Wednesday, October 17, 2012

Network LookOut Administrator Pro 3.7 দিয়ে মনিটরিং করুন সকল পিসি

আজ যে সফ্টওয়্যার টা শেয়ার করবো ; তা দিয়ে আপনারা নেটওয়ার্ক কানেক্টটেড কম্পিউটারগুলো মনিটরিং করতে পারবেন। দেখতে পারবেন ঐ পিসির ইউজার গুলো কি ক করছে । শুধু দেখতেই নয় আপনার মাউস ও কী-বোর্ডের মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রনও করতে পারবেন।
networklogo



এছাড়াও তারা তাদের কম্পিউটারে কি করছে তা রেকর্ড করে রাখতে পারবেন ।
তাদের কে কোন ইনষ্ট্রাকশন দেওয়ার প্রয়োজন হলে আপনার ডেস্কটপ ও তাদেরকে দেখাতে পারবেন।
তাদের এটেনশনের জন্য ঐসব পিসিতে ম্যাসেজ পাঠাতে পারবেন। যেমন মনে করুন তারা পিসি তে গেম খেলছে ; আর আপনি তাদেরকে গেম খেলতে নিষেধ করে একটা ম্যাসেজ পাঠালেন।
 সফ্টওয়্যারটি ডাউনলোড করে প্রতিটি পিসিতে ইনষ্টল করে ফেলুন। ইনষ্টল করার সময় পাসওয়্যার্ড দিতে বলবে। তখন আপনার ইচ্ছামতো পাসওয়্যার্ড দিয়ে দিন। পরবর্তীতে এই সফ্টওয়্যারটি ওপেন করতে এই পাসওয়্যার্ড দিতে হবে।
এছাড়াও ইনষ্টল করতে দুটো অপশন পাবেন; সেখান থেকে আপনার পিসি Network LookOut Administrator Console সিলেক্ট করুন
এবং অন্য পিসিগুলোতে ইনষ্টল করার সময় Network LookOut Agent সিলেক্ট করুন।
এরপর স্বাভাবিক নিয়মেই ইনষ্টল শেষকরে; Add Computer থেকে আইপি ও পাসওয়্যার্ড দিয়ে এড করুন। এবং মনিটরিং করতে থাকুন।

Download Link:-Network LookOut Administrator Pro 3.7

If You Like Our Blog Plz Like Us On Facebook:-Tech Infinity



0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Online Project management