Monday, February 11, 2013

ভাষার মাসে নতুনরূপে Bit Torrent (নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড:1MB)


 আজ টরেন্ট প্রেমিদের জন্য একটা সুখবর আছে।  আপনাদের প্রিয় টরেন্ট,Bit Torrent এর নতুন ভার্সন এবং নতুন রূপ নিয়ে আমি হাজির হয়েছি।
 
পোস্টঃ নিউ স্টাইল ও দ্বিগুণ স্পীড; নতুন রূপে Bit Torrent (মাত্র 1MB)

Torrent
আজ এমন মহা পোস্ট এর দিনে ভেবেছিলাম পোস্ট একটু বিস্তারিত লিখবো। কিন্তু নেট প্যাকেজের টাকা প্রায় শেষ। তবে যাই হোক একটু না হয় বড় লেখার চেষ্টা করি। দেখি কত দূর পারি।
Bit Torrent সম্পর্কে সকলে কম-বেশি সবকিছুই আপনারা জানেন আর আগের অনেক পোস্ট পড়েছেন। তাই আবার ভুরি ভুরি কথা আর লিখলাম না। কিন্তু জানার স্বার্থে কিছু ইনফর্মেশন দিলাম–
Technical  information
শিরোনাম: BitTorrent  7.8 বিল্ড 29039
ফাইলনাম: BitTorrent.exe
ফাইলের আকার: 1.00MB (1,053,520 বাইট)
প্রয়োজনীয়তা(OS): এক্সপি / ভিস্তা / Windows7 / Windows8
ভাষা: একাধিক ভাষা
লাইসেন্স: ফ্রী
জন্ম/ রিলিস : ফেব্রুয়ারী 1, 2013
সত্ত্বাধিকারী: BitTorrent
ওয়েবসাইট: www.bittorrent.com
MD5 checksum: AA283A60D5CE54773A4724EFC554D086
=================================================================
Description
BitTorrent একটি BitTorrent প্রোটোকলের মাধ্যমে তথ্য download করতে সক্ষম।আপনি সব কিছু ডাউনলোড করতে পারবেন,যেমনঃ মিউজিক, ভিডিও, দস্তাবেজ, জিপ ফাইল ইত্যাদি। আবার যেকোনো ফাইল ফাইল আপলোড করতে পারবেন। সমান্তরালভাবে BitTorrent একাধিক ফাইল ডাউনলোডের সমর্থন করে. প্রতিটি ডাউনলোডের জন্য বা ইন্টারফেস আপলোড দেখায় এবং ডাউনলোড স্পীড, ফাইলের মাপ, ফাইলের নাম, অগ্রগতি ইত্যাদি মিলিয়ে ব্যবহার ট্যাবুলার এবং গ্রাফিকাল  monitor দেখা যেতে পারে।  New torrent or magnetফাইল (Azureus )সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাইটগুলির মাধ্যমে বা থেকে BitTorrent মধ্যে add করা যাবে এবং এটির ব্যাবহার আগের চেয়ে অনেক সহজতর করা হয়েছে।

Bit Torrent এর নতুন কিছু ফিচার-
*  বিট টরেন্টের নতুন লোগো (logo) এর রুপ দেওয়া হয়েছে।
*  উইন্ডোজ 8 এর ওপর বিট টরেন্ট এর নতুন ভার্সন তৈরি করা হয়েছে।
*  Bit Torrent এর নতুন ভার্সন  হল  7.8 build in 29039  ( new style )
*  বিট টরেন্ট download সিস্টেম ১০০% অন্যান্য টরেন্ট সফটওয়্যার থেকে অনেক উন্নত।
*  আমার আশা এবং বিবেচনার দিক দিয়ে Bit Torrent সফটওয়্যার u Torrent কে অনেক পিছে ফেলেছে।
* আরও অনেক নতুন ফিচার রয়েছে, জা ভাষায় বর্ণনা করলে পৃষ্ঠা শেষ হবে না! ডাউনলোড করলেই বুঝবেন।

প্রিয় পাঠকগণ,
আপনার নিচের কিছু snap-shot ছবি দেখতে পারেন। যাতে Bit Torrent এর নতুন রুপ এর কিছু আন্দাজ করতে পারেন।
01-02-2013 22-11-20
পাঠকগণ আপনার আরও নতুন style সহ নিচের ছবি দেখুন এবং ভাবুন……
01-02-2013 22-11-36
প্রিয় বন্ধু গণ, আমি নিচের ছবিতে আরেকটি নতুন ফিচার তুলে ধরলাম।।
04-02-2013 20-16-10
04-02-2013 20-16-55
আর ছবি দেখিয়ে আপনাদের মেগা বাইট খরচ করতে চাই না। আপনাদের কাছে আমার আজকের এই পোস্ট অনেক কষ্টে করা। আশা করি ভালো লাগেছে।
Bit Torrent এর নতুন ভার্সন আমার কছে খুব ভালো মনে হয়েছে। আশা করি আপনাদের অনেক পছন্দ হবে। ওহ! ডাউনলোড করার কথা তো ভুলেই গেছি। তাই দেরি না করে ডাউনলোডের কাজ সেরে ফেলুন।
Bit Torrent 7.8 বিল্ড 29039 ভার্সন ঝটপট DONLOAD করে ফেলুন।
31-01-2013 16-13-17
||<<<—————Media-Fire Link—————>>>||

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management