Monday, February 4, 2013

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন , Android Mobile দিয়ে ..


android apps
আজ আমি আপান্দের সাথে শেয়ার করব কিভাবে ইউটিউব এর ভিডিও ডাউনলোড করবেন ,আমাদের দেশ বাংলাদেশ থেকে , সুপার আপস । আপনার আন্দ্রইড মোবাইল এর জন্য  ।।  আপ্পস টির নাম হলঃ  TubeMate
youtube apps


আমরা এখন সবাই জানি যে আমাদের দেশ থেকে ইউটিউব যাও যায় না । আমরা ইউটিউব কে ফেসবুক এর মতই ভালবাসি । ইউটিউব ছাড়া আমরা অনেক কষ্টে দিন পার করি । আমরা এরি মধ্যে  কম্পিউটার রে অনেক সফটওয়্যার বা টিপস ব্যবহার করে ইউটিউব ব্যবহার করছি এবং ডাউনলোড করছেন । আমরা যারা মোবাইল চালাই তাদের জন্য , অনেক খারাপ ব্যাপার যে আমরা ইউটিউব ব্যবহার করতে পারছি না , যাও পারিছি কিন্তু ডাউনলোড করার জন্য মনের মত ভাল আপস পাইনা । আর নই এই না পাওয়া বেধনা । আজ আমার দেওয়া আপসটি ব্যবহার করে আপনার মনের মত করে ইউটিউব ভিডিও ডাউনলোড করুন ।
সফটওয়্যার টি এখন টপ ১০০ আপস এর মধ্যে আছে । আমরা যারা আন্দ্রইড ব্যবহার করি তাদের জন্য   এই আপসটি সুপার । তু এখুনি ডাউনলোড করে নিন এই অসম আপসটি । আর এঞ্জয় করুন ইউটিউব ভিডিও ।  

ডাউনলোড লিঙ্ক: মিডিয়া আগুন
http://www.mediafire.com/?3tts37merxfuynm

কিভাবে ব্যবহার করবেন এই আপসটিঃ

অন্য সব আপস এর মতই আপনি এই আপসটি আপনার আন্দ্রইড মোবাইলে ইন্সটল দেন ।
apk

তার পর আপসটি চালু করেন । ১-২ মিনিট ওয়েট করুন , আপসটি চালু হয়ে অটু ইউটিউব যাবে । এবার আপনার পছন্দের ভিডিও টি তে ক্লিক দেন । তার পর আপনি আপনার  মোবাইল এর ডান কোনায় দেখেন ” সবুজ একটি ছবি ” দেখতে এরকম

আপনি এবার এই ছবিতে ক্লিক দেন এবং আপনি আপনার ভিডিও টি কি ফরম্যাট তে ডাউনলোড করতে চান ,সেই ফরম্যাট দিয়ে ডাউনলোড করুন ।

ধন্যবাদ সবাইকে ।

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management