Monday, May 19, 2014

Google Chrome দিয়ে গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করুন

অ্যাপস ডাউনলোড করুন Google Chrome এর সাহায্যে

স্টেপ ১.  অ্যাপস ডাউনলোডার এই সাইট টিতে প্রবেশ করুন। নিচের ছবির মতো APK Downloader টি ডাউনলোড করুন।
গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড
স্টেপ ২. ডাউনলোড করা হয়ে গেলে গুগল ক্রম ব্রাউজার টি ওপেন করুন। তারপর ব্রাউজার এর অ্যাড্রেস বারে chrome://extensions/ লিখে এন্টার চাপুন। এবার যে পেজ টি লোড হল সেখানে আগের ডাউনলোড করা সেই APK Extension টি নিয়ে ছেরে দিন এবং ইন্সটল করুন। নিচের ছবির মতো Options এ ক্লিক করুন।
অ্যাপস ডাউনলোড
এবার নিচের ছবির মতো বাকি কাজ গুল করে ফেলি।
google play অ্যাপস ডাউনলোড
এখন আমাদের যথা স্থানে ইমেইল পাসওয়ার্ড ডিভাইস আইডি বসাতে হবে । এখানে মনে রাখতে হবে আমরা সেই ইমেইল ও পাসওয়ার্ড টা দিব যেটা আমাদের ফোনে দেওয়া আছে । ডিভাইস আইডি বের করার জন্য*#*#8255#*#*  লিখে ডায়েল করতে হবে। অথবা আপনি এই অ্যাপ টির মাধ্যমে ও আপনার ফোনের ডিভাইস আইডি জানতে পারবেন।
ডিভাইস আইডি জানার জন্য যে অ্যাপটি লাগবে তার ডাউনলোড লিঙ্কঃ ডিভাইস আইডি । অ্যাপ টি ইন্সটল করে ওপেন করলেই আপনার ফোনের ডিভাইস আইডি শো করবে।
স্টেপ ৩. উপড়ের কাজ গুল করার পর সাইন ইন বাটন এ ক্লিক করুন।
স্টেপ ৪. এবার গুগল প্লে থেকে আপনার কাঙ্ক্ষিত অ্যাপ টি ডাউনলোড করতে গুগল প্লে তে ভিজিট করুন এবং নিচের ছবির মতো কাজ করুন।
গুগল প্লে থেকে অ্যাপ ডাউনলোড
সব কাজ শেষ, এখন থেকে আপনি আবার পিসির মাধ্যমে গুগল প্লে থেকে অ্যাপস ডাউনলোড করতে পারবেন। ধন্যবাদ

Sunday, May 18, 2014

How To Remove Write Protect from USB Flash Drives


USB Flash Drive



This is a technical blog and I hardly ever write an unrelated article on it. But recently I was dealing with an issue with my USB flash drivewhich I couldn’t copy any file on it. Actually it had been write protected despite it doesn’t have any write protect key in sides.
I surf all over the web and try more than 10 different solutions to resolve this issue. But none of them worked for me; finally I found the best solution which worked for me.
What’s the problem?
Each USB flash drive has its own Controller (or something like it). This controller install in flash drive whit producer, and it is responsible for accessing flash drive files. (Actually it is something like File System but work differently). Windows or other Operating Systems collaborate with this controller to access files. Those flash drives which own hardware key to control write protection in flash drives, work with this controller.
Some of simple flash drives which don’t have a hardware key, cannot use write protection, but in some cases whichController corrupts, content of flash drive will be write protect (including my flash drives).
What’s the solution?
According to my search results, some of the producers like HP, provide an application which install flash drives Controller again and resolve the problem. But unfortunately my flash drive wasn’t an HP one, so, what should I do?
My Solution
Get a backup from your flash drive and format it in dismount modeDismount mode will remove all of the open handles from the flash drive volume and you can easily ditch the write protection mode. So do the following steps to resolve the issue.
  •    Plug flash drive to your PC (with Windows 7)
  •    Open Run dialog box (press Win+R)
  •    Type CMD and press enter (it will open Command prompt in administration mode)
  •    Change current path to your flash drive letter (like G:, D:, K: or whatever your flash drive is)
  •    Type this command in your command prompt and press enter
Format   /X   /Q   G:   // (which G: is your flash drive partition)
  •    It will ask you for a Drive Name (you can name your flash drive or leave it blank and press enter)
  •    Your flash will successfully format, and write protection will remove.
  •    If you still have write protection which is unusual event, you can use this command
Format /X G:
This type of format will take a long time and I suggest you to use first command instead of second one.
Hope your issue resolve with one of these commands.

