Saturday, February 2, 2013

একসাথে চেক করুন ইয়াহু, জিমেইল, হটমেইল, লাইভ সহ সব ইমেইল অ্যাকাউন্ট। আউটলুক ব্যাবহারের দিন এবার শেষ।


 আজ আমি আপনাদের সাথে ইমেইলট্রে নামে একটি সফটওয়্যার শেয়ার করব। প্রথমেই বলে রাখি আপনারা যারা মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি ডেক্সটপ বা ল্যাপটপে ইউস করেন তারা এই বিষয়টি সম্পর্কে খুব ভাল ভাবে অবগত আছেন। তারপরেও যারা বিষয়টি সম্পর্কে অবগত নন তাদেরকে বলছি, এই সফটওয়্যারটির (ইমেইলট্রে ) মাধ্যমে আপনি এক সাথে আপনার একাধিক ইমেইল অ্যাকাউন্ট ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ এর মেইল সহ প্রায় সব ইমেইল অ্যাকাউন্ট চেক করতে পারবেন। প্রতি বার আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করার ঝামেলা নেই।
দেখে নেয়া যাক আপনি কেন (আউটলুক বাদ দিয়ে) এই সফটওয়্যারটি ব্যাবহার করবেনঃ
  •  এক ক্লিকেই একাধিক ইমেইল অ্যাকাউন্ট এর (ইয়াহু, জিমেইল, হট মেইল, আউটলুক, লাইভ সহ প্রায় সব) ইমেইল চেক করতে পারবেন আর সেনডিং , এটাচমেনট  ইত্যাদি অন্যান্য মেইলিং সুবিধা তো থাকছেই। আর মেইলগুলো যেহেতু আপনার ডেক্সটপে নামানো হয় তাই অফলাইনে ও নামানো মেইলগুলো দেখতে পারবেন।
  •  সব চাইতে বড় সুবিধা আমার কাছে মনে হয়েছে এর ইজি সেটাপ সুবিধা। শুধু মাত্র সেটাপ এর সময় একবার আপনার ইমেইল অ্যাকাউন্টগুলর আইডি আর পাসওয়ার্ড দিন ব্যাস আপনার কাজ শেষ এর পরে আপনার মেইল গুলো একে একে এমনিতেই নামবে। অপরদিকে মাইক্রোসফট কর্পোরশনের আউটলুক সার্ভিসটি সেটাপ করা সাধারণ ইউসারদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার বিশেষত হটমেইল অ্যাকাউন্ট অ্যাড করা। আর নতুন আউটলুক  (ইমেইল) অ্যাকাউন্ট এর কথাতো বাদই দিলাম।
  •  এর ইন্টারফেস আউট লুক এর চাইতে অনেক সুন্দর।
  •  আপনার অ্যাকাউন্ট এর মেইল গুলো অটোমেটিকালি তিনটি কেটাগোরিতে সাজানো থাকবে। টপ প্রাইওরিটি, লো প্রাইওরিটি, নো প্রাইওরিটি। এবং অবশ্যই আপনি যে কোন মেইল এর প্রাইওরিটি ম্যানুয়ালি চেনজ করতে পারবেন।
  •  আপনার ডেস্কটপ এ একটি আইকন সবসময় শো করবে। কোন মেইল আসলে আপনি সেটা আইকন এ দেখতে পারবেন। যা আউটলুক এ আপনি পাবেন না।
  •  আরেকটি খুব ভাল ফিচার হচ্ছে যখনই আপনার টপ প্রাইওরিটির কোন মেইল আসবে সেটি আপনাকে ভয়েস আলারট এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। বলা বাহুল্য, এটিও আউটলুক এ অনুপস্থিত।
  • সফটওয়্যারটির সাইজ  খুব ছোট (১৩ মেগাবাইট) তাই যারা আউটলুক সার্ভিসটি ব্যাবহার  করেন তারাও অন্ততপক্ষে একবার সফটওয়্যারটি ট্রাই করবেন। আর যারা নতুন তারাতো চোখ বন্ধ করে ব্যাবহার করা শুরু করবেন আশা করি।
  • ইমেইল সেনডারের ছবিও দেখতে পারবেন (আপ করা থাকলে)।
  • আপনি চাইলে অ্যান্ড্রয়েড ফোনেও এই সফটওয়্যারটি ব্যাবহার করতে পারবেন। গুগল প্লে তে স্পেসিফিকেসন দেখতে ক্লিক করুন এখানে
  • Windows Xp/ Windows Vista/ Windows 7 Supported.
আজ এ পর্যন্তই। কোন সমস্যা হলে জানাবেন।

