Sunday, October 21, 2012

উইন্ডোজ-৭ থেকে অচল ফাইল গুলকে রিমুভ করে দিন, কোন সফটওয়্যার ছাড়াই


আমরা অনেকেই ইন্টারনেট ব্যাবহার করি এবং ব্রাউজিং করি প্রচুর পরিমাণে তার প্রভাব কিছুটা হলেও আমাদের হার্ড ডিস্কে পড়ে,তার কারন হল নিয়মিত হার্ড ডিস্ক পরিষ্কার না করার কারনে এবং এ ভাবে অনেক গুল ফাইল আমাদের হার্ড ডিস্কে জমা হয় নিয়মিত এতে করে পিসির স্পিড স্লো হয়ে পড়ে, এবং হতে ই থাকে হতে ই থাকে…
আর এর জন্য আমরা অনেকে অনেক ধরনের সফটওয়্যার ব্যাবহার করে থাকি, তো আপনি যদি চান কোন সফটওয়্যার ইউজ না করে আপনি আপনার সিস্টেম কে নিয়মীত অটোম্যাটিক
ভাবে ক্লিন হয়ে থাকবে, এবং আপনার পিসির ফার ফ্রমেন্স ও ভাল পাবেন, সব ছেয়ে বড় কথা হল পিসিকে যত টা হাল্কা রাখতে পারেন ততটাই আপনার জন্য মংগল হবে, আর আপনি যদি
কোন সফটওয়্যার ব্যাবহার করেন কম করে হলে ও এর জন্য অন্তত ৪/৫ এম বি স্পেস এর প্রয়োজন… তাই  এই বিকল্প ব্যাবস্তা আপনাদের এবং আমার জন্য
এবার দেখুন কি ভাবে করবেন সেটিংস টা
প্রথমে আপনার পিসির রান কমান্ড এ যান এবং টাইপ করুন  Task Scheduler
এবার ক্লিক করুন Action > Create Basic Task

সিলেক্ট করুন Create a Basic Task এবং  Name> লিখুন > Disk Cleanup
Description> আপনি যদি ডেইলি চান ক্লিন করতে তাহলে Weekly এর জায়গাতে ডেইলি লিখতে পারেন
আমি সাপ্তাহিক দিয়েছি তাই এখানে টাইপ করুন > Weekly Cleanup of obsolete Files.
এবার সিলেক্ট করুন Trigger>আপনি উপরে যদি ডেইলি বা সাপ্তাহিক নির্বাচন করেন তাহলে এখানে সেটা নির্বাচন করবেন
এবার সিলেক্ট Weekly>1 এবং দিন ঠিক করে মার্ক করে দিন


এবার সিলেক্ট Action> Start Program

ফাইনাল এবং শেষ ধাপ Browse>এ ক্লিক করে আপনার ইউন্ডোজ ফাইলে যান এবং এখানে যে ভাবে দেখাচ্ছে ফাইল গুল সিলেক্ট করুন
যেমন C:\Windows\systeam32\cleanmgr.exe <— ইউন্ডোজ থেকে ফাইল গুল খুজে এখানে দিয়ে ওকে প্রেস করলেই কাজ শেষ
শুধুমাএ ইউন্ডোজ সেভের এর জন্য

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management