নতুন ল্যাপটপ কেনার পর প্রায় বছর খানেক ভাল ভাবেই সার্ভিস দেয় । এর পর বেশি গরম হয়ে যায় নীল স্ক্রিন চলে আসে মাঝে মাঝে। স্লো হয়ে যায়। সেক্ষেত্রে আপনার যা করনীয়। যেখান দিয়ে ল্যাপটপের গরম বাতাস বের হয় সেখানে যদি একটি ডিম রেখে দেন তা হলে আমার মনে হয় ডিমটি খাওয়ার উপযুক্ত হয়ে যাবে।
প্রথম ধাপ:---
আপনার ল্যাপটপের ব্যাটারিরে আইকন টিতে Left বাটনে ক্লিক করে মোর পাওয়ার অপশনে যান। এরপর পরের চিত্র টি দেখুন।
এর পর High performance থেকে Change plan setting --এ ক্লিক করুন। এরপর পরের চিত্র টি দেখুন।
Change advanced power setting ---এ ক্লিক করুন।
এর পর Step-5,এ ক্লিক...
Saturday, June 1, 2013
Saturday, April 13, 2013
PD-Proxy দিয়ে কম্পিউটারে ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন

PD-Proxy কি?
PD-proxy একটি নিরাপদ এবং Free VPN service ব্যাবহারকারী Software, যার মাধ্যমে আপনি আপনার কম্পিউটারে বিনামুল্যে Internet সেবা গ্রহণ করতে পারবেন। PD-Proxyতে একটি Free Account করে আপনি প্রতিদিন 100 MB Internet সম্পূর্ণ ফ্রি-তে ব্যাবহার করতে পারবেন। এটি Internet এ ব্যাবহারিত আপনার সকল ডাটাকে Encrypt করে ডাটাকে নিরাপদ রাখে, যার ফলে অন্য কোনো ব্যাবহারকারী বা Hacker-রা আপনার কোনো ডাটা বা তথ্য চুরি করতে পারবে না।
এখন আর কথা না বাড়িয়ে চলুন কিভাবে PD-Proxy এর মাধ্যমে ফ্রি ইন্টারনেট ব্যাবহার করতে হয় তা ধাপে ধাপে জেনে নিই।
ব্যাবহার বিধিঃ
PD-Proxy VPN Service
ধাপ ১# প্রথমে http://www.pdproxy.com/ এই লিঙ্ক...
Tuesday, March 12, 2013
NOKIA DEATH PHONE FLASH BY PHOENIX AT HOME
Update nokia s40 s60firmware/software:
*ফ্ল্যাশ করুন আপনার Nokia ফোন USB Cable দিয়ে Nokia হ্যান্ডসেটগুলো এখন সবারই পছন্দের তালিকায় শুরুর দিকে থাকে, কারণ এগুলোর UserFriendliness আর সুন্দর Outlook. আমাদের অনেকেরই এখন একটা Nokia handset আছে। কিন্তু Nokia ফোন গুলোর একটা সমস্যায় মোটামুটি সব user ই পড়েছেন, সেটা software এর সমস্যা। এই সমস্যা সাধারণভাবে Java phone গুলোতে বেশি হয়, Symbian এ সেভাবে দেখা যায় না। Firmware যদি corrupt হয়ে যায় তাহলে USB Cable দিয়ে তা Flash করা সম্ভব। তবে flash process যদি মাঝখানে হঠাৎ interrupted হয়, যেমন মাঝখানে ইলেক্ট্রিসিটি চলে গেল অথবা কোন কারণে Cable খুলে গেল, তখন কিন্তু আর USB দিয়ে করতে পারবেন না। তখন Dongle এবং Flash box দরকার হবে। এই দুটো জিনিস দিয়ে সাধারণত দোকানে ফ্ল্যাশ করে, আপনার দেখে থাকবেন। ফ্ল্যাশ করার আগে তাই ফোনটা যেন disconnected না হয়ে...
Thursday, February 21, 2013
Phase One Media Pro 1.4.0.66040
Phase One Media Pro 1.4.0.66040 | 83.5 MB
Phase One Media Pro is a professional photo manager that makes it easy to manage your photo and video assets. Built to be fast and intuitive, it is a powerful photography assistant that will supercharge the way you find, organize, and share your images and videos wherever your files are stored. Media Pro supports photo and video files from more than 100 different cameras and is built to manage large photo libraries.
