Sunday, November 18, 2012

IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল (দ্রুত ও সহজ নিয়মে)

আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটি দরকারি ট্রিকস,যার মাধ্যমে idm দিয়েই দ্রুত torrent file download করতে পারবেন।যাইহোক চলে যাই মূল কথায়।টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করার জন্য আমরা vuze, bit torrent, bitcommet, µTorrent, ইত্যাদি ব্যবহার করে থাকি। তবে বেশিরভাগ ডাউনলোড স্পীড অনেক কম থাকে আবার কিছু কিছু টরেন্টে ঝামেলা হয়। মাঝে মাঝে ডাউনলোড স্পিড থাকেই না। কিন্তু এখন আপনি চাইলেই টরেন্ট ফাইল IDM দিয়ে ডাউনলোড করতে পারবেন। আর ডাউনলোড হয় অনেক দ্রুত গতিতে।


Download Torrent File From IDMFull Speed Torrent Download IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল (দ্রুত ও সহজ নিয়মে)

IDM দিয়ে torrent ফাইল ডাউনলোড করার পদ্ধতি
১. Zbigz.com এ যান।
২. email id এবং password দিয়ে একটি ফ্রী অ্যাকাউন্ট খুলুন।
৩. এখন torrent থেকে আপনার ইচ্ছা মত ফাইল সার্চ করুন এবং ডাউনলোড করুন।
৪. এখন আবার Zbigz.com এ যান যেখান আপনি ফ্রী অ্যাকাউন্ট খুলেছিলেন।
033 1024x153 IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল (দ্রুত ও সহজ নিয়মে)
৫. upload বাটনে ক্লিক করে টরেন্ট ফাইলটি upload করুন তারপর Go এবং Free তে ক্লিক করুন।
Untitled2 IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল (দ্রুত ও সহজ নিয়মে)
৬. “Caching complete” হলে পাশের .zip এ ক্লিক করে Free তে ক্লিক করুন।
0022 1024x238 IDM দিয়েই ডাউনলোড করুন Torrent ফাইল (দ্রুত ও সহজ নিয়মে)
৭. কিছুক্ষণ পর আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে
বিঃ দ্রঃ Torrent ফাইল টি আপলোড না করে সেইখানে Torrent এর লিঙ্ক কপি করে পেস্ট করলেও চলবে !!
সব কাজ করতে ৫-৭ মিনিট লাগবে।


0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management