আজকে একটা জটিল জিনিস দেখবো সবাইকে। সেটা হল এমন একটা সফটওয়ারে সেটি দিয়ে আপনি ইচ্ছে মত শত শত ফেসবুক আইডি খুলতে পারবেন এক সাথে। এই ফেসবুক ক্রেকিং সফটওয়্যার টি ব্যবহার করাও খুব সহজ। এতে আপনার লাভ? ফেসবুক এর একাউন্ট খুলেও ভাই বহুত টাকা পয়সা পাওয়া যায়। freelancer.com থেকে ঘুরে দেখে আসতে পারবেন। যাই হক এই সফটওয়্যার টি ভয়ের কারন নেই কারন এখানে আপনার নিজের কোন ফেসবুক এর আইডি বা পাসওয়ার্ড ব্যবহারের কোন কাহিনী নাই।
১। এখনে ক্লিক করেন ডাউনলোডকরার জন্য।
৩। সফট ওপেন হলে এটা ব্যবহার করার জন্য একটা আইডি তৈরি করেন। register new account এ ক্লিক করে।
৪। যেই আইডি টা খুলেছেন সেটা দিয়ে এবার লগইন করেন।
৫। তারপরে নিচের ছবির মত করেন।
৬।...
Wednesday, January 16, 2013
কিভাবে ফেসবুক ফ্রেন্ডলিস্টে থাকা যেকোন বন্ধুকে আপনার এ্যাক্টিভিটি ( লাইক, কমেন্ট ইত্যাদি ) হাইড করবেন
ফেসবুক তার ব্যবহারকারীদের প্রাইভেসি যাতে নষ্ট না হয় সে জন্য নিত্যনতুন ফিচার যোগ করছে। এখন আপনাদের সেই ফিচার এর একটি সম্পর্কে জানাব।
আপনি যখন কাউকে আপনার ফ্রেন্ডলিষ্টে এ্যাড করবেন, তখন আপনার সেই বন্ধু আপনার ওয়াল, আপনি কোথায় কোথায় কমেন্ট করলেন, কার কার কমেন্ট লাইক দিলেন ইত্যাদি সকল এ্যাকটিভিটি দেখতে পারবে।
এই জন্য আপনাকে যা করতে হবে তা হল:
১. যখন কারও প্রোফাইলে গিয়ে Add Friend এ ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাবেন তথন সেই Add Friend টা ক্লিক করার পর হয়ে যাবে Friend Request Sent. মাউজ টা কিছুক্ষন Friend Request Sent এর উপরে রাখবেন ( মনে রাখবেন ক্লিক করার পর এটি হবে )। ১ নং ছবিটা দেখুন। একটা লিষ্ট বের হবে।...