আজ আপনাদের জন্য নিয়ে এলাম বেশ দরকারি একটি পোস্ট।আমরা যারা নিয়মিত কম্পিউটার ব্যবহার করি, তারা হয়ত ব্লু স্ক্রীণটির সাথে মুখোমুখি হয়েছেন? এর মানে হল আপনার হার্ডডিস্ক ক্রাশ করেছে।এবার এই সমস্যা হওয়ার আগেই সমাধান করে ফেলুন।
উইন্ডোজ সেভেন এর জন্য
- Start Menu >>> Computer এর উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
- এবার মেনু থেকে Properties এ ক্লিক করুন।
- প্রোপার্টিজ ডায়লগ বক্স থেকে ‘Advanced system settings’ এ ক্লিক করুন।
- এবার Advanced ট্যাব থেকে ‘Startup and recovery’ অংশের Settings এ ক্লিক করুন।
- এবার নতুন করে খোলা ডায়লগ বক্সটির নিচের দিক থেকে ‘Write debugging information’ >>>“Small Memory Dump (256KB)” নির্বাচন করুন।
- এবার ‘System failure’ থেকে‘Automatically Restart’ এটা আনচেক করুন।
- এবার Ok করে বেরিয়ে আসুন।
এবার মূল কথায় ফিরে আসি। যখনই আপনি বুঝবেন যে আপনার সিস্টেম ক্র্যাস হবে, তখন যে সফটটি ব্যবহারের জন্য সেটআপ করেছেন তা আনইন্সটল করে ফেলবেন। তবে বেশিরভাগই দেখা যায় .sys এক্সটেনশান যুক্ত ফাইলগুলোই এই রকম সমস্যা সৃষ্টি করে। তবে আমরা একটু আগে যে কাজটি করেছি। এর আপনি সচরাচর ভাবে দেখতে পারবেন না। মানে ক্র্যাস কি কারণে হয়েছে এটি সংরক্ষিত থাকে “dumps” ফাইলটিতে। আপনি এই ফাইলটি পড়তে পারবেন। এই ফাইলটি পড়তে হলে আপনাকে একটি সফট ব্যবহার করতে হবে। সফটওয়্যারটির নাম BlueScreenView.ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন। এটি আপনার পিসির “dumps” ফাইল খুঁজে বের করে আপনাকে দেখাবে পিসির কোথায় কোথায় সমস্যা আছে।
- প্রথমে সফটওয়্যারটি চালু করুন।
- এবার File মেনু থেকে প্রথম আইকনটি নির্বাচন করুন।
- ডিফল্টভাবে এটির লোকেশন দেয়া আছে C:\Windows\Minidump এটা।
- এবার OK ক্লিক করুন। তাহলেই আপনার সামনে ক্র্যাস ফাইলগুলোর তালিকা চলে আসবে।
- এবার এখান থেকে সর্বশেষ আইটেমটি নির্বাচন করুন।
- এবার এই পাথে যান Options->Lower Pane Mode নির্বাচন করুন।
- তাহলে আপনার পিসির ক্র্যাস হওয়া ফাইলগুলো দেখাবে।
- এবার ভাল করে এটি পড়ুন, বুঝে নিন ও লোকেশানটি মনে রাখুন। আপনার সিস্টেমের কোন ফাইলটির সমস্যা হয়েছে বা সমস্যা করছে।
- আজ এ পর্যন্তই।Windows Xp এর ক্ষেত্রে যেভাবে সমাধান করবেন সেই পোস্টটির জন্য অপেক্ষা করুন।Follow us on Facebook: Tech Infinity
0 comments:
Post a Comment