বর্তমানে এন্ড্রয়েড ব্যবহার কারী দিন দিন বেড়েই চলছে এর সাথে নতুন নতুন ট্রিকস, সমস্যা ও সমাধান ও যুক্ত হচ্ছে আমাদের সাধারণ জীবনে। তবে প্রতিটা সমস্যার সব সময় একাধিক সমাধান ও থাকবে এতাই নিয়ম। আজকে টিউনারপেজ ভিসিটর দের জন্য চমৎকার একটি পদ্ধতি নিয়ে এসেছি যার মাধ্যমে আপনার এন্ডয়েড ইন্টারনাল মেমোরি কম থাকলেও সেটির একটি সমাধান করে নিতে পারবেন। অনেকেই এই পদ্ধতি জানেন অনেকে জানেন না। এন্ড্রয়েডে ইন্টারনাল মেমোরি কম? আসুন এই সমস্যার সধান করি
যা যা লাগবেঃ
- ১। রুটেড এন্ড্রয়েড ফোন
- ২। কম্পক্ষে 4 gb মেমোরি কার্ড।(২gb মেমোরি কার্ডে করা যেতে পারে।কিন্তু তখন এক্সটারনাল মেমোরি কম হয়ে যাবে)
- ৩। Link2sd সফটওয়্যারhttps://market.android.com/details?id=com.buak.Link2SD&hl=en
- ৪। Mini tool partition wijard/EASEUS Partition Master Home Editionhttp://www.partitionwizard.com/download.htmlপদ্ধতিঃ
১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।
২। সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ
- প্রথমে আপনার ফোন এর Setting>Developer options এ গিয়ে Usb debugging এ টিক মার্ক দিন।
- Connectivity তে গিয়ে Usb connection mode এ Mass storage mode(MSC) সিলেক্ট করুন।
- তারপর কম্পিউটারে Mini tool partition wijard ইন্সটল করুন।
- Usb দিয়ে আপনার ফোন pc তে কানেক্ট করুন।
- Mini tool partition wijard চালু করুন।
- আপনার মেমোরি কার্ড সিলেক্ট করুন।উপিরের দিকে দেখেন Move/Resize নামের একটা বাটন আছে। ওইটাতে ক্লিক করুন।
- এরপর নিচের ছবির মত কাজ করতে থাকুন।
(Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)
এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।
৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।
৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)
Superuser request Allow করুন
Superuser request Allow করুন
তাহলেই মুল কাজ শেষ।
এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)
নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।
কাজ শেষ।
0 comments:
Post a Comment