Download Link:-http://www.secureupload.eu/0xuobzkw83cq/media.pro.1.4.0.66040.rar
...
Tuesday, February 19, 2013
Summitsoft Logo Design Studio
Summitsoft Logo Design Studio 4.0.0.0 | 489 Mb
Logo Design Studio gives you the power to create professional logos without paying for a limited number of concepts from an overpriced design firm.No one knows your image better than you do. With Logo Design Studio's flexible tools and effects, you get easy recognition of your name, image, symbol, icon, or trademark. When modifying or importing images, graphics, and text, each professionally designed logo template will produce thousands of unique results - all in a matter of minutes!
Logo Design Studio is the perfect creative tool to design a look for any small business, corporate environment,...
Thursday, February 14, 2013
আপনি না পাঠালেও আপনার ফেসবুক বন্ধুরা আপনার পক্ষ থেকে পেয়ে যাবে “জন্মদিনের শুভেচ্ছা”

অনেক সময় আমরা আমাদের বন্ধুদের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভুলে যায়। আমার বেলায় অবশ্য বেশি হয়ে থাকে। অনেকদিন ধরে এমন একজনকে খুজছিলাম যে আমার হয়ে আমার সব ফেসবুক ফ্রেন্ডদের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিবে। শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা আমার ভালো লাগলো তা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। কারো আগ থেকে জানা থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন শুরু করা যাকঃ
এই সুবিধা পাওয়ার জন্য আপনার কম্পিউটারে Google Chrome ইন্সটল থাকতে হবে। না থাকলে নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
এখানে ক্লিক করুন
তারপর, নিচের লিঙ্ক থেকে HappyBirthday Extension টি ইন্সটল করে নিন আপনার Google chrome ব্রাউজারে।
এখানে ক্লিক করুন
ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজারের ডান...
কিভাবে আপনার সকল ফেসবুক ফ্রেন্ডদের ইমেইল ঠিকানা সংগ্রহ করবেন?
প্রথমে আপনার yahoo id দিয়ে address.yahoo.com এ লগিন করুন।লগিন করার পর দেখবেন পেজের মাঝে import your contacts from other accounts আছে সেখানে ক্লিক করুন।যদি না থাকে তাহলে tools এ ক্লিক করে import সিলেক্ট করুন।
importএ ক্লিক করার পর নিচের চিত্রের মত পেজ আসবে।এখান থেকে আপনি যেটা(যেমনঃফেসবুক,জিমেইল,উইন্ডোজ লাইভ ইত্যাদি) Import করতে চান তাতে ক্লিক করুন।কয়েক সেকেন্ডের মধ্যে import শেষ হবে। import শেষ হলে ইয়াহু অ্যাড্রেস পেজের বাম পাশ import করা ইমেইল আইডি গুলো দেখতে পাবেন।এখন পিসিতে সংরক্ষন করার পালা।
এখন tools এ ক্লিক করে export সিলেক্ট করুন।তারপর কি ফরমেটে export করতে চান তা সিলেক্ট করুন।এখানে কয়েকটি উপায় দেয়া আছে তার মধ্যে...
Tuesday, February 12, 2013
GiliSoft RAMDisk 5.1
GiliSoft RAMDisk 5.1 | 1.39 MB
GiliSoft RAMDisk appears like a physical hard disk to the operating system and programs. You choose its size (depending on the amount of RAM in your system), drive letter, and file system. You can copy, move and delete files on it. Like a physical disk, a RAM disk can also be shared so as to be accessed by other computers on a network! The RAM disk bypasses the system hard drive, which is the slowest part of a computer. Freeing your data storage and retrieval from this mechanical disk gives your system an immediate boost.
Blazing speed
• Use a RAM disk to boost performance and speed up access to data.
Quiet,...
