আমরা পিসিতে বসে কি না করতে চাই।ভালো ভিডিও বা সাউন্ড এডিটিং করতে প্রভূতি। তবে এসকল এডিটিং কাজের জন্য প্রয়োজনীয় সফটওয়্যারটি সম্পর্কে ভালো জানার দরকার। তবে বলতে হবে আমাদের মধ্যে বেশীর ভাগ লোকেরই এ সকল হাই কোয়ালিটি এডিটিং সফট এর সসম্পর্কে ভালো ধারণা নেই।
তাই বলে কি আমরা ছোট খাটো/হালকা পাতলা সাউন্ড এডিটিং ও কি করতে পারবো না? আমার কথা হল পারব না কেন? পারতে আমাকে হবেই।
তাই খুজতে খুজতে পেয়ে গেলাম দারুন কম মেগাবাইটের একটি সফট যার নাম Super mp3 sound Editor.
এটি দিয়ে MP3 বা Audio ফরম্যাটের ফাইলে আপনি দারুন সব ইফেক্ট দিতে সক্ষম হবেন ইনশআল্লাহ।
তাই যদি মনে করেন আপনার এটি প্রয়োজন আছে তাহলে ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন
Download Link:--MP3 Effect.exe
Name এবং Serial ছাড়া সফটটিকে আপনি মাত্র ২০/৩০ বার ওপেন করতে পারবেন। যদি Name এবং Serial দিয়ে রেজি: করে ব্যবহার করেন। তাহলে আজীবনই ব্যবহার করতে পারবেন।
আর সিরিয়াল ডাউনলোড করার জন্য নিচের লিংক গুলো ফলো করুন। এখানে আমি অনেক গুলো লিংক দিয়েছি। সবগুলোর মধ্যেই একটি করে সিরিয়ল আছে। আপনার যেটি ইচ্ছা ক্লিক করে ডাউনলোড করে নিন। অনেক গুলো লিংক দিয়েছি বলে মনে করবেন না যেন আপনাকে সগুলো ডাউনলোড করতে হবে। তবে হ্যা যদি একটু কষ্ট করে ডাউনলোড করে রাখেন তবে তো আপনি সবকটি সিরিয়ালই পেয়েগেলেন!
0 comments:
Post a Comment