Thursday, January 23, 2014

চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন

আমাদের অতি প্রিয় মোবাইলটি যখন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন কিছুই করার থাকে না। কিন্তু আপনি ইচ্ছা করলেই এখন থেকে মোবাইলের হদিস বের করতে পারবেন খুব সহজেই!
তবে সেজন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যাবহার করতে হবে । সফটওয়্যার টি হল Guardian-Mobile ।config1 168x300 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টআপনি যদি মোবাইলে এই সফট ইন্সটল করে রাখেন তাহলে মোবাইল চুরি হওয়ার পর চোর যখন তার সিম মোবাইলে ঢুকাবে ঠিক তখনি তার নাম্বার থেকে গোপনে ম্যাসেজ চলে আসবে আপনার কাছে! শুধু তাই না আপনি ইচ্ছা করলে চোরের লোকেশনের ধারনাও পাবেন। এমনকি ফোন লকও হয়ে যাবে। আর এসব কিছুই হবে চোরের অজান্তে তাহলে চলুন তৈরি করা যাক চোর প্রতিরোধোক মোবাইল।mobile cheek চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টপ্রথমে এখান থেকে Guardian সফট ডাউনলোড করে নিন।ইন্সটল করতে হলে আপনার সেট হ্যাক করা থাকতে হবে।তারপর Guardian Platinum Cracked.sisx ফাইলটি ইন্সটল করুন।ব্যাস কাজ শেষ!Secret Code থেকে আপনার পাসওয়ার্ড সেট করুন। মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে সমস্যা হবে।সব শেষে Status থেকে Enable করুন।এবার Guardian Unsigned.sisx ফাইলটি ইন্সটল করুন। সফটওয়্যার টি Registration করুন 0000 কোড দিয়ে।সিম্বিয়ান S60 V3 ও V5 সেটগুলোতে এই সফট সাপোর্ট করবে। নোকিয়া ছাড়াও কিছু সেট আছে সাপোর্ট করবে।Guardian যেভাবে কনফিগার করবেনঃRecipient এ এমন কারও নাম্বার দিন যার কাছে চোরের নাম্বার থেকে ম্যাসেজ আসবে। এক্ষেত্রে আপনার ফ্যামিলির কারও নাম্বার দিতে পারেন।config2 168x300 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টআপনি ইচ্ছা করলে যে কোন প্রোগ্রাম লক করেও রাখতে পারবেন।prot1 168x300 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টচোরের নাম্বার থেকে ম্যাসেজ আসলে এমন হবে।theft2 168x300 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টচোরের লোকেশন জানতে *password code*localize* লিখে চোরের নাম্বারে ম্যাসেজ করুন। ফিরতি ম্যাসেজে দেখবেন চোরের লোকেশন লিঙ্ক দেয়া আছে।local1 168x300 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টlocal2 300x168 চুরি হয়ে যাওয়া আপনার মোবাইল ফোনটি সহজে খোঁজে বের করুন । মেগা পোস্টএছাড়াও এভাবে বিভিন্ন ম্যাসেজ দিয়ে অনেক কিছুই করা যাবে।ধন্যবাদ সবাই কে । আপনার মোবাইল টি ভালো ভাবে দেখে রাকুন । মোবাইল এখন আমাদের জীবন ।

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management