Thursday, January 31, 2013

শুধুমাত্র Keyboard Shortcut দিয়েই locked folder কে view/hide করে ফেলুন

আজ আপনাদের সাথে পরিচয় করার এমন একটি ছোট freeware এর যা মাত্র ৩.০৩MB. সাইজ এ ছোট হলেও এটা আমার মত অলসদের জন্য খুব উপকারি। এই সফট দিয়ে আপনি আপনার PC এর যেকোনো ফোল্ডার কে লক করে রাখতে পারবেন password দিয়েই । সফটওয়্যার টির নাম MY Lockbox. কিন্তু অন্যান্য লকার থেকে আর বাতিক্রম দিক তা হল Keyboard  Shortcut. সফট টি RUN করার জন্য আপনার পছন্দ মত একটি কীবোর্ড shortcut set করে দিন। ২ টি shortcut দিতে হবে একটি lock এর আরেকটি unlock এর  । কাজ শেষ । এর পর locked folder টিকে দেখতে চাইলে shortcut চাপুন password দিন ফোল্ডার টি view করবে। কাজ শেষ হলে lock shortcut দিন । পুনরায় ফোল্ডার লক হয়ে যাবে ।
lockbox
>” target=”_blank”>

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management