খুব প্রয়োজনীয় কিছু ফায়ারফক্স এ্যাডঅন


মজিলা ব্রাউজারের একটা চমকপ্রদ দিক হলো এ্যাডঅনগুলো। বিশাল এক তালিকা থেকে আমরা চাইলেই খুঁজে পেতে পারি নিজের মনের মতো এ্যাডঅনটা। আর তার সাহায্যে খুব সহজেই ব্রাউজারটাকে নিজের পছন্দমতো সাজিয়ে, গুছিয়ে নেয়া যায়। চাই কি, রঙ আর চেহারাটাকেও ইচ্ছামতো পালিশ করে নতুন একটা রূপ দেয়া যায়। তবে সমস্যা একটাই। এত্তো বড় একটা তালিকা ঠেঙিয়ে ঠিক পছন্দের এ্যাডঅনটা খুঁজে বের করার মতো সময়টা আছে কার! খেয়ে দেয়ে কাজের কি আর অভাব আছে?
আপনাদের কাজ সহজ করতে সেই তালিকাটাই একটু ছোট করে ছেঁটে দিলাম এখানে। একটু চোখ বুলিয়ে খুঁজে বের করে নিন আপনার এক্কেবারে মনের মতো এ্যাডঅনটা। আপনার অপারেটিং সিসটেম আর ভার্সন অনুযায়ী মিলিয়ে নিয়ে এ্যাডঅন ইন্সটল করতে পারেন এইবার। হ্যাপী ব্রাউজিং! তবে হ্যাঁ, সংবিধিবদ্ধ সতর্কীকরণ হইলো এই যে, বেশি বেশি এ্যাডঅন ইন্সটল করলে ব্রাউজার স্লো হয়ে যাবার আশংকা আছে। সুখী পরিবারের মতো ২/৩টাতেই খুশী থাকার চেষ্টা করবেন।
firefox
ওয়েব অফ ট্রাস্ট: অচেনা অজানা কোন সাইটে প্রথমবারের মতো যাচ্ছেন। কে জানে সেই সাইটটা কি স্ক্যাম কিনা। হয়তো ম্যালওয়্যার পাঠাতে পারে আপনাকে, কিংবা একগাদা স্প্যাম মেইল। আপনাকে ওই অচেনা সাইটে যাবার আগেই সাবধান করে দেবে যে কোন হুমকি বিষয়ে। নিশ্চিত হয়ে সার্ফ করুন যে আপনি হুট করে কোথাও ঢুকে বিপদে পড়তে যাচ্ছেন না।
এ্যাডব্লক প্লাস: কোন সাইটে ঢুকে মাঝে মধ্যে এ্যাডের যন্ত্রণায় মূল কন্টেন্ট দেখাই যায় না প্রায়। বিরক্তিকর লাগে না? এ্যাডব্লকের সাহায্যে আপনি বিভিন্ন সাইটের এইসব বিরক্তিকর এ্যাডগুলো হাইড করে ফেলতে পারবেন। বেঁচে গেলো আপনার ব্যান্ডউইডথও! হুদাই এইটা করেন, ওরে কল দেন টাইপ বিজ্ঞাপন আর দেখা লাগবে না।
গুগল প্রিভিউ: কিছু একটা খুঁজছেন, তো দিলেন গুগলে সার্চ। গুগলও তার স্বভাবসুলভ এত্তোগুলা রেজাল্টকে কান ধরে এনে হাজির করলো আপনার সামনে। এতোগুলো সাইট থেকে কোনটায় কি আছে কেমনে বুঝবেন! সবগুলো সাইটে ঢুকে খুঁজে দেখার সময়ও নাই, ইচ্ছাও করে না। কিন্তু ধরেন যদি লিংকগুলোর পাশে সেই পেইজটার একটা ছোট্ট প্রিভিউ ছবি দেখা যায় থাম্বনেইল হিসেবে? সহজেই দেখে নিতে পারবেন কোনটাতে কি আছে।
স্কিপ-স্ক্রীন: আপনার কি বিভিন্ন জিনিস ডাউনলোড করার অভ্যাস আছে? কিন্তু সাধারণত র্যা পিডশেয়ার, মেগাআপলোডসহ বেশিরভাগ ফ্রী সাইটগুলো থেকে ডাউনলোড করতে গেলেই ওয়েটিং রুমে গিয়ে কয়েক মিনিট পর্যন্ত বসে থাকতে হয়। হুদাই কাউন্টডাউন স্ক্রীনের দিকে তাকিয়ে সময় নষ্ট করার মানে হয় না। স্কিপ-স্ক্রীন দিয়ে সেই কাউন্টিং আপনি স্কিপ করতে পারবেন। ওয়েটিং রুমে বসে না থেকে ডাউনলোড শুরু হবে সংগে সংগেই।
