Friday, October 19, 2012

বাড়িয়ে নিন আপনার ভার্চুয়াল RAM- কম্পিউটারের গতি বাড়ান

আমরা ইচ্ছা করলে খুব সহজেই ভার্চুয়াল RAM বাড়াতে পারি ফলে কম্পিউটার সিস্টেমের গতি বৃদ্ধি পাবে। তাহলে দেরি কেন? নিজের পদ্ধতি গুলো অনুসরন করুন।


  1. 'My Computer' আইকনে রাইট ক্লিক করুন।
  2. Properties এ যান।
  3. 'Advanced' tab এ ক্লিক করুন।
  4. 'Performance' এর নিচের 'Settings' এ ক্লিক করুন।
  5. pops up উইন্ডো থেকে 'Advanced এ ক্লিক করুন।
  6. Virtual Memory এর নিচের বাটন Change এ ক্লিক করুন।
  7. Custom Size বাটনে ক্লিক করুন।
  8. এখন আপনার হার্ড ডিস্ক এর জায়গা অনুযায়ি Initial size এ 1000-1500 এবং Maximum size এ 2000-2500 টাইপ করুন।
  9. এখন 'Set' বাটনে ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ!
কম্পিউটার রিস্টার্ট নিন আর পার্থক্য দেখুন।

If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management