আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তাদের প্রায় প্রত্যেকেরই নিজস্ব ই-মেইল ঠিকানা আছে। তবুও, যাদের এখনও ইমেইল ঠিকানা নেই বা বিশেষ কোন কারণে ইমেইল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন না তারা চাইলে এখন নিজস্ব কোন ইমেইল থিয়াকনা ছাড়াই যে কাউকে ইমেইল করতে পারবেন। এজন্য www.note2email.com সাইটে ঢুকে ফরমের Email Address এ প্রাপকের ইমেইল ঠিকানা, টাইটেল ও নোটে ইমেইল এর মুল বিষয় এবং নিচের যেকোনো একটি লোগো নির্বাচন করে Send it বাটনে ক্লিক করুন। দেখবেন আপনারা ইমেইলটি আপনার প্রাপকের কাছে পৌঁছে গিয়েছে।
এক্ষেত্রে, প্রাপক এর কাছে প্রেরক হিসেবে note@note2email.com ঠিকানা দেখাবে
0 comments:
Post a Comment