Monday, February 11, 2013

****আইফোন এ ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল****


আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।

বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)

১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn

২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।

৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।

৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator লিখে সার্চ দিলেই পেয়ে জাবেন।

৫/ ব্যাস! এখন আপনি চাইলেই অন্য যেকোনো মোবাইল এর শাথে ফাইল আদান-প্রদান করতে পারবেন।

সমস্যা ও সমাধানঃ

এই সফটওয়্যার দিয়ে আপনি ছবি সেন্ড করতে পারবেন।অন্য অন্য ফাইল সেন্ড করার জন্য iFile সফটওয়্যারটি ইন্সটল করতে হবে যা আপনি cydia তে পাবেন।
যদি সেন্ড হয় কিন্তু রিছিভ এর ক্ষেত্রে সমস্যা হয় তাইলে airblue stack downgrade করতে হবে। http://www.mediafire.com/?oc0toiir4ei6qu7 এই লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে আপনার পিসি তে diskaid সফটওয়্যার এর সাহায্যে আপনার আইফোন এর যেকোনো ফোল্ডার এ পেস্ট করুন এবং iFile দিয়ে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।


ভাষার মাসে নতুনরূপে Bit Torrent (নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড:1MB)


 আজ টরেন্ট প্রেমিদের জন্য একটা সুখবর আছে।  আপনাদের প্রিয় টরেন্ট,Bit Torrent এর নতুন ভার্সন এবং নতুন রূপ নিয়ে আমি হাজির হয়েছি।
 
পোস্টঃ নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড; নতুন রূপে Bit Torrent (মাত্র 1MB)

Torrent
আজ এমন মহা পোস্ট এর দিনে ভেবেছিলাম পোস্ট একটু বিস্তারিত লিখবো। কিন্তু নেট প্যাকেজের টাকা প্রায় শেষ। তবে যাই হোক একটু না হয় বড় লেখার চেষ্টা করি। দেখি কত দূর পারি।
Bit Torrent সম্পর্কে সকলে কম-বেশি সবকিছুই আপনারা জানেন আর আগের অনেক পোস্ট পড়েছেন। তাই আবার ভুরি ভুরি কথা আর লিখলাম না। কিন্তু জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical  information
শিরোনাম: BitTorrent  7.8 বিল্ড 29039
ফাইলনাম: BitTorrent.exe
ফাইলের আকার: 1.00MB (1,053,520 বাইট)
প্রয়োজনীয়তা(OS): এক্সপি / ভিস্তা / Windows7 / Windows8
ভাষা: একাধিক ভাষা
লাইসেন্স: ফ্রী
জন্ম/ রিলিস : ফেব্রুয়ারী 1, 2013
সত্ত্বাধিকারী: BitTorrent
ওয়েবসাইট: www.bittorrent.com
MD5 checksum: AA283A60D5CE54773A4724EFC554D086
=================================================================
Description
BitTorrent একটি BitTorrent প্রোটোকলের মাধ্যমে তথ্য download করতে সক্ষম।আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন,যেমনঃ মিউজিক, ভিডিও, দস্তাবেজ, জিপ ফাইল ইত্যাদি। আবার যেকোনো ফাইল ফাইল আপলোড করতে পারবেন। সমান্তরালভাবে BitTorrent একাধিক ফাইল ডাউনলোডের সমর্থন করে. প্রতিটি ডাউনলোডের জন্য বা ইন্টারফেস আপলোড দেখায় এবং ডাউনলোড স্পীড, ফাইলের মাপ, ফাইলের নাম, অগ্রগতি ইত্যাদি মিলিয়ে ব্যবহার ট্যাবুলার এবং গ্রাফিকাল  monitor দেখা যেতে পারে।  New torrent or magnetফাইল (Azureus )সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাইটগুলির মাধ্যমে বা থেকে BitTorrent মধ্যে add করা যাবে এবং এটির ব্যাবহার আগের চেয়ে অনেক সহজতর করা হয়েছে।

