
আপনারা নিশ্চই জানেন মাইক্রোসফট উইন্ডোজ ৮ বের করার জন্য কাজ করছে। ইতোমধ্যে এর ডেভেলপার প্রিভিউ এবং কনজিউমার প্রিভিউ নামে দুটি বেটা ভার্সনও বের করা হয়েছে। এর মূল বৈশিষ্ট্যর মধ্যে রয়েছে মেট্রো স্টাইল। তা ছাড়া উইন্ডোজ ৮ এ আমার নিজের অভিজ্ঞতা থেকে যা দেখলাম স্টার্টআপ স্পিড, শাটডাউন স্পিড, সফটওয়্যার চালু হওয়ার স্পিড Ovarally সম্পূর্ন কম্পিউটারের স্পিড উইন্ডোজ ৭ এর তুলনায় অনেক বাড়ানো হয়েছে। যারা স্পিড কমে যাওয়ার ভয়ে ৭ চালাচ্ছেন না; XP তে পড়ে আছেন তারা উইন্ডোজ ৮ ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করলে আর ছাড়তে চাইবেন না
কিন্তু আপনি এর কনজিউমার প্রিভিউ ভার্সনটি ইনস্টল করার পর একটা সমস্যায় অবশ্যই পড়বেন।(ডেভেলপার প্রিভিউ আমি ব্যবহার...