পিসির গতি বৃদ্ধির জন্য অনেকেই ভিন্ন ভিন্ন ইউটিলিটি ব্যবহার করে থাকি।
তেমনই একটি Softeare হচ্ছে 1Click 1 pc.
এই সফটওয়্যারটি পিসিতে রান করলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড বেড়ে যাবে।
এই Software এর মাধ্যমে আপনরা যে সব কাজ করতে পারবেন:-
তেমনই একটি Softeare হচ্ছে 1Click 1 pc.
এই সফটওয়্যারটি পিসিতে রান করলে মাত্র ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আপনার কম্পিউটার এর স্পিড বেড়ে যাবে।
এই Software এর মাধ্যমে আপনরা যে সব কাজ করতে পারবেন:-
১। রেজিস্ট্রি পরিষ্কার করা ও ডিফ্রাগমেন্ট করা
২। অতিরিক্ত ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
৩। প্রতিটি হার্ডডিস্কের ড্রাইভ চেক করা ও অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা
৪। ইন্সটল করা আছে এমন সফটওয়্যার এ যদি ইরর/ফিজিক্যাল সমস্যা থেকে সেটা ঠিক করা বা রিস্টোর করা
৫। হাডওয়্যার এর ছোট খাট সমস্যা সমাধান করা।
৬। নেটওয়ার্ক স্পিড আপ করা ও ঠিক রাখা
৭। সিস্টেম সিকুরিটি তথা ইন্টারনেট সমাধান ঠিক আছে কিনা সেটা বার্তা প্রকাশ করা
৮। এবং ব্যক্তিগত নিরাপত্তা সম্বন্ধে রিপোর্ট করা সহ আরও অনেক ফিচারের ব্যবহার
৯। আপডেট করা যাবে।
Software টি প্রথমে Pc তে Run করাবেন তারপর Scan করবেন এবং সবশেষে Prblm Fix করে
Contunie তে Click করে Pc Reastart করুন কম্পিউটার রিস্টার্ট করার পর দেখুন আগের তুলনাই
অনেকটা গতি বৃদ্ধি হয়েছে
0 comments:
Post a Comment