অনেক সময় বিভিন্ন প্রয়োজনে ওয়েবপেজ থেকে ডকুমেন্ট প্রিন্ট করা লাগে ।কিন্তু দেখা যায় কাংখিত অংশটুকু সিলেক্ট করে প্রিন্ট করতে যথেষ্ট বেগ পেতে হয় ।এরকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে www.printwhatyoulike.com ঠিকানার সাইটটি আপনার জন্যই ।
সাইটে ঢুকে URL লেখা টেক্সট বক্সে আপনার কাংখিত ওয়েবসাইটের ঠিকানা লিখে স্টার্ট ক্লীক করুন ।
বা পাশের প্যানেলে আপনি কাংখিতটি সাইটি দেখতে পারবেন ।
এখন আপনি ওয়েবসাইটের যে অংশটুকু প্রিন্ট করতে চান তা মাউস দিয়ে সিলেক্ট করুন ।
সবশেষে প্রিন্ট কমান্ড থেকে প্রিন্ট দিলেই কাংখিত অংশ প্রিন্ট হবে ।
ছোট টিপস হলেও আশাকরি অনেকেরই কাজে লাগবে ।কারন অজানা যতই ছোট হোক জানলে পরে তা প্রয়োজনে কাজে লাগতে পারে ।
0 comments:
Post a Comment