Saturday, April 13, 2013

PD-Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন


PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে Internet সেবা গ্রহণ করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।

এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।

ব্যাবহার বিধিঃ
ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক এ গিয়ে Signup For FREE লিখাতে ক্লিক করুন।


ধাপ ২# এরপর নিচের ছবির মত একটি রেজিস্ট্রেশন ফরম আসবে। এটা যথাযত ভাবে পূরন করে Signup এ ক্লিক করুন।





ধাপ ৩#  এরপর আপনার দেওয়া Email ID তে একটি Confirmation mail প্রেরণ করা হবে।
আপনার ইমেইল আইডিতে প্রবেশ করে Inbox হতে mail টি ওপেন করে Confirmation Link এ ক্লিক করতে হবে। এরপর তা আবার PD-Proxy ওয়েব সাইটে Redirect হবে।
এরপর এখান থেকে PD-Proxy  Softwareটি download করে নিন।



ধাপ ৪#   ডাউনলোড হবার পর PD-proxy_VPN.zip বা .rar ফাইলটি open করুন। এখান থেকে PD-Proxy.exe ফাইলটি Administrative mode এ open করুন।


ধাপ ৪#  এরপর চিত্রের মত আপনার রেজিস্টার-কৃত User name ও Password দিয়ে Connect বাটনে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে connection পেয়ে যাবে।


এখন থেকে প্রতিদিন এভাবে Free 100 MB internet ব্যাবহার করুন কোনো ঝামেলা ছাড়া।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management