Friday, January 11, 2013

**এন্ড্রয়েড ব্যবহারকারীরা জেনে নিন Droid VPN ব্যবহারের পদ্ধতি, এবং ফ্রী ইন্টারনেট ব্যবহার**

 
 
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো   Droid VPN ব্যবহারের পদ্ধতি নিয়ে। যারা এন্ড্রয়েড ব্যবহার করেন তারা নিশ্চয়ই  Droid VPN এর নাম শুনেছেন। আর হয়তো এটাও জানেন যে, জিপি সিম ও Droid VPN এর মাধ্যমে ফ্রী আনলিমিটেড  ইন্টারনেট ব্যবহার করা যায়। কিন্তু অনেকেই এটার ব্যবহার সম্পর্কে জানেন না (বিশেষ করে নতুন ইউজার) বিধায় সাক্সেসফুল হন না। তাই তাদের জন্য আমার এই টিউন।
রুটেড ইউজারদের জন্য
শুরুতেই  নিচের  লিঙ্ক থেকে zip ফাইলটি   ডাউনলোড করে নিন।
https://www.dropbox.com/s/hsqouowf44qmxj0/Vpn.zip            সাইয মাত্র  1.42  MB.
zip আনপ্যাক করুন।  এখানে আপনি দুটি জিনিস দেখতে পাবেন। Droid VPN.apk  ফাইল এবং আরেকটি  tun.ko installer.apk

**এখন শুরুতে  tun.ko installer.apk ফাইলটি ইনস্টল করুন। এবং মোবাইলের ডাটা অন করে এটার ভিতরে প্রবেশ করুন। সুপার ইউজার পারমিশন চাইলে গ্রান্ট করুন।
*এখানে চারটি বক্সেই টিক দিন।
* এবার install প্রেস করুন। নেট থেকে খুব ছোট একটি ফাইল ডাউনলোড হবে কিছু সময় অপেক্ষা করুন।
*এবার Droid VPN ইনস্টাল করুন।     এবং এটি ওপেন করুন।
* মেনু বাটন প্রেস করে দেখতে পাবেন create account লেখা আছে। এখানে প্রেস করে একটি একাউন্ট খুলে নিন।    অথবা এই লিঙ্কে গিয়ে একাউন্ট খুলে নিন, http://droidvpn.com/signup.php
*আপনার ইমেইলে একটি পাসওয়ার্ড দেয়া হবে। সেটা  সংরক্ষন করুন।
* এবার Droid VPN ওপেন করে আপনার রেজিস্টার করা ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে  স্টার্ট বাটন প্রেস করুন।
একটু সময়ের মদ্ধেই কানেক্ট হয়ে যাবে।  কানেক্ট হলে  upgrade করতে বলবে । আপনি  upgrade later  প্রেস করুন।
ব্যাস, এবার উপভোগ করুন ফ্রী ইন্টারনেট।

                                                                  **কিছু লক্ষনীয় বিষয় **

*আপনার  এসডি কার্ডের রুটে tun.ko নামের একটি ফাইল দেখবেন। এটা ডিলিট করবেন না।
* ইন্টারনেট ব্যবহারের সময় অবশ্যই ডাটা অন রাখতে হবে।
*সিমে কোন টাকা না রাখাই ভালো। টাকা থাকলে কেটে নিতে পারে।
* ভালো স্পীড পেতে যেকোনো একটি ইন্টারনেট প্যাক কিনে নিন। এ ক্ষেত্রে নয় টাকায়  ৩ এমবির মিনিপ্যাক নেয়া ভালো।
এর মেয়াদ সাতদিন। এতে করে সাতদিন ভালো স্পীড পাবেন।  কিনতে ডায়াল করুন  *১১১*৬*১*৯#
*এভাবে প্রতিদিন আপনি ১০০ এমবি ফ্রী ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ প্রতি একাউন্টে দিনে   ১০০ এমবি পাবেন। যদি ১০ টি একাউন্ট খুলেন তাহলে প্রতিদিন ১জিবি পাবেন।
*১০০ এমবি শেষ হওয়ার পর আবার ১০০এমবি পেতে  আরেকটি একাউন্ট দিয়ে দিয়ে কানেক্ট করতে হবে।
কোন সমস্যা হলে কমেন্ট করে  জানান। সমাধান করার চেস্টা করবো।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management