Thursday, January 10, 2013

ব্রাউজারে সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ড বের করুন সহজেই


 এটা নতুন কিছু না। সবাই ব্রাউজার সেটিংস থেকে করতে জানে। এখানে ব্রাউজারের ডিফ্যাল্ট ডেভলপার টুল ব্যবহার করে ফেসবুকের সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় তা দেখাব।

ফেসবুকে যান। পাসওয়ার্ড সংরক্ষিত/টাইপকৃত হলে নিচের মত দেখাবে। তা থেকে আপনি শুধু পাসওয়ার্ড অংশটুকু পুরো সিলেক্ট করুন। 

মাউসে রাইট ক্লিক করুন। সবচেয়ে নিচের Inspect Element-এ ক্লিক করুন।
নিচের মত দেখাবে।
গুগল ক্রোমে

মজিলা ফায়ারফক্সে

ফায়ারফক্সে একটা বাড়তি স্টেপ করতে হবে যা ক্রোমে করতে হবে না। সেটা হলঃ
বামপাশের নিচের ছবিতে চিহ্নিত বাটনটিতে ক্লিক করতে হবে।

এবার হাইলাইটেড লাইনটির type=”password” এর password লেখাটিতে ডাবলক্লিক করুন। আর password-এর জায়গায় টাইপ করুন ‘text’ (কোটেশন মার্ক ছাড়া)।
এবার নীচের ছবির মত আপনার কাঙ্ক্ষিত সংরক্ষিত/টাইপকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন।

এটা আমার মনে হয় সেটিংসে গিয়ে করার চেয়ে সহজ।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management