Monday, October 22, 2012

আসুন সি ড্রাইভ এর জায়গা বাড়িয়ে নেই


আপনার কি  কম্পিউটার এর C Drive এর জায়গা কম? ভাল মত কোন বড় সফটওয়্যার বা কোন গ্রাফিক্স  এর কাজ করতে পারছেন না । খুব চিন্তার বিষয় তাই না! আপনি হয়ত চিন্তা করছেন যে ইস যদি C ড্রাইভ এর জায়গা  বাড়ানো যেত তাহলে খুব ভালই হত।
আমি যে পার্টিশন সফট এর কথা বলছি তা হল এই যে আপনি এই সফট ব্যবহার করে আপনার C ড্রাইভ এর জায়গা এবং আপনার যত টুকু প্রয়োজন অতটুকু বাড়িয়ে নিতে পারেন ।
নিচের স্ক্রীন সটটি দেখুন ।
partition wizard resize5 আসুন সি ড্রাইভ এর জায়গা বাড়িয়ে  নেই

কি আপনার যে কোন ড্রাইভ এর পার্টিশন স্পেস বাড়াতে বা কমাতে পারবেন সফটওয়্যার টি এখান থেকে DOWNLOAD করুন।

১. ফটওয়্যার টি ডাউনলোড করুন এবং ইন্সটল দিন ।

    ২ .এরপর ওপেন করুন এবং যে ড্রাইভ টির জায়গা কমাতে চান সেই ড্রাইভ টি সিলেক্ট করুন এবং                  move/resize e ক্লিক করুন 
 আসুন সি ড্রাইভ এর জায়গা বাড়িয়ে  নেই
৩ এরপর বাম দিক হতে যতটুকু আপনার প্রয়োজন তততুকু কমিয়ে নিন এবং ok তে ক্লিক করুন
 আসুন সি ড্রাইভ এর জায়গা বাড়িয়ে  নেই
 ৪ এইভাবে একটি UNLOCATED একটি ডিস্ক তৈরি হবে । সেটিতে আর কিছু করবেন না।
৫ এরপর UNLOCATED ডিস্ক এর উপরের ডিস্ক টি তে চলে যান এবং আবার move/resize এ ক্লিক করুন দেখবেন যে সেখানে অতিরিক্ত কিছু স্পেস ক্রিয়েট হয়েছে । সেটিকে মাউস এর লেফট বাটন ধরে ডান দিকে চাপিয়ে দিন।
৬ একই প্রসেস করে C ড্রাইভ পর্যন্ত যান এবং শেষ হবে Appy এ ক্লিক করে ওকে করুন ব্যাস কাজ শুরু হয়ে যাবে ।
প্রসেস শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

বিশেষ দ্রষ্টব্য  ঃ ১ এই প্রসেস চলাকালিন সময় খেয়াল রাখবেন যেন কোন প্রোগ্রাম রান করা না থাকে   তাহলে পার্টিশন এর কাজ টি স্লো হয়ে যাবে
২ এই কাজটি শেষ না হওয়া পর্যন্ত CANCEL করবেন না অন্নথায় অনেক ফাইল ই CORRUPTED  হয়ে যাবে তাই সাবধান । দয়া করে প্রসেস চলাকালীন সময় CANCEL করবেন না 

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management