনেকের কাছে অজানা হলে এটি bit Torrent থেকে ভালো এবং কার্যকরী ও ভালো স্পীড প্রদান করে। এটি দ্বারা আপনি শুধু Download নয় আপনি chat-radio-text mss ইত্যাদি সুবিধা পাবেন। ARES সফটওয়্যারটি “শান্ত-শিষ্ট”। কারণ এটি আপনাকে কোন কিছুর জন্য বিরক্ত করবে না, আপনি একবার Torrent file-এ ক্লিক করলে এটি আপন মনে ডাউনলোড করে, যখন আপনি
net connect করেন তখন এটি auto connect হয়ে download শুরু করে। এজন্য আপনাকে bit Torrent এর মত বার বার  কানেকট করতে হবে না। এ সফটওয়্যার কোন ঝামেলা ছাড়া আপনার Torrent ডাউনলোড করে দিতে পারে। তাই দেরি না করে আজকেই ARES 2.1.9.3043  softwareটি download করে নিন!!!

SOFTWARE টি এখান  থেকে DOWNLOAD করুন।
 অথবা, diect link— http://www.mediafire.com/?mhmhd9dav4hb1oo

এখন আসুন software টির কর্মকাণ্ড সম্পরকে জেনে নিন>>>>>>>

১/ ডাউনলোড করা সফটওয়্যারটি ইন্সটল করে নিন


২/ ইন্সটল করার পর সফটওয়্যারটি desktop থেকে run করুন আর ওপেন করার জন্যdesktop এর নিছে ডানে থেকেARES-এর   icon-এ ক্লিক করে open করুন।







৩/ ARES ওপেন করে transfer থেকে locale file সিলেক্ট করে (.torrent) ফাইল সিলেক্ট করুন তাহলে তা ওপেন হবে এবং download শুরু হবে। অথবা, (.torrent) ফাইলে click করুন।

৪/download খতম হলে আপনি একটি  সাবধানতা বজায় রাখবেন,>>download শেষ হলে সটওয়্যারটি আবার automatic  upload হওয়া শুরু করে,এটি cancel করতে প্রথমে upload হচ্ছে এমন নিচের ফাইলটিতে right click করে >1st cancel > 2nd   clear idle ক্লিক করুন।
ব্যাস!! আপনার কাজ খতম এবং Torrent download হয়ে যাবে। কি! অন্যান্য Torrent downloader থেকে এটি সহজ কি না!! কমেন্ট করে জানাবেন।


কিভাবে কম্পিউটারের যেকোন ভাইরাসের কার্যক্রম বন্ধ করবেন (কার্যকরী পদ্ধতি)





চলুন জেনে নেই সেই সফটওয়্যার এর আদ্যপান্ত :

নাম: a-squared HiJackFree

এর কাজ: Remove Hi jackers, Spyware, Adware, Trojans, Worms

সংক্ষিপ্ত বর্ণনা: এটি হল একটি বিস্তারিত সিস্টেম এনালাইসিস টুল যার সাহায্যে একজন এ্যাডভান্স ব্যবহারকারী সকল প্রকার HiJackers, Spyware, Adware, Trojans এবং Worms সনাক্ত করতে এবং রিমোভ করতে পারেন।

চলুন এর কিছু বৈশিস্ট্য জেনে নেই:

• সিস্টেমের সকল ধরনের অটোরান নিয়ন্ত্রন করা যায়
• সকল এক্সপ্লোরার ও ব্রাউজারের প্লাগইন সমুহ নিয়ন্ত্রন করা যায়
• সকল চালু প্রসেস ও তাদের সম্পর্কিত মডিউল সমুহ নিয়ন্ত্রন করা যায়
• সকল প্রকারের Services নিয়ন্ত্রন করা যায়, উইন্ডোস যদি তাদেরকে গোপন বা Hidden রাখে তারপরেও নিয়ন্ত্রন করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে
• সকল open ports এবং তাদের সম্পর্কিত  listening processes  দেখা যায়
• Host ফাইলের DNS entries দেখা যায়
• ইন্সট্রলকৃত সকল Layered Service Providers ( LSPs ) নিয়ন্ত্রন করা যায়
• আর সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি সম্পুর্ণ ফ্রি সফটওয়্যার।

