Thursday, October 18, 2012

ছবি Editing এর জন্য সহজ এবং চরম একটি Software


আমরা ছবি এডিটিং জন্য অনেকে ফটোশপ, অনেকে আরও বিভিন্ন টুল ব্যবহার করি। তবে বেশির ভাগই প্রিমিয়াম সফটওয়্যার। কিন্তু আজ এমন একটি ফ্রি সফটওয়ারের সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে আপনি শুধু ছবি এডিটিং ই না আরও অনেক কাজ করতে পারবেন। যেমনঃ
  • স্ক্রীন ক্যাপচার।
  • রেজুলেশন কমানো।
  • ছবির সাইজ ছোট করা।
  • ছবির ফরমেট পরিবর্তন করা।
  • ছবিকে পাজেলের মত ভাগ করা।
  • অ্যানিমেটেড ছবি তৈরি করা।
  • একাধিক ছবি জোড়া লাগানো।
  • ফটো ভিউয়ার।
  • প্রিন্টযোগ্য বিভিন্ন পেপার।
  • কালার পিকার।
এগুলো ছিল এই সফটওয়ারের ছবি এডিটিং এর সুবিধা ছাড়াই ফিচার। তাহলে বুঝুন এগুলো যদি এক্সট্রা সুবিধা হয় তবে ছবি এডিটিং এর জন্য কত বেশি সুবিধা থাকবে !!!

তো এবার বলি এডিটিং এর সুবিধা গুলোঃ

প্রথমেই এককথায় বলি সহজে ছবি এডিটিং এর জন্য অসাধারন এবং অসাধারন একটি সফটওয়্যার। ফটোশপে মাধ্যমে যেই এডিটিং এর কাজ করতে ১০-১৫ মিনিট লাগবে ঠিক সেই কাজ এই সফটওয়্যার এর মাধ্যমে করতে সময় লাগবে মাত্র ২-৩ মিনিট। যেমনঃ ছবি ক্লোন করা, ছবি ব্লার করা, শুধু মাত্র চেহারা সাদা কালো করা, ছবি নির্দিষ্ট অংশ মারকিং করা ইত্যাদি আরও অনেক ইফেক্ট এক নিমিশেই করা যায় এর মাধ্যমে।
আরও বহু বহু বহু কিছু আছে এতে… ব্যবহার না করলে ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। যেমন এগুলোর কিছু নমুনা দিলাম দেখেন।
1.ছবি সাদা কালো করা2.ছবিতে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট যোগ করা।3.ছবিকে হাস্যকর ভাবে এডিটিং করা।4.ছবির কন্ট্রাস্ট এবং ব্রাইটন্যাস ঠিক করা।5.বিভিন্ন ধরনের ফ্রেম যোগ করা।6.ছবি ক্রপ করা।
2.ছবিতে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট যোগ করা।


তো আর দেরি না করে এখনই ডাউনলোড করুন আর ব্যবহার করুন।

Download Link:-Photoscape.exe

If Yoy Like Our Blog  Plz Like Us On Facebook:-Tech Infinity


MP3 Audio তে দারুন সব সাউন্ড Effect দিন Super mp3 sound Editor দিয়ে! (মাত্র ২.৯ এম বি)

আমরা পিসিতে বসে কি না করতে চাই।ভালো ভিডিও বা সাউন্ড এডিটিং করতে প্রভূতি। তবে এসকল  এডিটিং কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি সম্পর্কে ভালো জানার দরকার। তবে বলতে হবে আমাদের মধ্যে বেশীর ভাগ লোকেরই এ সকল হাই কোয়ালিটি এডিটিং সফট এর সসম্পর্কে ভালো ধারণা নেই।
তাই বলে কি আমরা ছোট খাটো/হালকা পাতলা সাউন্ড এডিটিং ও কি করতে পারবো না? আমার কথা হল পারব না কেন? পারতে আমাকে হবেই।
Untitled-1 copy
তাই খুজতে খুজতে পেয়ে গেলাম দারুন কম মেগাবাইটের একটি সফট যার নাম Super mp3 sound Editor.
এটি দিয়ে MP3 বা Audio ফরম্যাটের ফাইলে আপনি দারুন সব ইফেক্ট দিতে সক্ষম হবেন ইনশআল্লাহ।
তাই যদি মনে করেন আপনার এটি প্রয়োজন আছে তাহলে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন

Download Link:--MP3 Effect.exe


 Name এবং Serial ছাড়া সফটটিকে আপনি মাত্র ২০/৩০ বার ওপেন করতে পারবেন। যদি Name এবং Serial দিয়ে রেজি: করে ব্যবহার করেন। তাহলে আজীবনই ব্যবহার করতে পারবেন।
আর সিরিয়াল ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। এখানে আমি অনেক গুলো লিংক দিয়েছি। সবগুলোর মধ্যেই একটি করে সিরিয়ল আছে। আপনার যেটি ইচ্ছা ক্লিক করে ডাউনলোড করে নিন। অনেক গুলো লিংক দিয়েছি বলে মনে করবেন না যেন আপনাকে সগুলো ডাউনলোড করতে হবে। তবে হ্যা যদি একটু কষ্ট করে ডাউনলোড করে রাখেন তবে তো আপনি সবকটি সিরিয়ালই পেয়েগেলেন!

Serial Key:-https://www.dropbox.com/s/vzxnnlyeegtby60/serial.txt

Serial Key:-https://www.dropbox.com/s/tqi46ekjd5q6vy4/serial%20%281%29.txt

Serial Key:-https://www.dropbox.com/s/3oecg1lwmowhmyd/serial%20%282%29.txt

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management