Bit Torrent এর নতুন কিছু ফিচার-
*  বিট টরেন্টের নতুন লোগো (logo) এর রুপ দেওয়া হয়েছে।
*  উইন্ডোজ 8 এর ওপর বিট টরেন্ট এর নতুন ভার্সন তৈরি করা হয়েছে।
*  Bit Torrent এর নতুন ভার্সন  হল  7.8 build in 29039  ( new style )
*  বিট টরেন্ট download সিস্টেম ১০০% অন্যান্য টরেন্ট সফটওয়্যার থেকে অনেক উন্নত।
*  আমার আশা এবং বিবেচনার দিক দিয়ে Bit Torrent সফটওয়্যার u Torrent কে অনেক পিছে ফেলেছে।
* আরও অনেক নতুন ফিচার রয়েছে, জা ভাষায় বর্ণনা করলে পৃষ্ঠা শেষ হবে না! ডাউনলোড করলেই বুঝবেন।

প্রিয় পাঠকগণ,
আপনার নিচের কিছু snap-shot ছবি দেখতে পারেন। যাতে Bit Torrent এর নতুন রুপ এর কিছু আন্দাজ করতে পারেন।
01-02-2013 22-11-20
পাঠকগণ আপনার আরও নতুন style সহ নিচের ছবি দেখুন এবং ভাবুন……
01-02-2013 22-11-36
প্রিয় বন্ধু গণ, আমি নিচের ছবিতে আরেকটি নতুন ফিচার তুলে ধরলাম।।
04-02-2013 20-16-10
04-02-2013 20-16-55
আর ছবি দেখিয়ে আপনাদের মেগা বাইট খরচ করতে চাই না। আপনাদের কাছে আমার আজকের এই পোস্ট অনেক কষ্টে করা। আশা করি ভালো লাগেছে।
Bit Torrent এর নতুন ভার্সন আমার কছে খুব ভালো মনে হয়েছে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। ওহ! ডাউনলোড করার কথা তো ভুলেই গেছি। তাই দেরি না করে ডাউনলোডের কাজ সেরে ফেলুন।
Bit Torrent 7.8 বিল্ড 29039 ভার্সন ঝটপট DONLOAD করে ফেলুন।
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||

ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.15 [Download Link+Life Time activator]


 আজ আপনাদের জন্য IDM এর  এর নতুন ভার্সন-6.15 এনেছি। সাথে এবার প্যাচ(patch) দেবো না। এবার সকল সমস্যা সমাধানে দেবো IDM Life Time activator অর্থাৎ IDM ক্র্যাক টুল।

 IDM ভার্সন-6.15  [Download Link+Life Time activator]

Internet Download Manager 6


আজ আমায় বেশি কিছু লিখতে হবে না। কারণ আপনারা সকলেই জানেন। তাই আজ  ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর একটি আপডেট সফটওয়্যার নিয়ে এলাম। যদিও বা আপনারা সকলেই এর সম্পর্কে জানেন, তবুও জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical Information
===================
শিরোনাম: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.15
ফাইলনাম: idman615.exe
ফাইলের আকার: 4.76MB (4,987,688 বাইট)
প্রয়োজন(OS): উইন্ডোজ (সকল সংস্করণ)
ভাষা: একাধিক ভাষা
লাইসেন্স: Shareware
জন্ম/রিলিস: জানুয়ারী 30, 2013
স্বত্বাধিকারী: Tonec .INK
ওয়েবসাইট: http://www.internetdownloadmanager.com
Version 6,15 চূড়ান্ত সংস্করণ পাওয়া যাবে  (Jan/30/2013)
========================================
সংস্করণ 6.15 এর কি নতুন?
- স্বয়ংক্রিয় প্রক্সি কনফিগারেশন (proxy configuration) স্ক্রিপ্টের জন্য সমর্থন যোগ করা হয়েছে (Premiumize.me এবং অন্যদের মত পরিষেবাগুলি ব্যবহার)
- একটি ইন্টারনেট ইন্টিগ্রেশন মডিউল মধ্যে গুরুতর বাগ (Fixed a critical bug) সংশোধন করা হয়েছেwin8
-  বিভিন্ন ফাইল শেয়ারিং সাইট সঙ্গে ডাউনলোড সমস্যা সংশোধিত করা হয়েছে।
- পরিবর্তনঃ  “Minimize to tray” button style( for Windows 8)
- উইন্ডোজ ৮ এর জন্য উন্নত সংস্করণ করা হয়েছে।
===================================================================
নতুন ফিচারভিত্তিক বৈশিষ্ট্য
==================
বহুভাষিক সমর্থন
Zip প্রাকদর্শন (preview)
ডাউনলোড বিভাগ(Download categories)
অন্তর্নির্মিত ডাউনলোড(Built-in download accelerator)
সময় নির্ধারণকারী (Scheduler pro)
ঘটনাবলীর  Sounds on events
HTTPS দ্বারা সমর্থন
Queue প্রসেসর(Queue processor)
Ftp ব্যবহারের কমান্ড পাইপলাইনিং
Html সাহায্য ও টিউটোরিয়াল
উন্নত ডাউনলোডের সমাপ্ত হওয়ার পর ভাইরাস সুরক্ষা
কোটা সঙ্গে প্রগ্রেসিভ ডাউনলোড
কমান্ড লাইন parameters
==========================
                             