রীড ইট লেটার: একটা পেজ আপনার পছন্দ হয়েছে, পড়তে ইচ্ছা করছে। কিন্তু হাতে সময় নেই। আবার বুকমার্ক করতেও ইচ্ছা করছে না। একবার পড়লেই শেষ! এইখানে আপনি আপনার সেই একবারের পেজগুলো জমা করে রাখতে পারবেন।
ফ্ল্যাগফক্স: কোন একটা সাইটে গিয়ে আপনার সোর্স সম্পর্কে আরো জানতে ইচ্ছা করছে। কেমনে কি করবেন! এই এ্যাডঅন থাকলে সেই সাইটের সার্ভার লোকেশন যেই দেশে সেই দেশের একটা পতাকা আপনারে দেখায়ে দিবে। আর আপনারে কুইক কিছু তথ্য দিবে সেই লোকেশন আর ওয়েবসার্ভার সম্পর্কে। তবে হ্যাঁ, পতাকা দেখে আপনি না চিনতে পারলে আমার দোষ নাই। [যদিও তারা দেশের নাম সেই কুইক তথ্যের মধ্যে সরবরাহ করে দিবে]
ওয়েবমেইল নোটিফায়ার: ফ্রী সার্ভিস পেয়ে দুনিয়ার সব সাইটে একটা করে মেইল এ্যাড খুলে তো ফেলেছেন, কিন্তু সবগুলো মেইল চেক করার সময় পাচ্ছেন না। বিভিন্ন একাউন্টে লগইন আর লগআউট করতেই দিন শেষ। এই এ্যাডঅন আপনাকে জানিয়ে দেবে আপনার ওয়েবমেইল একাউন্টগুলোতে কয়টা নতুন মেইল আছে। ইয়াহু, জিমেইল, হটমেইলসহ অনেকগুলো সার্ভিসকেই সাপোর্ট দেয় এটা। চিন্তা বাদ দিয়ে খুলে ফেলেন আরো কয়টা ইমেইল এ্যাড্রেস।
এ্যানিকালার: মজিলার চেহারা পছন্দ হচ্ছে না আপনার? পালিশ দিয়ে নিজের ইচ্ছামতো করতে পারলে খারাপ হতোনা ভাবছেন। এ্যানিকালার দিয়ে আপনি খুব সহজে নিজের মতো রঙ দিতে পারবেন আপনার ব্রাউজারকে। এমনকি একেবারেই নিজের মতো থিমও বেছে নিতে পারবেন। ঘরবাড়ির পাশাপাশি এখন ব্রাউজারকেও মনের মতো রঙ দেয়া যায়। কি তামশা!
ফক্সি টিউনস: মাঝে মধ্যে অথবা আপনার অভ্যাস থাকলে প্রতিদিনই গান শুনতে শুনতে ব্রাউজ করে বেড়ান? কিন্তু কাজের মধ্যে গান বদলে দিতে গেলে কিংবা একটু যে কোন এদিক ওদিক করতে গেলেই এক উইন্ডো টপকায়ে আরেকটাতে যাওয়া লাগে। এতো ঝামেলা না করে ফায়ারফক্সের কোন একটা চিপা দিয়ে মিডিয়া প্লেয়ার ইন্টিগ্রেট করে নেন এই এ্যাডঅনের সাহায্যে। তাতে করে ব্রাউজারের উইন্ডোতে বসেই ইচ্ছামতো মিডিয়া প্লেয়ারও চালাতে পারবেন।
এক্স মার্কস [আগে ছিলো ফক্স মার্কস]: বুকমার্ক করার জন্য এক নম্বর এ্যাডঅন এইটা। আপনার বুকমার্ক আর পাসওয়ার্ড (অপশনাল) ব্যাক আপ করে রাখতে আর এক নেটওয়ার্কের বিভিন্ন কম্পিউটারে সিনক্রোনাইজ করে নিতে এক্স মার্কসের জুড়ি নাই।
এইবার দেখেন কোনটা আপনার ভালো লাগে

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management