Monday, February 11, 2013
****আইফোন এ ব্লুটুথ এর মাধ্যমে শেয়ার করুন ফাইল****
আমরা অনেকেই আইফোন ব্যবহার করি কিন্তু আইফোনে কোন ব্লুটুথ শেয়ারিং অপশন না থাকায় অনেক সময় সমস্যায় পরি। বন্ধুর ফোন থেকে কিছু নিতে চাইলে নিতে পারি না। আশাকরি আপনারা আমার এই পোস্টে এই সমস্যার সমাধান পাবেন।
বিঃদ্রঃ অবশ্যই আপনার আইফোন jailbreak করতে হবে এবং এটি সুধুমাত্র IOS 5.1.1 বা তার নিচের ভার্সন এর ক্ষেত্রে প্রযোজ্য। (IOS 6 not supported)
১/ cydia source এ অ্যাড করুন http://iphone.gsm.vn
২/ এরপর সার্চ করুন airblue shearing লিখে।
৩/ airblue shearing সফটওয়্যারটি ইন্সটল করুন।
৪/ সেটিং এ যেয়ে activation setting ঠিক করে নিন। এর জন্য আপনার ফোনে activator সফটওয়্যার ইন্সটল থাকতে হবে।জদি না ইন্সটল করা থাকে তাহলে cydia তে activator...
ভাষার মাসে নতুনরূপে Bit Torrent (নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড:1MB)
আজ টরেন্ট প্রেমিদের জন্য একটা সুখবর আছে। আপনাদের প্রিয় টরেন্ট,Bit Torrent এর নতুন ভার্সন এবং নতুন রূপ নিয়ে আমি হাজির হয়েছি।
পোস্টঃ নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড; নতুন রূপে Bit Torrent (মাত্র 1MB)
আজ এমন মহা পোস্ট এর দিনে ভেবেছিলাম পোস্ট একটু বিস্তারিত লিখবো। কিন্তু নেট প্যাকেজের টাকা প্রায় শেষ। তবে যাই হোক একটু না হয় বড় লেখার চেষ্টা করি। দেখি কত দূর পারি।
Bit Torrent সম্পর্কে সকলে কম-বেশি সবকিছুই আপনারা জানেন আর আগের অনেক পোস্ট পড়েছেন। তাই আবার ভুরি ভুরি কথা আর লিখলাম না। কিন্তু জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical information
শিরোনাম: BitTorrent 7.8 বিল্ড 29039ফাইলনাম: BitTorrent.exeফাইলের...
ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM)এর নতুন ভার্সন-6.15 [Download Link+Life Time activator]
আজ আপনাদের জন্য IDM এর এর নতুন ভার্সন-6.15 এনেছি। সাথে এবার প্যাচ(patch) দেবো না। এবার সকল সমস্যা সমাধানে দেবো IDM Life Time activator অর্থাৎ IDM ক্র্যাক টুল।
IDM ভার্সন-6.15 [Download Link+Life Time activator]
আজ আমায় বেশি কিছু লিখতে হবে না। কারণ আপনারা সকলেই জানেন। তাই আজ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এর একটি আপডেট সফটওয়্যার নিয়ে এলাম। যদিও বা আপনারা সকলেই এর সম্পর্কে জানেন, তবুও জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical Information
===================
শিরোনাম: ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার 6.15
ফাইলনাম: idman615.exe
ফাইলের আকার: 4.76MB (4,987,688 বাইট)
প্রয়োজন(OS): উইন্ডোজ...
Sunday, February 10, 2013
উইন্ডোজ ৭ এর সাথে Dual Boot হিসাবে ইন্সটল করুন উবুন্টু
আমরা বেশীর ভাগ কম্পিউটার ব্যভারকারি উইন্ডোজ ব্যবহার করি কিন্তু আপনি চাইলে উবুন্টু ইন্সটল করতে পারেন উইন্ডোজ ৭ পিসিতে। আজকে আমরা এই কাজটি দেখে নিব কিভাবে উইন্ডোজ ৭ কম্পিউটার এর মাঝে Dual Boot হিসাবে ইন্সটল করুন উবুন্টু ইন্সটল করবেন।
Step 1: প্রথমে Burn করে নিন Ubuntu ISO ফাইলি
Step 2: এবার বার্ন করা CD/DVD টি পিসিতে প্রবেশ করুন।
Step 3: ইন্সটল প্রক্তিয়া শুরু এবার language সিলেক্ট করুন
Step 4: ‘Try ubuntu without installing’ এই অপশন টি সিলেক্ট করুন।
Step 5: ছবির মত দেখতে পেলে ‘Install Ubuntu’ দিন
Step 6: ছবির মত দেখতে পেলে language নির্বাচন করে foward চাপুন।
Step 7: এবার ২টি অপশন ই সিকেল্ট করে...