Friday, December 7, 2012

ইচ্ছা করলেই যে কেহ আপনার অনুমতি ছাড়া কোনই প্রোগ্রামও চালাতে পারবে না।




আজ আমি আপনাদের সাথে মাত্র 1.7 Mb সাইজের GiliSoft Exe Lock নামে একটি নতুন সফটঅয়ার শেয়ার করব। এর দারা লক করতে পারে যে কোন .exe  ফাইল। আপনি যদি চান যে আমার পিসি তে পাসওয়ার্ড ছাড়া, অন্য কেউ কম্পিউটারের কোন প্রোগ্রাম রান করাতে পারবে না, এমনকি কোন প্রোগ্রাম ডিলিট বা আনইন্সটলও করতে পারবে না। আমার খুব ভাল তবে আমার মনে হয় যে আপনাদের ও ভাল লাগবে। এছাড়া এটিতে ৩২ বা ৬৪ বিট প্রোগ্রাম সাপোর্ট করে।এটি দ্বারা যে কোন .exe  প্রোগাম লক করা যাবে। সাপোর্ট কমান্ড লাইন আর্গুমেন্ট।পাসওয়ার্ড প্রটেক্টেড এবং হার্ডওয়্যার কম্প্যাটিবল, সিস্টেম কম্প্যটিবল (Windows 2000/2003/XP/Vista/Windows 7 (32&64) সাপোর্ট করে । এই সফটওয়্যারটি মূল্য $19.95 আপনি ইচ্ছা করলে  সম্পূর্ণ বিনামূল্যে  এই সফটওয়্যারটি এখান সরাসরি ডাউনলোড করতে পারবেন। 
Download Link:-Gilisoft Exe Lock V3.0

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management