উইন্ডোজের ডিফল্ট টাস্ক ম্যানেজার দিয়ে অনেক সময় ভাইরাসের প্রসেস গুলো বন্ধ করা যায় না। তাই এই সফটওয়ার দিয়ে আপনি খুব সহজেই প্রসেস গুলো বন্ধ করতে পারবেন।

এবার চলুন জেনে নেই কিভাবে ভাইরাসের প্রসেস বন্ধ করবেন :

উইন্ডোজের ডিফল্ট TASK MANAGER দিয়ে:

১. প্রথমে টাস্ক ম্যানেজার চালু করুন
২. প্রসেস ট্যাবে ক্লিক করুন
৩. ডানপাশের স্ক্রল বার দিয়ে উপরে বা নিচে নেমে খুঁজে বের করুন কোন প্রসেসটা বন্ধ করতে চান
৪. খুঁজে পেলে ঐ প্রসেসটায় মাউজ দিয়ে ক্লিক করুন
৫. এর পর নিচের End Process button এ ক্লিক করুন।

এটা বললাম উইন্ডোজের সাধারন নিয়ম নিয়ে। কিন্তু ভাইরাস বা ট্রোজান বা ম্যালওয়্যার যদি আপনার পিসিতে এক্টিভেট থাকে তাহলে উপরের নিয়মে তা নাও বন্ধ পারে। তার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন:

আমার রিকমান্ড করা সফটওয়্যারের মাধ্যমে জেনে নিন কিভাবে ভাইরাস এর প্রসেস বন্ধ করবেন।

১. a-squared HiJackFree সফটওয়্যারটি রান বা চালু করুন
২. এটি ডিফল্ট ভাবে আপনার পিসির সকল প্রসেস ডান পাশের প্যানেলে দেখাবে
৩. ডানপাশের স্ক্রল বার দিয়ে উপরে বা নিচে নেমে খুঁজে বের করুন কোন প্রসেসটা বন্ধ করতে চান
৪. খুঁজে পেলে ঐ প্রসেসটায় মাউজ দিয়ে ক্লিক করুন
৫. নিচের প্যানেলে খেয়াল করুন, ক্লিক করা প্রসেস এর সকল বিস্তারিত প্রোপার্টিজ দেখা যাচ্ছে
৬. প্রসেসটির উপর মাউজের রাইট ক্লিক করুন এবং Kill process এ ক্লিক করুন অথবা
৭. আপনি যদি চান ফাইলটিকে ডিলেট করতে এবং একইসময়ে ডিলেট করতে বা রেফারেন্স হতে ডিলেট করতে বা ফাইলটি ডিলেট হবার পর একটি ব্যাকআপ রাখতে তাহলে প্রোগ্রামটির বাম পাশের নিচের প্যানেলের Delete file check box অথবা Delete references check box অথবা Save backup check box এ টিক চিন্হ দিন। নিচের ছবিটি খেয়াল করুন-
killfile

৮. এর পর নিচের Kill Process button এ ক্লিক করুন।



নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

Download Link:-A-Squared HijackFree

আপনার কম্পিউটারের জন্য দরকারী একটি সফট্ওয়ার Mouse Speed Switcher






আমাদের কম্পিউটারে সাধারণত Control Panel-> Mouse এর মধ্যে মাউসের স্পিড কন্ট্রোল করার জন্য একটি Option রয়েছে । আর আমি আজকে আপনাদের একটি সফট্ওয়ার উপহার দেব । সফট্ওয়ারটির নাম Mouse Speed Switcher . এই সফট্ওয়ারটির মাধ্যমে আপনি শুধু মাউসের স্পীডই নয় আরও অনেক অনেক অনেক বারতি কাজও করতে পারবেন ।

আমি আর বেশী কিছু লিখলাম না । সফট্ওয়ারটি মাত্র ১.৬৪MB. আপনি ডাউনলোড করে ব্যবহার করলেই আশা করি এর গুনাগুন বুঝতে পারবেন ।

Download Link:-Mouse Speed Switcher



 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management