আজকে একটা জটিল জিনিস দেখবো সবাইকে। সেটা হল এমন একটা সফটওয়ারে সেটি দিয়ে আপনি ইচ্ছে মত শত শত ফেসবুক আইডি খুলতে পারবেন এক সাথে। এই ফেসবুক ক্রেকিং সফটওয়্যার টি ব্যবহার করাও খুব সহজ। এতে আপনার লাভ? ফেসবুক এর একাউন্ট খুলেও ভাই বহুত টাকা পয়সা পাওয়া যায়। freelancer.com থেকে ঘুরে দেখে আসতে পারবেন। যাই হক এই সফটওয়্যার টি ভয়ের কারন নেই কারন এখানে আপনার নিজের কোন ফেসবুক এর আইডি বা পাসওয়ার্ড ব্যবহারের কোন কাহিনী নাই।
১। এখনে ক্লিক করেন ডাউনলোডকরার জন্য।
৩। সফট ওপেন হলে এটা ব্যবহার করার জন্য একটা আইডি তৈরি করেন। register new account এ ক্লিক করে।
৫। তারপরে নিচের ছবির মত করেন।
৬। এখন দেখবেন অটো একাউন্ট তৈরি হইতে থাকবে। বাকি আরো অনেক কাজ করা যাবে এই সফটওয়্যার দিয়ে নিজে নিজে করেন।
2 comments:
ভাই আমার কাছে সফটয়ার টা আছে আমি account open করতে পরছিনা register new account গিয়ে info দেয়ার পর soft এ যে account হয়ার কথা তা হচ্ছে না?
please help me
আমি আবার ডাউলোড করে চেস্টা করছি
Post a Comment