Wednesday, October 10, 2012

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো..এক বরষায়.................

আমাদের প্রিয় হূমায়ন আহমেদ স্যারের একটি প্রিয় গান....

যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো..এক বরষায় এসো ঝরঝর বৃষ্টিতে..জলভরা দৃষ্টিতে এসো কমল শ্যামল ছায়চলে এসো, তুমি চলে এসো..এক বরষায়..যদি মন কাদে..!! যদিও তখন আকাশ থাকবে বৈরি, কদমগুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি, উতলা আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বিজরী আলো তুমি চলে এসো এক বরষাযদি মন কাঁদে..! নমিবে আধার বেলা ফুরাবার খনে, মেঘমল্লার বৃষ্টির মনে মনে- কদমগুচ্ছ খোপায় জরায়ে দিয়ে.. জলভরা মাঠে নাচিব তোমায় নিয়ে চলে এসো, চলে এসো এক বরষায়..যদি মন কাদে........

Download Link:-http://www.mediafire.com/?5cn16qxgbbs4adp


Sir we really Miss you.......We LOVE You........We will never Forget You.......



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management