Thursday, October 11, 2012

আপনার ইন্টার নেট এর স্পিড এবার ২০% বাড়িয়ে নিন


আজকে আপনাদের কে জানাব  ছোট্ট একটি টিপস এর মাধ্যমে কি ভাবে আপনার নেট এর স্পিড কিছুটা বাড়িয়ে নিতে পারেন, আমরা সাধারণত যে সব ইউন্ডোজ ব্যবহার করে থাকি  সব ধরনের ইউন্ডোজ তার নিজস্ব অবস্তা পর্যবেক্ষণ এবং তার নিজের কাজের জন্য আমাদের  নেট স্পিডে ভাগ বসায় ১০০% তে ২০% সে রিজার্ভ করে রাখে, এখন আমরা যদি চাই তাহলে
তাকে সেই ভাগ থেকে বঞ্চিত করতে পারি অথ্যাৎ, ইউন্ডোজ কে তার নিজের কাজের জন্য আমাদের নেট স্পিড যে ২০% মজুদ রাখে আমরা চাইলে সেটা ইউন্ডোজ এর কাজে না লাগিয়ে
আমরা আমাদের  কাজে লাগাতে পারি, আর অনেকেই প্রশ্ন রাখতে পারেন ইউন্ডোজ কেন আমদের নেট স্পিডে ভাগ বসায়, প্রথমত ইউন্ডোজ কে আপডেট দেওয়ার জন্য এবং সিকিউরিটি ওয়ার্নিং বা ইউন্ডোজ এর অন্যান্য কাজের জন্য…।

তাহলে এবার দেখুন কি ভাবে সে কাজটি করবেন

প্রথমে আপনি আপনার সিস্টেম রান কমান্ড এ যান এবং টাইপ করুন
gpedit.msc” এবং ইন্টার প্রেস করুন
এবার  এই লাইন গুল দেখুন এবং একটার পর একটা সিলেক্ট করতে থাকুন
–> Local Computer Policy
–> Computer Configuration
–> Administrative Templates
–> Network–> QOS Packet Scheduler
–> Limit Reservable Bandwidth. এ ডাবল ক্লিক করুন
এবং সিলেক্ট Enabled
এবার নিচের ঘরে যেখানে ২০% লিখা আছে সেখানে  ০ দিয়ে এপ্লাই + ওকে করে ব্রাউজার
রিস্টার্ট করে নিন বা পিসিকে ও একবার রিস্টার্ট করে নিয়ে দেখুন আপনার সিস্টেম গতি কেমন
আশা করি কিছুটা হলে ও বেড়েছে

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management