আজ আপনাদের জন্য নিয়ে এলাম বেশ দরকারি একটি পোস্ট।আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিস্ক ক্রাশ করেছে।এবার এই সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন।
Windows Xp এর জন্য
এই সমস্যাটির নাম হল blue screen of death (BSOD). মূলতঃ এই সমস্যাটি ঘটে আপনার সিস্টেমের অত্যান্ত প্রয়োজনীয় কোন ফাইলের সমস্যা, বিকৃত, ফাইলটি মুছে যাওয়া বা এর যে কোন অংশের পরিবর্তনের কারণে।
যখন আপনার হার্ডডিক্স ক্র্যাস করে তখন উইন্ডোজ একটি ফাইল তৈরি করে নিজে থেকেই, এর নাম “dumps”. আর এটি জমা হয় :\Windows\Minidump ফোল্ডারে। আর এই ফাইলটি তৈরি হওয়ার সাথে সাথে এটি খুঁজতে খাকে কোন ফাইলটা মুছে গেছে। যখনই আপনার সিস্টেমের ফাইল মুছে যাবে ব্লু স্ক্রীণটি আসবে, আর আপনার জন্য সাথে করে নিয়ে আসবে যে ফাইলটি মুছে গেছে তার পাথ। আসুন এর সমাধানের উপায়টি আমরা আজ জেনে নেই।
Windows Xp এর জন্য
- My Computer’ >>> Properties এ যান।
- এবার প্রোপার্টিজ থেকে Advanced ট্যাবে ক্লিক করুন।
- এবার Advanced ট্যাবে এসে ‘Startup and recovery >>>Settings’ এ যান।
- এবার নতুল ডা্য়লগ বক্স থেকে নিচের দিকের Write debugging information>>>Small Memory Dump (64KB)” নির্বাচন করুন।
- এবার OK ক্লিক করুন।
- ব্যস কাজ শেষ ।
Follow us on Facebook:Tech Infinity
0 comments:
Post a Comment