Description Information
=====================
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর নতুন সংস্করণের নান সুবিধা ও ফিচার ভিত্তিক গঠন রয়েছে। বিশেষভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার প্রক্সি সার্ভার, FTP ও HTTP প্রোটোকলের, ফায়ারওয়াল, রি, কুকিজ, অনুমোদন, MP3 অডিও এবং ভিডিও MPEG কন্টেন্ট প্রক্রিয়াকরণ সমর্থন করে।
IDM এর  নতুন সংস্করণ Microsoft Internet Explorer, Netscape, MSN Explorer, AOL, অপেরা, মজিলা, মজিলা ফায়ারফক্স, মজিলা Firebird, আভান্ট ব্রাউজার, MyIE2, এবং সমস্তঅন্যান্য জনপ্রিয় ব্রাউজার এর Ad-ons এবং সকল ডাউনলোড নিয়ন্ত্রন করে থাকে।IDM-7.1-Ful
ব্যাপক ত্রুটি পুনরুদ্ধারের এবং সারসংকলন সামর্থ্য ভাঙ্গা বা বিঘ্নিত ডাউনলোডসমূহ কারণে হারিয়ে সংযোগ, নেটওয়ার্ক সমস্যা, কম্পিউটার shutdowns, বা অপ্রত্যাশিত  বিঘ্নিত পুনরায় (resume) download চালু হবে। সহজ গ্রাফিকাল ইউজার ইন্টারফেসটি  IDM ব্যবহারকারী বন্ধুত্বপূর্ণ এবং ব্যবহার সহজ করে তোলে।
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ডাউনলোডের একটি স্মার্ট যুক্তিবিজ্ঞান  (smart download logic accelerator)ডায়নামিক ফাইল সেগমেন্টেশন(intelligent dynamic file segmentation ) এবং নিরাপদ একাধিক ডাউনলোড প্রযুক্তি আপনার ডাউনলোডসমূহের (safe multipart downloading technology) অতিরিক্ত ত্বরান্বিত বৈশিষ্ট্যগুলিও উপস্থিত রয়েছে।
===================================================================
mediafire (1)
আপনাদের এতক্ষণ অনেক নতুন ইনফর্মেশন দিছি idm এর ব্যাপারে। এখন শেষ অধ্যায়ে চলে আসি। এখন আপনি আর কি ভাবেন! মানে download নিয়ে। তাই আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.15
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM-6.15)||সাইজ-4.76MB
index-2
||<<<—————Media-Fire Link—————>>>||

======================================================
IDM সফটওয়্যারটি ফুল ভার্সন করতে নিচে থেকে অ্যাক্টিভেটর ডাউনলোড করে নিন
IDM Life Time Activator tool ( v.1.00)|| সাইজ- 380KB 
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||


 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management